নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ ; চালতি কি নাম গাড়ি

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৯

মধুবালা যদি আজ ও বেঁচে থাকতেন, তাহলে তার নরম চোয়ালে দেখার
সৌভাগ্য হত।
সেই মুঘল ই আজমের আনারকলিকে দেখেই তো প্রেমে পরে গিয়েছিলাম ।
তার আরো একটি অসাধারন মুভি "চালতি কি নাম গাড়ি" ।
তবে মধুবালার থেকে ও এখানে দেখার বিষয় হচ্ছে, তিন গাঙ্গুলি ভাইয়ের একসাথে করা
এই মুভি । কিশোর কুমার, অশোক কুমার আর অনুপ কুমার ।
লিড রোলে কিন্তু ছিলেন কিশোর কুমার ।
দুর্ভাগ্য জনক ভাবে এটা আমার দেখা কিশোর কুমারের প্রথম মুভি ।
যিনি কিনা বাংলা, হিন্দি, মুভি করার পাশাপাশি প্রায় ২৭০০০ গান করেছেন।
মুভি রিভিউ লিখতে গিয়ে বাইয়োগ্রাফি লেখা শুরু করলাম দেখি !!!!!!!
মুভি এর গল্পে আসি,
তিন ভাই একটি গ্যারেজ চালায়, যেখানে একদিন মধ্যরাতে সুন্দরি রমনি তার গাড়ী
ঠিক করতে নিয়ে আসে, এবং কোন টাকা না দিয়েই চলে যায় , এভাবে করে
মনমোহনের সাথে রেনুর পরিচয় হয়।
ধীরে ধিরে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় রেনু আর মন্মোহন ।
একদিন রেনুর বাসা থেকে ছেলে দেখা হয় রেনুর বিয়ের জন্য ।
বাকিটা জানতে হলে দেখতে হবে ১৯৫৮ সালের এই বলিউড মুভি টা।
মুভি টার থেম সং কিন্তু আজ ও মানুষের কানে বাজে,
বাবু সামঝো ইসারে ........................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.