নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শরীরে এখনও লেগে আছে রাত্রির দগদগে ক্ষত

শ. ম. দীদার

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী।

শ. ম. দীদার › বিস্তারিত পোস্টঃ

জুকোলামার জয় হোক

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩


হুম চার মাথায়!
মৃত মাছেদের চোখ নিয়ে একটি সেলফি তোলার
চমৎকার বিষয় শুয়ে আছে। রক্তধারা সেলফি তোলার স্পটটির খুব সম্ভবত
মাথা থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। ফেড জিন্স আর কোন এক রকস্টার’র
ছবি সম্বলিত পোলো শার্ট পরা কয়েকজন তাগড়া জওয়ান ছেলে
খুব পোঁজ মেরে সেলফি তুল্ল। বাহ্‌ কী চমৎকার দেখা গেল
পালাজ্জো আর টপস্‌ পরিহিত কয়েকজন নধর যুবতী
খুব ঢং মেরে সেলফি তুল্ল। বাহ্‌ আরো সুন্দর দেখা গেল

আর মুহুর্তেই বৃদ্ধাঙ্গুলির ঠেলায় হাওয়ায় ভাসিয়ে দিলো
সেলফ পোট্রেইটগুলো। আর ক্যাপশনে লিখে দিলো-
এ লোকটির সাহায্যে আপনারা সকলে এগিয়ে আসুন প্লিজ
কেউ কেউ লিখলো- এই লোকটির জন্য খুব জরুরি ভিত্তিতে
এবি নেগেটিভ রক্ত দরকার। আপনারা এগিয়ে আসুন
বন্ধুরা তোমরা সকলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দাও যত পারো

মরা মাছেদের চোখ নিয়ে সেলফি তোলার চমৎকার স্পটটি হাওয়ায় ভেসে গেলো
তখন যুবক আর যুবতীগুলো ঝলসানো মাংসের কাবাব আর লুচি’র সাথে সেলফি তুলছিলো।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার লিখেছেন।

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯

শ. ম. দীদার বলেছেন: ধন্যবাদ, ভাই। প্রীত হলাম। ভালো থাকুন। নিরন্তর।

২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২

অগ্নি সারথি বলেছেন: কি চমেতকার দেখা গেল! ভাললাগা জানায়া গেলাম।

৩| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.