নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

বিক্ষিপ্ত স্থিরচিত্র গুলো গল্প হবে বলে...

০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮



অনুভূতি গুলো বিক্ষিপ্ত, প্রচন্ড রকম ভাবে বিক্ষিপ্তভাবে ছুটোছুটি করে নিউরনের এ প্রান্ত ও প্রান্তে! প্রবল ও প্রকান্ড কোন স্মৃতিরেখার পথ ধরে হেটে হেটেও এই সংক্রান্ত কোন স্থির এবং সংবেদনশীল অনুভূতির সন্ধান পেলাম না।

প্রাচীনপন্হী দৃশ্যপর্বে কাশফুল, হেমন্ত বিকেল, পুরানো জীর্ণ শার্ট, কেশবতীর একা বসে থাকা আর একটি আকাশ!! বিচ্ছিন্ন এই স্থিরচিত্র গুলো নির্মম ভাবে ব্যার্থ হয়েছে আমায় একটা সুগঠিত অনুভূতির সন্ধান দিতে। অথচ এই দৃশ্যায়নে কখনোই তৃপ্তি মেলেনি ...

অতলান্তিক বিভ্রমে ক্রমাগতভাবে বিক্ষিপ্ত হতে থাকাটা কোন ক্রমেই সুখকর নয়! মস্তিস্ক কিংবা মনোরোগ বিশারদ একজন অবশ্য আমাকে খোলা আকাশ পথ্য হিসেবে দিয়েছেন, সাথে মাঝে মাঝে নিজস্ব একটা নদীর দখল নিতেও বলেছেন নদীতীরে কাশফুলের আধিক্য বাধ্যতামুলক!

স্থিরচিত্র গুলো কোন ক্রমেই নিজস্ব নয়! আমার মস্তিষ্কে কেউ ভুল করে প্রবেশ করিয়ে দিয়েছে। বিচ্ছিন্ন কতগুলো দৃশ্যপট এক ফ্রেমের আওতাধীন হচ্ছেইনা! সম্ভবত সেই একলা আকাশ কিংবা কাশফুলের নদী আমাকে নিয়ে যাবে সেখানে, যেখান থেকে যাবতীয় বিভ্রম!

এক বিকেলে গল্প লিখতে বসলাম সম্বল শুধু একটা খোলা আকাশ, একটা নদী। নদীতীরে কয়েকটা গাছ নিজেই বসিয়ে নিলাম, নদীটার নাম দিলাম "অবেলা"! নামটা শুরুতে পছন্দ হচ্ছিলোনা, গল্প লিখার স্বার্থে অবেলায় যেতে যেতে এক সময় ভালো লাগতে শুরু করলো। গল্পের জন্য এখনো কোন চরিত্র ঠিক করতে পারিনি, নাকি গল্প বাদ দিয়ে কবিতা লিখবো? বিক্ষিপ্ত, প্রচন্ড রকম বিষণ্ন কয়েকটি শব্দ দিয়ে ছড়িয়ে দেবো বিষাদ, সবার বিকেল গুলোকে শূন্যতায় আচ্ছাদিত করে দিতে। না থাক নিরাকার বোধগুলো আমার কাছেই বন্দী থাকুক। গল্পের চরিত্র হিসেবে কেশবতী কেউ মোটেই মন্দ হয়না।

রোগ সারাতে প্রায়শই অবেলায় গিয়ে বসে থাকি! গল্পের কেশবতীর সাথে গল্প করি, বিচ্ছিন্ন স্থির চিত্র গুলোকে এক ফ্রেমে নিয়ে আনায় আমার অসহায়ত্ব স্বীকার করি। গল্পের একমাত্র চরিত্র সেই কেশবতী আমার আমির বন্ধু হয়। তার সাহায্যে আরো কিছু স্থিরচিত্র যোগ হয় দলছুট নিষ্পাপ কিশোর, বিবর্ণ ধুলোময় কবিতার খাতা, কয়েকটি ঘুড়ি, নাটাই, অবিশ্বাস্য মায়াবতী এক মায়ের মুখ যারা চেহারায় রাজ্যের বিষাদ!

কেশবতী বলে এবার মেলাও, সাজিয়ে দেখো কোন অতৃপ্তির গল্প পাও কিনা?

তারপর থেকে আমি দেখি কাশফুল, হেমন্ত বিকেল , পুরোনো জীর্ণ শার্ট, একটি আকাশ, এক বসে থাকা কেশবতী, দলছুট নিষ্পাপ চেহারার কিশোর, ধূলোজমা কবিতার খাতা, ঘুড়ি, নাটাই আর একজন মা !

আরো তীব্র হতে থাকে আমার বিচ্ছিনতাবোধ! ছবিগুলো এক করে একটা গল্প হবে, সেই গল্প আমায় তৃপ্তি দেবে!

কেশবতী আর সেই মায়াবতী মা সম্ভবত বিপরীত পন্থী ছিল।সমাপ্তিতে অসমাপ্ত কোন আর্তনাদ ছিল।

তবে কি কেশবতী কেড়ে নিয়েছিল কোন দলছুট কিশোরের বাবাকে যে কিনা কবিতা লিখতো, বাবার সাথে কাশবনে ঘুড়ি উড়াতে যেত ... সেই নদীতীরের কাশবন আর একা বসে থাকা কেশবতী কি তবে প্রেমে পড়েছিল ধূলোজমা এবং উড়িয়ে দেয়া কবিতা গুলোর!

সেই প্রেম কেশবতীকে দিলো বাবা হারানো এক কিশোরের আর এক প্রেমময়ী স্ত্রীর আজন্ম অভিশাপ!

নিশ্চিত ভাবে সে সুখী হয়নি তাই ফিরে ফিরে এখনো একাই বসে থাকে আর একলা আকাশ দেখে!

স্থির চিত্র গুলো চলচ্চিত্র হয়ে দেখা দিলো, সত্যি সত্যি কিছু বছর পরে আবার সেই নদীতীরে একাই বসে থাকে, আমার অবেলায় নয়! একা বসে অপেক্ষা করে নাটাই হাতে ঘুড়ি উড়াতে আসবে কোন কিশোর, সেই কিশোর কে জড়িয়ে ধরে কেদে কেটে ক্ষমা চাইবে বলে!

কোথায় পাবো সেই কিশোরকে, যে হয়তো এখন যুবক হয়েছে কিংবা তার মা কে জানিয়ে দিতে কেশবতী তাদের ব্যাথা দিয়ে সুখী হয়নি শেষ অব্দি!

আমি ও তাদের খুজিঁ, দেখা হলেই বলে দিবো গল্পের অতৃপ্তি টা মুছে দিতে ....

নাকি মেলেনি? অন্য কোন গল্প বলতে চায় হয়তো স্থিরচিত্র গুলো ...

মন্তব্য ১০৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:০৯

অপ্‌সরা বলেছেন: ভাইয়া একটু আগে আমি গিয়েছিলাম একটা খোলা আকাশ, একটা নদী। কয়েকটা গাছ নদীটার নাম "অবেলা" টাইপ একটা নদীতীরে।

কেবলি ফিরলাম!!!


:):):)

তুমি তো একেবারেই ভাবের জগতের কবি!!! জাঁত কবি বুঝাই যায়।:)

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৯:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: তাই নাকি? আপনার ও অবেলা আছে? আমাকে একদিন নিয়ে যাইয়েন ....
নতুন নাম টা খুব পছন্দ হইছে, অপ্সরা আপু বলতে ভালোই লাগে :)
কিন্তু আমি যে গল্প বলতে চেয়েছিলাম :(

২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:২১

দুর্বৃত্ত বলেছেন: দেখা হলেই বলে দিবো গল্পের
অতৃপ্তি টা মুছে দিতে ....

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই বলবেন ....
শুভেচ্ছা দুর্বৃত্ত, আমার ব্লগে স্বাগতম :)

৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

টুম্পা মনি বলেছেন: এই অতৃপ্তি কোন দিন মুছে যাবে না। এই অতৃপ্তি থেকেই জন্ম নিবে নতুন কবিতা, গদ্য। লেখায় ভালো লাগা। শুভেচ্ছা।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা টুম্পা মনি!
অতৃপ্তি টা তবে থেকেই যাক ...
ভালো থাকা হোক ...

৪| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: অবেলা নামটি চমৎকার হয়েছে। সুন্দর আবেগ আর অনুভূতি ছড়িয়ে আছে প্রতিটি বাক্যে। মনে হয় আসলেই ঘুরে আসলাম, অবেলা নদীর তীর থেকে।

ঈদের জন্য এটিও আমাদের একটি বিশেষ পাওয়া। পরবর্তী আপডটে দিয়ে দেব।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা!
ঈদের ছুটিটা লিখার কাজে লাগাচ্ছি!
সুন্দর থাকুন :)

৫| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬

অপ্‌সরা বলেছেন: এইটা বুঝি আমার নতুন নাম???:(

এটাই পুরান ...........


তুমি নতুন তো তাই জানোনা!!! :P

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আচ্ছা! ওকে অপ্সরা আপুনি :)

৬| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:০৩

ডি মুন বলেছেন: শেষমেষ কবিতাই হয়েছে। নিজস্ব অভিমত।

হোক কবিতা, হোক গল্প। লিখে চলুন নিরন্তর।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ডি মুন :)
আপনার অভিমতের জন্য ধন্যবাদ!
ভালো থাকুন!

৭| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৫১

যুবায়ের বলেছেন: কবিতা টাইপই মনে হচ্ছে...
চমৎকার বাক্যশৈলি..
আবেগটাও যথার্থ হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই!
সুন্দর থাকুন :)

৮| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


খাইছেরে আবেগ দেখি সেইরাম পর্যায়; যাক ভাল খুব ভাল।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: জানেন না, আমি ব্লগের অলিতে গলিতে আবেগের ফেরী করে বেড়াই!
সুন্দর থাকুন!

৯| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

পার্থ তালুকদার বলেছেন: কবিদের সম্বল তার 'আবেগ' । আপনার হৃদয়ে তা টইটুম্বুর ।
অনেক শুভেচ্ছা ।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি শুনেছি ভালো কবি হতে হলে নাকি দার্শনিক মন থাকা লাগে!
কবি হওয়া আর হইলোনা :(
শুভেচ্ছা পার্থ, সুন্দর থাকুন!

১০| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: হু গল্প হয়ে যাক বিক্ষিপ্ত স্থিরচিত্র গুলি ।সুন্দর

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! ভালো থাকুন!

১১| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৩:৫০

বৃতি বলেছেন: গল্প লেখার আয়োজনটুকু চমৎকার লাগলো। আপনি নিয়মিত গল্পও লেখা শুরু করতে পারেন অভি।

০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু, গল্প লেখার আয়োজন টুকু ভালো লেগেছে জেনে ভালো লাগলো!
আয়োজন আয়োজন খেলতে খেলতে একদিন হয়তো লিখেই ফেলবো!
শুভেচ্ছা রইলো ...

১২| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:৫১

মামুন রশিদ বলেছেন: অসাাধারণ! ভালোলাগা রইলো অভি ।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই!

১৩| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

মৃদুল শ্রাবন বলেছেন: কাব্যে গল্প ফুটিয়ে তোলা বেশ কঠিন একটা কাজ। সেই কাজ সাবলীল ভাবে করেছেন। অনেক ভালো লাগলো।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন মৃদুল!!
সুন্দর থাকুন.

১৪| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪

ইনকগনিটো বলেছেন: এক বিকেলে গল্প লিখতে বসলাম সম্বল শুধু একটা খোলা আকাশ, একটা নদী।


আহা!

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা ইনকগনিটো!

১৫| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
দৃশ্যায়ন বর্ণনা বেশ সুন্দর ৷ কবিরা গল্প লিখতে গেলে কবিতার দিকে পাল্লা ভারি থাকে তবে তা অনেক সুন্দর হয় ৷

ভাল লাগল ৷

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো!

১৬| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাবনাগুলো সুন্দর।

তো... গল্প হয়ে যাক না!


শুভেচ্ছা জানবেন, প্রিয় স্বপ্নবাজ অভি :)

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, গল্প লিখার আয়োজন শেষ হলো মাত্র :)
শুভকামনা সব সময়ের!

১৭| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৫

এম. এ. হায়দার বলেছেন: এক বিকেলে গল্প লিখতে বসলাম সম্বল শুধু একটা খোলা আকাশ, একটা নদী।

+++

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হায়দার ভাই!
পাঠে কৃতজ্ঞতা, সুন্দর থাকুন!

১৮| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর!!!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ শোভন!

১৯| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই!

২০| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:১৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন:

আরো একটা চমৎকার লেখা ...
ভালোলাগা ...

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা নাসিফ!
সুন্দর থাকুন ....

২১| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৪৩

মুদ্‌দাকির বলেছেন: ভালো ++

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা মুদ্দাকির! সুন্দর থাকুন

২২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০৫

ফেরারী আউট-ল বলেছেন: সুন্দর লিখেছেন।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ফেরারী, শুভকামনা রইলো!

২৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

আরজু মুন জারিন বলেছেন: তারপর থেকে আমি দেখি কাশফুল, হেমন্ত বিকেল , পুরোনো জীর্ণ শার্ট, একটি আকাশ, এক বসে থাকা কেশবতী, দলছুট নিষ্পাপ চেহারার কিশোর, ধূলোজমা কবিতার খাতা, ঘুড়ি, নাটাই আর একজন মা !
আরো তীব্র হতে থাকে আমার বিচ্ছিনতাবোধ! ছবিগুলো এক করে একটা গল্প হবে, সেই গল্প আমায় তৃপ্তি দেবে!
কেশবতী আর সেই মায়াবতী মা সম্ভবত বিপরীত পন্থী ছিল।সমাপ্তিতে অসমাপ্ত কোন আর্তনাদ ছিল।

চমৎকার সব ভাবনা।ভাবনা প্লট ই দরকার।এখন গল্প কবিতা যে কোন কিছু দাড়িয়ে যাবে।যাই হোক না কেন হবে চমৎকার লেখা।

অনেক অনেক ভাল লাগল পড়তে পোষ্টটি অভি।চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইল।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন আপু!
আপনার পাঠ এবং পাঠ প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা

২৪| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৫

মোঃ ইসহাক খান বলেছেন: কাব্যিক প্রকাশ বেশ হয়েছে।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় গল্পকার!
সুন্দর থাকুন ....

২৫| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

সাজিদ উল হক আবির বলেছেন: বাহ বাহ ভাই, কবিতা থেকে গল্পে টার্ন নিলো শেষ মেশ। বেশ ভালো লাগলো। কৈশোরের অধিকাংশ প্রেম এরকম ব্যর্থতায় পর্যবসিত হয় বটে, কিন্তু তার রেশ রয়ে যায় দীর্ঘদিন। কখনো কখনো বৈবাহিক জীবনের পরেও।
শুভকামনা সর্বদা। :)

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা সাজিদ ভাই, সুন্দর মন্তব্য এবং এসে পড়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো!
সুন্দর থাকুন

২৬| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:১৯

আমি তুমি আমরা বলেছেন: কবিতা বলেই মনে হল।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: পাঠে কৃতজ্ঞতা, সুন্দর থাকুন!

২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:০১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি যে সুন্দর লেখাটা ! মুগ্ধ রে !

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপু!
আপনার মুগ্ধতা আনন্দিত করলো!
সুন্দর থাকুন :)

২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

ইমিনা বলেছেন: অনেক অনেক মুগ্ধতা ...
ভাবনার চিত্রায়ন অসাধরন হয়েছে ...
:) :) :)

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ইমিনা !
ভালো থাকুন !

২৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩০

মহানাজমুল বলেছেন: ধর্মসাগর নিয়ে লেখা অভূতপূর্ব একটা লেখা!

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বুঝলাম না ভাই , এখানে ধর্মসাগর কই দেখলেন !

৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চলতে থাকুক শব্দ নিয়া নাড়াচাড়া।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাইয়া , সুন্দর থাকুন !

৩১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,




খোলা আকাশ আর এক নদীর সাথে মিতালী পাতালে অনুভূতি গুলো বিক্ষিপ্ত হয়েই যায় । শুধু কেশবতী কেন , এলোকেশী কেউ কেউ এসেও মনের মাঝ দরিয়ায় ঘাঁই মেরে যায় ।

খোলা আকাশ আর নদীর এই তো এক দোষ ! মনের ঘুড়িকে নাটাইয়ের মায়া ছেড়ে লাট খাওয়াতে চায় শুধু.....

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন আহমেদ জী এস ।
আমি যাদের মন্তব্যের প্রত্যাশায় থাকি তাদের মাঝে আপনি অন্যতম , বেশ উপভোগ্য আপনার মন্তব্য !

সুন্দর থাকুন !

৩২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪২

মহানাজমুল বলেছেন: হয়তো ধর্মসাগর পাড়েই কোন কেশবতীর দেখা পেয়ে কবি দিঘীকে নদী বানিয়ে ফেলেন। এখানেই কবির কেরামতি। শতভাগ নিশ্চিত না আঁচ করলাম আর কি!

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: :)
না , নদীর নাম অবেলা :)

৩৩| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! ভালো লাগল!

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

৩৪| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৩

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর লিখেছেন নাতি।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ নানী :)

৩৫| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দৃশ্যপট সুন্দর। তবে শব্দের ব্যবহার আরো ভালো হতে পারতো।


শুভেচ্ছা অভি।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !
অবশ্যই আরো ভালো হতে পারতো !
সুন্দর থাকুন !

৩৬| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫১

প্রবাসী পাঠক বলেছেন: অসাধারণ। খুব ভালো লাগল।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাই !
সুন্দর থাকুন !

৩৭| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৫

রাজিব বলেছেন: চমৎকার লেখা। বেশ ভাল লেগেছে। কেশবতী এখন কোথায়?

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাজিব !
কেশবতী সম্ভবত কোন এক নদীর তীরে একা বসে আছে :)

৩৮| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !

সুন্দর থাকুন !

৩৯| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর অভি ভাই।

এক গুচ্ছ +

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই !
একগুচ্ছ প্লাসে কৃতজ্ঞতা !

৪০| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার হয়েছে অভি! অবেলা নদীতীর ধরে এক অবাক দৃশ্যকল্প! পাঠককেও সাথে নিয়ে যায়!

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি , অনেক দিন পর আসলেন , আমি তো ধরে নিয়েছিলাম আপনি বোধহয় নাই হয়ে গেছেন !
একদিন যৌথভাবে অবেলা থেকে ঘুরে আসবো :)

৪১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

আরজু মুন জারিন বলেছেন: অনুভূতি গুলো বিক্ষিপ্ত, প্রচন্ড রকম ভাবে বিক্ষিপ্তভাবে ছুটোছুটি করে নিউরনের এ প্রান্ত ও প্রান্তে! প্রবল ও প্রকান্ড কোন স্মৃতিরেখার পথ ধরে হেটে হেটেও এই সংক্রান্ত কোন স্থির এবং সংবেদনশীল অনুভূতির সন্ধান পেলাম না। X( X( X(

১০ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: রাগের ইমু কেন আপু :( :( :(
হতাশার ইমুটা এই ক্ষেত্রে আমি বেশী সাজেষ্ট করি !

অনেক ধন্যবাদ আপু , আসার জন্য !

৪২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫২

বৃশ্চিক রাজ বলেছেন: বাডি আপনার প্রো পিকটা সুন্দর। এখানে থিয়েটার গুলোতে এমন হ্যান্ডসাম লুকের খুব চাহিদা।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :)
থ্যঙ্কস বাডি !
কিন্তু ঘটনা হচ্ছে কোথাকার থিয়েটার?
ক্যালিফোর্নিয়া ?

৪৩| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০১

বৃশ্চিক রাজ বলেছেন: না বাডি ক্যালিফোর্নিয়াতে কোন থিয়েটার নাই। আমি স্ট্রাটফোর্ডের কথা বলছি।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ওকে ! আফসুস ঢাকার থিয়েটার গুলা আমারে দেখেনা |-) |-) |-)

শুভেচ্ছা বৃশ্চিক রাজ !

৪৪| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২

খাটাস বলেছেন: অভি ভাই, কবিতার মাথা মুণ্ড বুঝি না বলে আপনার ব্লগে বেশি সুবিধে করে উঠতে পারি নি। :) মানে কি বলব বুঝতে পারি না আর কি।
গল্প দেখে মন্তব্য করার সাহস করলাম। তবে কাব্য ময় গল্পের পুরোটা বুঝতে উঠতে পারি নি। কিন্তু প্রবল অনুভুতির দোলাচল অবশ্যই প্রশংসনীয়।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: তোমাদের কথা চিন্তা করে মাঝে মাঝে চিন্তা করি , দুই একটা গল্প লিখি ! কিন্তু কেন জানি আমার মনে হয় এর চেয়ে কঠিন কাজ মনে হয় দুনিয়াতে আর নাই :(

যাই হোক পড়ার জন্য ধন্যবাদ খাটাস! আমি নিশ্চিত আরেকবার পড়লে বুঝতে পারবে , কিছু দৃশ্যপট দেয়া থাকলো , পাজলের মত , সমাধান করলে , আগে পরে করলে কিংবা জোড়া তালি দিলে অনেক গুলো গল্পই হতে পারে ! এখানে সম্ভবত কেউ একজনের পরকীয়ায় জড়িয়ে স্ত্রী-সন্তানের কাছ থেকে দূরে সরে যাওয়ার গল্প আছে যার পরিণতি দিন শেষে শূণ্য !
তুমি চাইলে অন্য একটা গল্প ও কল্পনা করে নিতে পারো !

৪৫| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

অরুদ্ধ সকাল বলেছেন:
দারুনস!

এটা গল্প হলেও পারতো__তবে কবিতার মতো গল্প

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি , অনেক দিন পর আমার ব্লগে এলেন !
শুভকামনা জানবেন !

৪৬| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুণ

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ময়ুরাক্ষী !
শুভেচ্ছা রইলো !

৪৭| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

লেখোয়াড় বলেছেন:
এতদিন না পড়ে নিজেকেই অপরাধী লাগছে।
অসাম।

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার বিলম্বিত উপস্থিতি আর তার বহিঃপ্রকাশ টা আগে আসলে অবশ্যই পেতাম না ! সেইজন্য দেরি করে আসার জন্য বিশেষ ধন্যবাদ রইলো লেখোয়াড় !

সুন্দর থাকুন !

৪৮| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ( দেরীতে কমেন্টের একটা সুবিধাও আছে , বোনাস হিসাবে অনেকগুলি কমেন্টও পড়া যায় । )
আদ্দ্বোপান্ত পাঠ করিলাম । সুন্দর লিখেছেন ।

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :)
:) :)

শুভেচ্ছা লিটন ভাই , পোষ্ট+ কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ রইলো !

৪৯| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

আরজু মুন জারিন বলেছেন: অতলান্তিক বিভ্রমে ক্রমাগতভাবে বিক্ষিপ্ত হতে থাকাটা কোন ক্রমেই সুখকর নয়! মস্তিস্ক কিংবা মনোরোগ বিশারদ একজন অবশ্য আমাকে খোলা আকাশ পথ্য হিসেবে দিয়েছেন, সাথে মাঝে মাঝে নিজস্ব একটা নদীর দখল নিতেও বলেছেন নদীতীরে কাশফুলের আধিক্য বাধ্যতামুলক!

আপনার লিখন শৈলী ভাষার ব্যবহার চমত্কার। লেখাটি পড়েছি আর ও তিনবার। প্রতিবার ই মুগ্ধ হয়েছি।

অনেক অনেক ধন্যবাদ অভি। আপনার আর ও চমত্কার নুতুন লেখার প্রতীক্ষায়। শুভেচ্ছা রইল।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন আপু !
আপনার এই বারংবার আগমন , পাঠ এবং প্রতিক্রিয়া জানানো আমাকে মুগ্ধ করে !
আশা করি , খুব দ্রুত নতুন পোষ্ট নিয়ে হাজির হবো !

৫০| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

অর্বাচীন পথিক বলেছেন: ঠিক এই সময় এমন কোন খানে যদি যেতে পারতাম

খুব খুব সুন্দর


১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম বৃষ্টি ভেজা অবেলা ! নৈসর্গিক নিশ্চিত ভাবে !
শুভেচ্ছা অরজিনাল পথিক !

৫১| ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

অর্বাচীন পথিক বলেছেন: :P :P :P :P

সুন্দর বলেছেন "অরজিনাল পথিক"

এখন একটা পোষ্ট দিলাম দেখেন কেমন হল, যদি ভাল না লাগে তাই আগেই ক্ষমা চাই

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :)
দেখছি !

৫২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২২

মুদ্‌দাকির বলেছেন: আমার একটা খুব প্রিয় কাজ নদীতে গোসল করা। আপনার অনুভূতি গুলো পড়ে আমার ইচ্ছা হচ্ছিল সন্ধ্যা নদীতে গোসল করি , তাও ঝুম বৃষ্টিতে !!! :( :(

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুদ্‌দাকির !
সময় সুযোগ মত কোন একদিন ইচ্ছে পূরণ করে নিয়েন !
শুভেচ্ছা রইলো !

৫৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: এত মন্তব্যের মধ্যে নতুন আমার কথা আর কী বলব.... অদ্ভুত ভাল লাগল :) চমৎকার :)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ভালোলাগা টা অনুভব করেছি !
শুভেচ্ছা রইলো !
সুন্দর থাকুন !

৫৪| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫০

আলম দীপ্র বলেছেন: চমৎকার !

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ দীপ্র ! পুরাতন কবিতা গুলোতে ঘুরে যাবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.