নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিয়াল মামা

শিয়াল মামা › বিস্তারিত পোস্টঃ

সাপ্লায়ারর্স ক্রেডিট

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

প্রায় ১০ বছর আগে কাজল নামে প্রতারক অর্থ ব্যবসায়ী খুলনা এলাকায় আমানত-ঋণের অবৈধ ব্যবসা শুরু করে। সে এক বছরে ১০০% এর বেশি সুদ প্রদান করত।

মূলত সে একজনের আমানত দিয়ে আরেকজনেরটি পরিশোধ করত। এটা ব্যবসা হতে পারে না। ব্যাংকিং ব্যবসা তো দুরে থাক কোন ব্যবসা-ই এ নিয়মে চলতে পারেনা।

আমি লক্ষ্য করি যে কাজলের প্রেতাত্মা আমাদের সমাজে সিন্দাবাদের ভুতের মতই বসে গিয়েছে। আমাদের ব্যবসায়ীরা সম্পূর্ণ চলছে সাপ্লায়ারর্স ক্রেডিটের উপরে। এটা ভয়াবহ। এবং এটা ক্রনিকাল পর্যায়ে চলে গিয়েছে।

ধরুন আপনি একজন কার্টন বক্স প্রস্তুতকারী। আপনি একটি স্বনামধন্য গারমেন্স সরবরাহের জন্য মনোনীত হলেন। প্রথমেই আপনাকে বলে দেয়া হবে যে মাল দেবার ৬০ দিন পরে পেমেন্ট।

বহু প্রতিষ্ঠান পরোয়া করেনা আপনি কত দামে মাল দিচ্ছেন। মুখ্য বিষয় বাকিতে দিচ্ছেন কিনা।

আপনি যদি কিছুদিন পরে মালের দাম বাড়ান, কুছ পরোয়া নেই। এখন তারা ৬০ দিনের বদলে ৯০ দিন পরে টাকা দেবে।

আপনি মাল দেয়া বন্ধ করবেন? তারা হয়ত বাকি বিল ৩ বছর পরে দেবে বা দেবেই না।

বেশিরভাগ সময়ই দেখা যায় যে এই সব সাপ্লায়াররা হয়ে থাকে ক্ষুদ্র-মাঝারি মাপের। আর তারা ব্যবসা শুরু করে নগদ টাকা খাটিয়ে। টাকার উৎস থাকে তাদের গৃহবধূ মায়ের জমানো টাকা।

দ্য ট্রু সারপ্লাস ইউনিট অফ আওয়ার সোসাইটি আর হাউসওয়াভস, হু সেভ। হ্যাটস অফ টু দেম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.