নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

মানুষ হলে ভাবনা গুলোকে মানুষ করে গড়ে তুলুন ।।

২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:০৭




কোনো ছেলে এগিয়ে এসে কথা বলতে চাইলেই, বা আপনার হাসি, চোখ বা আপনার গুণের প্রশংসা করলেই সে আপনার সাথে প্রেম করতে বা শুতে চাইছে! এমনটা প্লিজ ভাববেন না ---- আপনার ভাবনার অধিকার আছে তবে সেই ভাবনা যেন আপনাকে এত নিচে না নামিয়ে দেয় যাতে কাজেই তা প্রকাশ হয়ে যায় ।।
কোনো মেয়ে রাত জেগে থাকা মানেই সে আপনার সাথে কথা বলার জন্য প্রস্তুত, এমনটাও ভাববেন না প্লিজ মনে রাখবেন নারী তো আপনার মতোই রক্তে মাংসে মানুষ , সে তো কোন গভীর কল্পনা ভাবনা ভাল ল্গা মন্দ লাগায় ডুবে থাকতে পারে যাতে তার ঘুম আসছে না তাই সে জেগে আছে ।।
কোনো ছেলে যদি বারবার চাকরির পরীক্ষায় অসফল হয়, তার মানেই সে আর কোনোদিন কোনোকিছু করতে পারবে না, তার জীবনটা নষ্ট, এমনটা ভাববেন না। একটু ভরসা রাখুন, ঠিক পারবে.... দুনিয়ায় কেউ বেকার থাকে না ।।
কোনো মেয়ে যদি বিয়ের পর চাকরি করতে চায়, তার মানেই যে সে আর শশুর বাড়ির দায়িত্ব নেবে না, শশুর শাশুড়িকে দেখবে না, এমনটা ভাববেন না প্লিজ, দেখবেন দুদিকটাই ঠিক সামলে নেবে তাকে কাজ করার মতো অধিকার দিন ।।
প্রেমিকা ছেড়ে যাওয়ার সময় কোনো ছেলে যদি কান্নাকাটি করে, প্রেমিকাকে আটকাতে চায়, তারমানেই যে ছেলেটি আর কোনো মেয়ে পাবে না, বা ছেলেটি ভীতু, দুর্বল এমনটা ভাববেন না। আসলে যে ভালোবাসে, সে তার কাছের মানুষকে কিছুতেই ছাড়তে চায় না, শেষ অবধি চেষ্টা করে আটকানোর....
কোনো মেয়ে যদি নিজের ভালোবাসার মানুষের ভুলগুলো বারবার ক্ষমা করে দেয়, তারমানেই যে মেয়েটি নির্ভরশীল ছেলেটির উপর তাই ভুলগুলো ক্ষমা করে দিচ্ছে, এমনটা নয়। আসলে ভালোবাসার মানুষকে আমরা বারবার সুযোগ দিতে ভালোবাসি.....
মেয়েটা মা হতে চাইছে না মানেই মেয়েটার শারীরিক সমস্যা আছে, বা মেয়েটির বৈবাহিক জীবন সুখের নয়, এমনটা ভাববেন না প্লিজ। মা হওয়াটা একটা চয়েজ, একটা নিজস্ব স্বাধীন অধিকার....
ছেলেটি চুপচাপ থাকে মানেই সে ভীষণ অহংকারী, দাম্ভিক কিংবা হয়তো আনস্মার্ট, কথা বলতে পারে না, এমনটা ভাববেন না প্লিজ। কেউ কেউ নিজের মনের মতো মানুষ খুঁজে বেড়ায় কথা বলার জন্য, সবার সাথে মিশতে পারে না...
দূর থেকে অনেকেই অনেককিছু বিচার করে, কিন্তু কাছ থেকে একবার মিশে দেখুন, কথা বলে দেখুন, সবাই সমান নয়....
তাই দূর থেকে বিচার করা বন্ধ করুন...

শেষ কথা বলি--- কা'পুরুষ আটকায় সৌন্দর্য্যে, কু-নারী আটকায় অর্থে !! মানুষ আটকায় মায়ায়, অ'মানুষ আটকায় স্বার্থে !!




মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্টের কন্টেন্ট ভালো। শেষ কথাগুলো সত্যিই অসাধারণ।

বানান ও যতিচিহ্নগুলোর উপর আরেকটু নজর দিন, লেখা আরো সুন্দর ও সাবলীল হবে। আপনার আগের কোনো এক পোস্টেও এ কথাটা বলেছিলাম।

বানানে ভুল থাকলে, যতিচিহ্নের ব্যবহার ঠিক না থাকলেই লেখা ভালো না, এমনটা প্লিজ ভাববেন না। ভুল বানান ও ভুল যতিচিহ্নেও অনেক মূল্যবান মেসেজ থাকতে পারে।

২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪১

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: চেষ্টা করে যাচ্ছি চমশা আর টাইপ দূটাই ভাল না ।। তবে আপনার কথা সত্য

২| ২৮ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:১০

ঢাকার লোক বলেছেন: এ লেখাটি আগের গাছ লাগানো নিয়ে লেখাটির চেয়ে ভাল হয়েছে। অবশ্য আগের লেখাটি খারাপ হয়েছে ভাববেন না! আগেরটাও ভালো হয়েছে, এটি আরো ভালো!

২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪১

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আরো ভাল করার চেষ্টা করছি

৩| ২৮ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২১

কামাল১৮ বলেছেন: চেলে হোক বা মেয়ে হোক মানসিকতার পরিবর্তন দরকার।ছেলে চাকরি করে তার মা বাবাকে দেখ ভাল করতে পারলে মেয়ের ও সেই অধিকার আছে।

৪| ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৬

শেরজা তপন বলেছেন: কা'পুরুষ আটকায় সৌন্দর্য্যে
এইটা কি আপনার বাণী? তাহলে পৃথিবীর সব কবি সাহিত্যিক শিল্পী কাপুরুষ!! কথাটা পাল্টান; আপনি আমি মায় পৃথিবীর সবাই সৌন্দর্যের পুজারী।

২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: কবি শিল্পী সৃষ্টিশীল মানুষ তারা কেন কাপুরুষ হবে- যারা কাপুরুষ বলেছি তারা ঠিক বুঝেছে

৫| ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:১২

আহমেদ জী এস বলেছেন: সেলিনা জাহান প্রিয়া,




"আসি" বললেই ভাববেন না, চলে যাওয়া একেবারেই! "আসি" বলার মাঝেও থাকে "ফিরে" আসার হাতছানি!

আর কা'পুরুষ আটকায় সৌন্দর্য্যে কথাটি ঠিক নয়। কাপুরুষ আটকায় সাহসের অভাবে, ভয়ে! এ ব্যাপারে শেরজা তপন এর সাথে সহমত।

৬| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সঠিক না জানলে অনেক কিছুই মনে হতে পারে
এটা ভুল নয় সহচিন্তা করা ভাল কাছের মধ্যে পরে
আমরা বিভান্ত না হই--------------------------

৭| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: "কাপুরষ আটকায় সৌন্দর্যে " - ভন্ডরা ছাড়া সবাই একমত আমরা সবাই সুন্দরের পূজারি। আপনি সম্ভবত বুঝাতে চেয়েছেন - যে পুরুষ সুন্দরী ৭ খুন করলেও শুধু মাত্র সুন্দর হওয়ার জন্য অপরাধ হিসেবে বিবেচনা করেনা তাদের মিন করেছেন।

তবে "কূ নারী আটকায় অর্থে " কথাটিতে আমি একমত নই। কেই নই সে বিষয়বস্তুতে একটা পোস্ট আমি লিখার আশা রাখি। পোস্টটি পড়বেন।


আপনি কি মডেলিং করতেন?

৮| ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বেশীর ভাগ কথাই আমার ভালো লেগেছে।
আপনি ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.