নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিয়াল মামা

শিয়াল মামা › বিস্তারিত পোস্টঃ

ক্রেডিট কার্ড

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

ক্রেডিট উইথ প্লাস্টিক কার্ডঃ
কয়েকদিন আগে সাপ্লায়ারর্স ক্রেডিট সম্পর্কে লিখেছিলাম। আজ লিখব ক্রেডিট কার্ড সম্পর্কে।

ইস্যুকারী সংস্থার একটি দাবি হল ক্রেডিট কার্ড আপনার আগামী ১০ মাসের আয় আজই পকেটে রাখার সুযোগ করে দিচ্ছে।

দাবিটি ১০০% সঠিক। আরও কয়েকটি সঠিক ব্যপার নিচে তুলে ধরলাম।
ক) ১০ মাসের আয়ের সমপরিমাণ টাকা খরচের জন্য নিচ্ছেন। জমানোর জন্য নয়।

খ) আপনি নিজের অজান্তেই হয়ত সেই পণ্যটি আজ ভোগ করছেন যা কিনা আজ আপনার সামর্থ্যে বর্তায় না।

গ) ক্রেডিট কার্ড দিয়ে আপনি যদি দৈনন্দিন বাজার করেন তাহলে তা প্রত্যক্ষভাবে আপনার ব্যক্তিগত "ব্যলান্সশীটে" আসবে না, তা যাবে "প্রফিট & লস একাউন্টে"। (কারন দৈনন্দিন বাজার সদাই 'সম্পত্তিবাচক হিসাব' নয়)। অথচ ক্রেডিট কার্ড পাঞ্চ করলেই তা আপনার ব্যক্তিগত ব্যলান্সশীটে 'দায়মূলক' কলামে হিট করবে।

এর অর্থ, আপনি 'দায়' গ্রহণ করে 'সম্পত্তি' সংগ্রহ করেননি। (এ আঙ্গিকে ক্রেডিট কার্ড পাঞ্চ করে সম্পত্তিমূলক হিসাবে ব্যয় অনেক শ্রেয়)

ঘ) ক্রেডিট কার্ড সেই ইস্যুকারী প্রতিষ্ঠান আপনাকে নিয়মিত অন্যান্য ঋণ ক্রস-সেল আকারে বিক্রয় করে। উল্লেখ্য যে তাঁরা সর্বদাই আপনার ক্রয়-খরচ-পরিশোধ আচরণের উপরে নজরদারি করে।

আপনার সেভিংসের ক্ষমতা আছে দেখলেই তাঁরা আপনাকে আন্যন্য ঋণদান করতে উৎসুক।

ঙ) একটি ফ্রেশ গ্রাজুয়েট প্রথমে এই ঋণের "হোটেল ক্যালিফোর্নিয়াতে" প্রবেশ করে এই ক্রেডিট কার্ডের হাত ধরে। অতঃপর ৪৫ দিনের বাধন পেরিয়ে ৪৮" টিভি ক্রয়। রিলেশনশিপ ম্যানেজারের হাত ধরে ক্রেডিট কার্ডের বাধন পেরিয়ে ম্যারেজ লোন, কার লোন, ট্রাভেল লোন।

সর্বশেষে মধ্য-বয়সেই জীবনের ফাইন্যানশিয়াল ম্যানাজেমেন্ট যখন লেজে-গোবরে একাকার, তখন ভরসা "মিসেলেনিয়াস পারসনাল লোন।

কদিন আগে আমাকে একটি আর্থিক প্রতিষ্ঠানের টেলিসেলস থেকে একটি মেয়ে ফোন করেছিল ক্রেডিট-কার্ডের ব্যপারে। আমি নিতে না চাইলে সে জিজ্ঞেসা করে আমি আর কোন প্রতিষ্ঠানের কার্ড ব্যবহার করি।

আমার কোনটির-ই নেই শুনে সে বলল, "স্যার ক্রেডিট-কার্ড না থাকাটা তো একটি আন-প্রেস্টিজিয়াস ব্যপার"।

আমি বুদ্ধু হয়ে গেলাম।

যাই-হোক "হোটেল ক্যলিফোরনিয়ায়" জেনেশুনে প্রবেশ করা উচিত। "এক্সিট ডোর"-ও চিনে রাখা উচিত।

ও হ্যাঁ, ডেবিট- কার্ডও কিন্তু সেই একই প্লাস্টিক মানি। উইথআউট এনি হার্ম।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

পৃিবীথ বলেছেন: আমার অফিসের অনেকেই প্রথম বার ক্রেডিট কার্ড নিয়ে তাদের ভূল বুঝতে পরেছে ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

পৃিবীথ বলেছেন: আমার অফিসের অনেকেই প্রথম বার ক্রেডিট কার্ড নিয়ে তাদের ভূল বুঝতে পরেছে ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২

নতুন বলেছেন: কেডিট কাড` পকেটে থাকলে খরচার চিন্তা থাকে না.... তাই সঞ্চয়ের পরিমান কমে যায়...

যারা ভেবে চিন্তা খরচা করতে পারেন ক্রেডিট কাড` শুধু তাদেরই ব্যবহার করা উচিত...

কিন্তু ৯০% ই মনেহয় ক্রেডিট কাডে`র পাল্লায় পড়ে বেশি খরচ করেথাকে..

আমিও করি.. :(

৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: অবশ্যই ক্রেডিট কার্ডের অনেক সুবিধা আছে.......তানা হলে এটা এভাবে জনপ্রিয় হতো না..........। ক্রেডিট কার্ড আছে বলেই কারো কাছে হাত পাততে হয়না.....আমার সামর্থের সীমা বহুগুনে বড়ে যায়.......লেনদেনে সিকিউরিটি পাওয়া যায়........ক্রেডিট হিষ্টোরী ধীরে ধীরে বাড়ে যেটা ভবিষ্যতে অনেক কাজে দেয়।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

নিমচাঁদ বলেছেন: পকেটে ক্রেডিট কার্ড থাকলে , যেটা দরকার নাই সেটাও কিনতে মুঞ্চায় কিন্ত মাসের শেষে ব্যাঙ্ক ষ্টেট্মেন্টে মন খালি পুড়ে ।তবে উন্নত বিশ্বে ক্রেডিট কার্ড ছাড়া জীবন চিন্তাই করা যায় না। লাইফ ষ্টাইল যেহেতু ক্রেডিট কার্ডের মাঝে বান্ধা , সেটা ছাড়া কিভাবে চলে ? এছাড়া যেহেতু এতে বাহকের সকল তথ্য ভেরিফায়েড এবং সন্নিবেশিত থাকে , সেহেতু এটাও একটু প্রুফ অব আইডি ।উন্নত বিশ্বে ক্রেডিট বেশী ব্যবহারের জোর দেওয়ার ক্ষেত্রে আরেকটু কারণও আছে , সেটা হলো ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে একজন মানুষের সকল ট্রেস পাওয়া যায় ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

লাইট ভাই বলেছেন: @ মেহেদী - আপনি ক্রেডিট কার্ড সেল করেন নাকি?

৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: @ লাইট......আগে কন কি কারনে এটা মনে হলো......। আমি একজন ইউজার মাত্র। এই ক্রেডিট কার্ডের জন্য আমি প্রথম সপ্তাহেই আইফোন ৬ (১২৮ গিগস) কিনতে পেরেছি......এ্যাপলের সব সেরা প্রোডাক্ট যেমন ম্যাকবুক প্রো রেটিনা, আইপ্যাড এয়ার ইউজ করতে পারছি.......এটার জন্যই $৩৫০০ দিয়াই আমার খাট + ম্যাট্রেস কিনতে সাহস করেছি...... :P :P .এখন হিসাব করে দেখুন......কয়জনের এ কলিজা আছে এই জিনিষ গুলো ক্যাশে কেনার কথা চিন্তা করার..... ;)

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

শিয়াল মামা বলেছেন: লক্ষ্য করুন-


গ) ক্রেডিট কার্ড দিয়ে আপনি যদি দৈনন্দিন বাজার করেন তাহলে তা প্রত্যক্ষভাবে আপনার ব্যক্তিগত "ব্যলান্সশীটে" আসবে না, তা যাবে "প্রফিট & লস একাউন্টে"। (কারন দৈনন্দিন বাজার সদাই 'সম্পত্তিবাচক হিসাব' নয়)। অথচ ক্রেডিট কার্ড পাঞ্চ করলেই তা আপনার ব্যক্তিগত ব্যলান্সশীটে 'দায়মূলক' কলামে হিট করবে।

এর অর্থ, আপনি 'দায়' গ্রহণ করে 'সম্পত্তি' সংগ্রহ করেননি। (এ আঙ্গিকে ক্রেডিট কার্ড পাঞ্চ করে সম্পত্তিমূলক হিসাবে ব্যয় অনেক শ্রেয়)


--- এই আঙ্গিকে আপনি খুবই সঠিক ব্যবহারকারী।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: আপ্নার একাউন্টিং এর ভাষা অত বুঝিনা, কিন্তু বৈদেশ লাইফে এই জিনিষ ছাড়া অন্য কেউই আপ্নারে ১০০ টাকাও ধার দিবেনা.........।
এছাড়াও ভুজুং ভাজুং দিয়া কেউ আপ্নারে বাজে মাল গছিয়ে দিয়েই পার পেয়ে যাবেনা......যদি আপ্নি এই ক্রেডিট কার্ড দিয়া পে করেন.......কার্ড কোম্পানীরে কল দিলে সাথে সাথে ওই টাকা আপ্নার হয়ে আদায় করে দিবে। আর এক কাড়ি ময়লা টাকা হাতা হাতি করা আর ক্যারী করার থেকে একখান কার্ড ক্যারী অনেক সোজা....

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

শিয়াল মামা বলেছেন: ডেবিট কার্ড ক্যারি করা কি কঠিন? প্লাস্টিক কার্ড কি শুধুই ক্রেডিট কার্ডের আকারে পাওয়া যায়?

বাজে মাল ফেরতের দায়িত্ব যদি (ধরলাম) মাস্টার কার্ড কোম্পানি নেয়, তবে সে মাস্টার কার্ড লোগো সম্বলিত ডেবিট-কার্ড হোল্ডারকেও সেই একই সার্ভিস দেবে।

আর ধার করে না চলাটা যে কতটা যে কতোটা আনন্দের তা আপনি একদিন বুঝবেন আসা করি।

প্রথম সপ্তাহেই এপল কোম্পানিকে ধার করে প্রিমিয়াম দাম পরিশোধ না করে, এক বছর পরে সেই একই জিনিস অর্ধেক দামে নিজের টাকায় কেনা আমার মতে আনেক সম্মানের।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: আপ্নার সাথে আর বেহুদা তর্কে যাওয়ার আগ্রহ নাই। আপ্নি একাউন্টিং এর বিশেষজ্ঞ.........তাই অন্য জিনিষের সাথে সাথে ক্রেডিট স্কোর এর মাহাত্বও জানা উচিত.......আর ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের পার্থক্য এখানেই।
আর আমি $১৮০০ দিয়ে ম্যাকবুক কেনার কথা বলেছি ক্রেডিট কার্ড দিয়ে.....ওই কিস্তিতে ওয়ালটনের টিভি ফ্রিজ কেনার কথা বলিনি X( X(
আমি যেটা ১৮ মাস ইন্টারেষ্ট ফ্রি ফাইনান্সিং সুবিধা নিয়া $১৮০০ দিয়া কিনেছি.....আপ্নে কচকচা ডলারের বান্ডল নিয়া গেলেও ওই জিনিষ $১৮০০ দিয়াই কিন্তে হবে.......।

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

শিয়াল মামা বলেছেন: --))

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

শিয়াল মামা বলেছেন: অবশ্য উন্নত বিশ্বের সিকিওরড লাইফের সাথে ক্রেডিট কার্ড বেশ মানানসই।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

আরমিন বলেছেন: I just hate credit card !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.