নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শরীরে এখনও লেগে আছে রাত্রির দগদগে ক্ষত

শ. ম. দীদার

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী।

শ. ম. দীদার › বিস্তারিত পোস্টঃ

তোমার সোয়ামী না জাইনুক, তুমি ভাল কইরে জাইনতে কইতরি

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৭

তোমার সোয়ামী না জাইনুক, তুমি ভাল কইরে জাইনতে কইতরি
কে তোমারে ফকফইক্কা চান্নি রাইতে মোবাইল কইরে চুপ থাকিয়া থাহে

যেইদিন সইন্ধ্যাবেলা ফরথম তুমি আমার শার্টের কলার হেঁইচকা টান দিয়া
ধইরে কইলে, বুকের মইধ্যে জড়ায়ে-
আমারে ছাইড়া যাইবা ত মাইরা দিমু; তুই আমারে চেনস নাই ছৈল
হামি বোগড়ার... ... ... মাইয়া। বিশ্ব্যেস কইর, হেইদিন
হেইদিন আমার শইলে শিঙ কইরে উইঠেছিল
শিঙ কইরে উইঠেছিল প্রেম আর যৌনতায়, কাম ও ভালোবাসায়
হেইদিন আমার ভগবানের উফ্রে খুব রাগ উইঠেছিল

ভগবান! তুমি এতো কাজের ফরিশতা বানাইলা
বিষ্টির। মউতের। ক্বিয়ামতের।
ভালোবাসা আর যৌনতার কোন ফরিশতা বানাইলা না মাইরি!
এইডি কী কোন জরুলি কাম না, ঈশ্বর?
ঈশ্বর! তোমার অইহানে এই কাইজের জন লাইগলে আমারে ডাক দেও

রত্নেশ্বরী কে তোমারে সাঁঝন বেলা ফোন কইরে চুপ কইরে থাহে
তুমি জান! তোমার সোয়ামীডা জানে না।
আর যহন তোমার সোয়ামীরে ধরায়া দেও-
আমারে গালি দেওনের লাইগে- হে আমারে জিগায়-
তুমি কেঠা? মাইয়া না হিজলা? কথা কওনা কিল্লায়?
আমার তহন কইতে মন চাই
তুই যার লগে এহন রাইতে শুইস হে যার লগে শুইতে চাইছিল হেই
আমি কিচ্ছু কই নাই

তারপর! খুব কইরে বিষ্টি অইলে
খুব শমশম হাওয়া বইলে
ধানক্ষেত দোল খাইলে
মাইঝ রাইতে কু ডাক পাখি ডাইকলে
মনে পড়ে- এক কালে আমারও প্রেম আছিল
বুকের মইধ্যে তাগত আছিল। চক্ষে স্বপন আছিল

সে এক কালে সবার আছিল।
কইতরীর লাহান বেবাকতেরে কেউ আছিল যে সব শ্যাষ অশেষ কইরেছিল।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.