নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

আলীবাবার নজরে বাংলাদেশ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১


চায়না ই-কর্মাস জায়ান্ট আলীবাবা বাংলাদেশের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে।
ইউসি ওয়েব, আলীবাবা গ্রুপের একটি অংগপ্রতিষ্ঠানের বিজনেস ডেভলাপমেন্ট বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সিচুয়ান পাই গতকাল বলেন- "আমরা বাংলাদেশের বাজার যাচাই করছি এবং একটি সিদ্ধান্ত নিতে আমাদের কর্তৃপক্ষকে সহযোগিতা করছি ।”
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ইউসি ওয়েবের বাংলা ভার্সেনের উদ্বোধনকালে পাই এ মন্তব্য করেন।
ইউসি ব্রাউজার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্রাউজার যার মার্কেট শেয়ার হচ্ছে শতকরা ১৯.৯৭ ভাগ। এ ব্রাউজারটি বিশ্বে ইংরেজি, রাশিয়ান, ইন্দোনেশিয়ান এবং ভিয়েতনামী সহ ১১ টি ভাষায় চালু রয়েছে।
পাই আরো বলেন- "আমরা আলীএক্সপ্রেসের মাধ্যমে বাংলাদেশিদের জন্য অনলাইন কর্মাস সেবা প্রদান করছি ” ।তিনি আরো বলেন- মানুষ এ সাইটের মাধ্যমে চায়নার পাশাপাশি অন্য যেকোনো দেশ থেকে যেকোনো পন্য কিনতে পারবে।
চায়নিজ ই-কর্মাস কোম্পানি আলীবাবা গ্রুপ গত বছর ৩৯০ বিলিয়ন ইউএস ডলারের লেনদেন করেছে এবং আগামী পাঁচ বছরে তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে এক ট্রিলিয়ন ইউএস ডলার।
ইউসি ওয়েবের ক্রমবর্ধমান বাজারের মার্কেটিং বিভাগের পরিচালক ক্যাথেরিন হুয়ান বলেন- " ইউসিওয়েব জরিপে দেখা যায় বাংলাদেশের শতকরা ৩৭ ভাগ ব্যবহারকারী বাংলায় ইন্টারফেস করতে পছন্দ করে”।
দৈনিক ডেইলী স্টার পত্রিকা থেকে অনূদিত।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

নতুন বলেছেন: তাহলে তো দেশি পন্যের জন্য আরো সমস্যা হবে.. :(

এমনেতেই চাইনিজ জিনিসে দেশ সয়লাব...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: কিছুটা সমস্যা তো অবশ্যই হবে, তবে এতে প্রতিযোগিতা বাড়বে - আখেরে ভোক্তারা উপকৃত হবে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

গেম চেঞ্জার বলেছেন: আসুক, দেশে যে কয়টা ই-কমার্স সাইট আছে, তারা আরো নড়েচড়ে বসুক। বুঝা যাবে ব্যাপারটা। প্রতিযোগিতা বাড়বে। আর আলিবাবার আলিপেও তখন ব্যবহার করাও যাবে।
অবশ্য দালালি এমনিতেই আছে তার উপ্রে বিশাল পরিমাণে দালালি বেড়ে যাবে। :|

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

নতুন বলেছেন: আলিবাবার সাথে দেশিরা প্রতিযোগিতায় টিকবে না। :(

ভোক্তার সুবিধা হবে... কিন্তু দেশি টাকা আরো বেশি করে বিদেশে চলে যাবে...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এ চিন্তাটা অবশ্য আগে মাথায় আসেনি। ঠিকই বলেছেন “ভোক্তার সুবিধা হবে... কিন্তু দেশি টাকা আরো বেশি করে বিদেশে চলে যাবে... ”

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

শাহাদাত হোসেন বলেছেন: ভোক্তার সুবিধা হলেও দেশের ক্ষতি হয়ে যাবে ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: এ চিন্তাটা অবশ্য আগে মাথায় আসেনি। ঠিকই বলেছেন “ভোক্তার সুবিধা হবে... কিন্তু দেশি টাকা আরো বেশি করে বিদেশে চলে যাবে... ”

আলি বাবা আসবে ব্যবসা করতে আমাদের দেশের জনগনের সুবিধা দিতে না। তারা চাইনিজ পন্য বিক্রি করবে এবং আমাদের দেশী পন্য আরো মার খাবে... আমাদের দেশী কারখানা ধংস হলে চায়না থেকেই আরো বেশি দামে জিনিস কিনতে হবে...

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভারতে আমাজন অলরেডি ব্যবসা শুরু করেছে। মোদ্দা কথা হচ্ছে যোগ্যরা টিকে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.