নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

আমার পৃথিবী

২৩ শে জুন, ২০১৫ রাত ১:৩৫

পৃথিবী ,তুই কি জানিস ?
তুই যখন পাশে থাকিস সবকিছুই অনেক সুন্দর মনে হয় !
পৃথিবী ,তুই কি জানিস ?
প্রিয় মানুষ কাছে থাকার অনুভূতি ?
পৃথিবী ,তুই কি জানিস ?
ঐ চাঁদ কেন এতো জ্যোৎস্না ছড়ায় ?
পৃথিবী ,তুই কি জানিস ?
আমার আবেগ গুলো কেন মনের অজান্তে তোর হৃদয় মাঝে আছড়ে পড়ে ?
পৃথিবী ,তুই কি জানিস ?
তুই যখন পাশাপাশি হাঁটতে থাকিস কেন আমি খুব মাতাল হয়ে থাকি তোর হাতটি ধরার জন্য ?
পৃথিবী ,তুই কি জানিস ?
জানালার পাশে যখন চাঁদটি দেখি তখন আমার কেন এতো একা লাগে ??

তুই জানবিনা আমার পৃথিবী , কোন দিন ও না !! কারণ,আমি পৃথিবীর এক নগণ্য মানব !!যাকে ছাড়া পৃথিবী,পৃথিবীই থাকবে।
কিন্তু,আমি পৃথিবী ছাড়া হারিয়ে যাবো কোথাও কোন এক গহীনে !!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১০:৩০

তৌফিক মাসুদ বলেছেন: শুভকামনা রইল।

২| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৭

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.