নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকার

গ্রিন জোন

গল্পকার

গ্রিন জোন › বিস্তারিত পোস্টঃ

প্রাইভেট ভার্সিটির পোলা। বিসিএস পরীক্ষা কি জানেই না

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬


চৈত্রের দুপুর। খা খা রোদ। বিকাল চারটায় অফিস শুরু। প্রতিদিন সাড়ে তিনটার আগে বেরিয়ে পড়ি। তখনো চারদিকে ঝাঝা রোদ। রাতে ঘুম ভালো হয়নি। বউয়ের সংগে রাগারাগি হয়েছে। সপ্তাহে একবার এরকম হয়ই। মনটা খারাপ। প্রচণ্ড গরম। তিন বছরের পুরনো টেবিল ফ্যানটা তেল দিয়ে ঠিক করেছি। কিন্ত এক ঘণ্টা সারভিস দেয়ার পর ঘড়ং করে থেমে গেল। রাতে যেন দোজখের মধ্যে বাস করলাম। উপরে সিলিং ফ্যানটার বাতাস যেন আগুন।
সারারাত ঘুমাতে পারিনি। বেলা ১১টায় ঘুম থেকে ওঠা। ফ্রেসনেস। খাওয়া। অতপর দোকানে গিয়ে চা খাওয়া। সিগারেট ধরিয়েছি এমন সময় বউয়ের ফোন। বললাম বাসায় গিয়ে ব্যাক করছি। কুড়িলের ব্যাচেলর বাসাটা ভাল আবার ভাল না। আমার রুমমেট হয়তো গাজাখোর। তা না হলে তার বন্ধুরা কেন সব গাজাখোর হবে? সারাক্ষণ চোখ লাল থাকে তার। রাতে ঘুমের ঘারে বকে। মনে মনে বলি সালা পাগলছাগলের রুমে উঠে পড়লাম। নিয়তিকে দোষ দিলাম। প্রাইভেট ভার্সিটির পোলা। বিসিএস পরীক্ষা কি জানেই না। মনে মনে বললাম সালা বলদের সাথে থাকতে পারবো তো?
তনু হত্যায় বিক্ষোভ চলছে সারাদেশে। ইমরান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুসিয়ারি দিলেন। পরে বোঝা গেল আওয়ামী লীগই তাকে নামিয়েছে। উদ্দেশ্য ব্যাংকের টাকা লুটের ঘটনা ধামাচাপা দেয়া। এসব ভাবতে ভাবতে দুই গ্লাস পানি খেয়েই বেড়িয়ে পড়লাম অফিসের দিকে। বিনা বর্ষায় কুড়িলের রাস্তাঘাটে পানি। নর্দমা পরিষ্কারের কাজ চলছে। লাফিয়ে লাফিলে চলতে হলো। কাছেই অফিস। তাই হেঁটেই পথ চলি।
বাসাটা ছেড়ে দেয়ার চিন্তা করছি। এপ্রিলের ভাড়াসহ অ্যাডভ্যান্স দেয়া হয়ে গেছে। বউকে বলিনি। বললে টাকা কোথায় পেলে, জানালে না ইত্যাদি বুংচুং প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ মাস শেষে আমার কাছে টাকা থাকে না। ২৫ হাজার টাকা বেতন পাই। কিস্তি দিই ১০ হাজার টাকা বউ-বাচ্চা ৬ হাজার টাকা। বাড়ি এক হাজার টাকা। বাকি টাকা দিয়ে ঢাকায় থাকার চেষ্টা করি। বাসা নিয়ে পরিবার নিয়ে এসেছিলাম। আবার পাঠিয়ে দিয়েছি। চলবে প্রতিদিন দিনলিপি............

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২

মুসাফির নামা বলেছেন: এটা কি ডায়েরি লিখলেন?বিষয় খুজে পাচ্ছেন না?

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০

গ্রিন জোন বলেছেন: লেখার ভেতর থেকে একটা বাক্যকে শিরোনাম করা হয়েছে। দিনলিপির শিরোনামের সংগে পুরো বিষয়ের মিল থাকবে এমন নয়।

২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

গ্রিন জোন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.