নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

অক্ষয় কুমারের চ্যালেঞ্জিং “ব্রাদার্স”

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৫

চ্যালেঞ্জের কথা এই কারণে বললাম যে, এই বয়সে এইধরনের মুভি করা চাট্টেখানি কথা নয়।
বলিউডের সিনিয়র নায়কদের মধ্যে এখন পর্যন্ত অক্ষয়ের ফিটনেস ই সব থেকে ভালো আছে।
হলিউডের মুভি ওয়ারিওরসের অফিসিয়াল রিমেক এই ব্রাদার্স ।
অরিজিনাল মুভি টা দেখা হয়নি, তাই ওইটার সাথে তুলনা করতে পারছিনা।
শুরু থেকে শেষ পর্যন্ত সমালোচকের দৃষ্টিতেই মুভি টি দেখার চেষ্টা করেছি।
উপমহাদেশের মানুষ আবেগ কে খুব ভালোবাসে। যেটার ফল অক্ষয়ের মুভি হিসেবে ২ দিনে ৩৬ কোটি
রুপি আয় করা।
দুই বক্সার ভাইয়ের গল্পই মুলত এখানে ঠাই পেয়েছে।
যাদের বাবা ছিলেন সাবেক বক্সার।
ছোট বেলার একটি ঘটনাই তাদের সবাইকে আলাদা করে ফেলে।
দু ভাইয়ের চরিত্রে ছিলেন অক্ষয় ও সিদ্ধার্থ ।
বাবার চরিত্রে জ্যাকি শ্রফের লুক ছিল একদম ভিন্ন।
অক্ষয় কুমারের বউয়ের একটি ছোট চরিত্রে ছিল জ্যাক্লিন ।
এই মুভি এর কিছু কিছু যায়গায় মেকিং টা ছিল অসাধারন। পরিচালক কারান মালহোত্রা পূর্বে
অগ্নিপথ মুভি দিয়ে বাজিমাত করেছিলেন।
এই মুভির ব্যাক গ্রাউন্ড মিউজিক ও ভাল ছিল।
তবে আমার কাছে সব থেকে দুর্বল লাগলো গল্পটি।
প্রথমার্ধ খুব ই ভালো ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধ দেখার সময় বার বার মনে হয়েছে, আমি কি রেস্লিং খেলা দেখছি?? সত্যি এই ছবির বিশাল অংশ জুড়ে শুধু বক্সিং ফাইট।
সব শেষে বলব ভারতে, ক্রিকেট, ফুটবল, হকি, নাচ, গান নিয়ে মুভি হওয়ার পর এবার বক্সিং
নিয়ে ও হলো। আবেগায়িত করার জন্য এই মুভি ভালো ব্যাবসায় করবে কিন্তু গল্পের গাথুনি আরো
মজবুত হওয়ার দরকার ছিল।
বি দ্র; মুভি টা সিদ্ধার্থের জন্য টারনিং পয়েন্ট হয়ে থাকবে ........................।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.