নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

এক মর্মান্তিক প্রেম কাহিনী.....

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১

লিজা আর জাহিদ এক চমৎকার কাপল। একজন
আরেকজনকে ওরা প্রচণ্ড ভালবাসে।
ঘোরাঘুরি, হ্যাং আউট, রেস্টুরেন্ট এ খাওয়া
ইত্যাদি করে খুব সুন্দর কাটছিল ওদের দিন।
কিন্তু কপালে সুখ সবার সহ্য হয়না।
.
একদিন লিজা জানতে পারে জাহিদ
আরেকটি মেয়ের সাথে নিয়মিত যোগাযোগ
করে, অনেকটা প্রেমের মতই ব্যাপার।
.
জাহিদের এই বিশ্বাসঘাতকতায় প্রচণ্ড কষ্ট
পায় লিজা। কোনভাবেই মেনে নিতে
পারেনা লিজা ব্যাপারটা। শেষপর্যন্ত
লিজা বাধ্য হয় জাহিদের সাথে ব্রেকাপ
করতে। জাহিদ নিজের ভুল বুঝতে পেরে মাফ
চায় লিজার কাছে। কিন্তু দ্বিতীয়বার আর
জাহিদকে বিশ্বাস করতে রাজি হয়না
লিজা।
.
প্রচণ্ড কষ্ট নিয়ে জাহিদকে ভুলতে শুরু করে
লিজা, কিন্তু এ যে সত্যিকারের # ভালবাসা ,
তাই চাইলেও জাহিদকে ভুলতে পারেনা
লিজা। ওদিকে জাহিদের গতিবিধি
সন্দেহজনক মনে হয় লিজার। জাহিদ প্রায়ই
লিজার বাসার নিচে এসে বসে থাকে।
মাঝেমাঝে জাহিদের সাথে সন্ত্রাসীর মত
দেখতে একটা বন্ধুও থাকে।
.
একটু আতঙ্কিত বোধ করে লিজা। দীর্ঘদিনের
প্রেম জাহিদের সাথে। ওদের ঘনিষ্ঠতার
অনেক প্রমাণই রয়ে গেছে জাহিদের কাছে।
তাহলে কি জাহিদ এসব নিয়ে কিছু করতে
চাইছে? প্রতিশোধ নিতে চাইছে লিজার
উপর?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.