নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

শেষ চিঠি....

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

আজ অনেকদিন পর লিখছি তোমায় নিয়ে। হয়তো এটিই তোমার কাছে আমার শেষ লেখা। চোখের অশ্রুগুলোর কাছে দিন দিন ঋণী হয়ে যাচ্ছি। তোমার ভালবাসাগুলো মনে হলেই চোখের পাতাগুলো ভিজে উঠে। কষ্টের মাত্রাগুলো থার্মোমিটারের পারদের মত বেড়ে উঠে। তুমি ভাল আছ তো..? আমি ভালো আছি কিনা যানি না। শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি। এখন আর মোবাইলের ব্যালেন্স শেষ হওয়ার ভয় নেই। অল্প কিছু টাকা দিয়েই এখন আমার মাসখানেক চলে যায়। । শুধু একবার
হাতটা ধরার সে লোভ আমি কত আগেই ছেড়ে দিয়েছি।
ই আমি খুব ভাল আছি। তোমার
দেয়া কষ্টগুলো এখন আর আমায় কাঁদায় না। হয়তোবা অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। আর তোমার প্রতি আমার অভিমানগুলো, তা আমি কত আগেই তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি দূর আকাশে। তবে মায়াটা রয়ে গেছে এখনও, উইপোকা কুরে কুরে খাচ্ছে।
হয়তো তোমাকে আর হাসতে দেখব না.তোমার সাথে আর দেখা হবে কিনা তাও সন্দেহ। আর হলেও তুমি হয়ত না চেনারই চেষ্টা করবে, তাই না.??আর আমাকে এতটা ভালবাসার জন্য ধন্যবাদ। মানুষ ত একটু ভালবাসা পেলেই কত খুশি হয় আর আমি তো
অসংখ্য ভালবাসা পেয়ে গেলাম তোমার কাছ থেকে। সত্যিই আমি কৃতড্ঞ তোমার কাছে।জানো আমি না মারা গিয়েছি। ভয় পেয়ো না, মৃত্যুটা আমার অনুভবের,আমার ভালবাসার, মৃত্যুটা তোমাকে কাছে না পাওয়ার। তবে এর জন্য আমি তোমাকে দায়ী করব না। ভালবাসার মানুষদের অপরাধী করতে নেই। তাদের শুধু ভালবাসতে হয় মন ও আত্মার সবটুকু দিয়ে।খুব ইচ্ছে ছিল তোমায় একদিন জড়িয়ে ধরে বলব, -'অনেক ভালবাসি তোমায়,প্লিজ আমায় ছেড়ে কোথাও যেয়ো না 'আজ অনেক কিছু বলে ফেললাম। মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। চোখের কোণে কিছু লোনা পানির অস্তিত্ব
টের পাচ্ছি। না আর লেখব না তোমায় নিয়ে। জানিই ত তোমায় আর ফিরে পাব না। তুমি আর ভালবাসা আজ আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছো।তোমার প্রতি আমার অনুরোধ কখনও মন খারাপ করো না কেমন! আর অন্তত আমার জন্য তোমার চোখের জল ব্যয় করো না। হয়তো তোমার চোখের জল পাওয়ার যোগ্যতাটুকুও আমার নেই।
যদি মাফ পাওয়ার যোগ্যতাটুকু থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও....
আর ...আর..
ভালো থাক।
রাগ করে রিপ্লাই না দিয়ে থাইকো না...তোমার একটা রিপ্লাই সারাজীবনের সব অনুতাপ থেকে আমাকে রেহায় দেবে...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: ভাল থাকুন আপনার পুরনো স্মৃতিচারণ করে!!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ ভাই....

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

সুমন কর বলেছেন: গতানুগতিক। তবে আপনার ভোঁতা অনুভূতির প্রকাশ ভালো লেগেছে।

** আপনি যখন অন্য কারো'র মন্তব্যের প্রতি উত্তর দিবেন। তখন নিচের ছবির মতো সর্ববাম পাশের এ্যারোতে ক্লিক করে জবাবটির উত্তর দিবেন। তাহলে উনি জানতে পারবেন।

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৯

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.