নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে স্বপ্ন দেখাই স্বপ্নময় ভবিষ্যতের ।

আমি স্বপ্নদ্রষ্টা

মানুষকে স্বপ্ন দেখাই ।

আমি স্বপ্নদ্রষ্টা › বিস্তারিত পোস্টঃ

বই পড়া ।

২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩২

বই পড়া একটা নেশা । আমি অনেক বই পড়া নেশাগ্রস্ত লোক দেখেছি। কোন মানুষ অন্য মানুষের মনের ভিতর ঢুকতে পারেনা । কিন্তু যারা বই পড়ে তারা লেখকের মনের মধ্যে প্রবেশ করতে পারে । এই পৃথিবীর জ্বালা যন্ত্রনা , দুঃখ-বেদনা ভুলে থাকার জন্য কত কিছুই না করে , নেশা করে , ভ্রমন করে , ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি সহজ উপায় হল বই পড়া । বই মানুষের মনকে ব্যপক প্রভাবিত করতে পারে । বই পড়া একটি আর্ট , একে আয়ত্ব করতে হয়। বই পড়াকে নেশার পর্যায়ে নিয়ে যাওয়া অত সহজও নয়। যারা এই আর্ট আয়ত্ব করতে পেরেছে তারা শত কোলাহলে বসে থেকেও বই পড়তে পারে ,হারিয়ে যেতে পাতে অন্য জগতে । চেষ্টা করে দেখতে পারেন ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার বই পড়তে অনেক ভালোলাগে।

২| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৬

খায়রুল আহসান বলেছেন: যেমন নাম, তেমন কাম করেছেন। পাঠককে একটা ভালো পথের সন্ধান দিয়েছেন। তবে আরও কিছু টিপস সংযোজন করে লেখাটাকে আরেকটু বড় করলে বোধহয় ভালো হতো।

৩| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মাঝে মধ্যে অনলাইন এ বই পড়ি, শেষ একটা বই পড়েছি তিন দিন আগে (এটাও অনলাইনে) হুমায়ুন আহমেদ এর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্নাস ৩/৪ দিন সময় লাগলো পড়তে।

৪| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: আমি অনেক বই পড়েছি।

সব চেয়ে মজার কথা স্কুলে যাবারও আগে থেকেই আমি বই পড়তে পারতাম।

ছড়া কবিতার বই সহ গল্পের বইগুলোও ভুল ভাল পড়ে ফেলতাম।

তাই আমি মানুষের মনের মধ্যে ঢুকতে পারি।

নিজের মনে পারি না। :(

৫| ২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একসময় কিছু বই পড়েছি,এখন বেশিক্ষণ পড়তে পারি না।অডিওতে কিছু বই পড়া শুনি।

৬| ২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

মেহেদি_হাসান. বলেছেন: এবছর এই পর্যোন্ত বোধহয় ৭০ টার উপরে বই পড়েছি

৭| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: বই ই মানুষের সবচেয়ে ভালো বন্ধু।

৮| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪০

আহমেদ জী এস বলেছেন: আমি স্বপ্নদ্রষ্টা,




"রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালোচোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় ......"

৯| ২৯ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:৫৮

ইসিয়াক বলেছেন: বই পড়া একটা চমৎকার অভ্যাস। এর মাধ্যমে অবাধে কল্পনার রাজ্যে বিচরণ করা যায়। ভালো বই পড়ে অনেক জ্ঞান অর্জন করা যায়। জীবনকে উপলব্ধি করা যায়। আমি খুব ছোটবেলায় থেকে বই পড়ি। এখন সময়ের কারণে ততটা বই পড়া হয় না। কিন্তু সময় পেলে আড্ডা না দিয়ে বইয়ে ডুব দেবার চেষ্টা করি।

১০| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০২

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: ক্লাস ফাইভে থাকতে শরতের দেবদাস পরে কত যে কেদেছি লুকিয়ে লুকিয়ে, দুই দিন ঠিক মত ভাত খাইতে পারি নাই। এখন মনে হলে খুব মজা পাই। আনোয়ার হোসেন এর মাসুদ রানা পড়ে নেশাগ্রস্ত হয়ে ছিলাম প্রথম। তারপর হুমায়ুনেরও ভক্ত হই।এভাবেই শুরু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.