নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

আমি প্রার্থনা করি আমার চোখের কর্নিয়াটি যেন কোন পাহাড়ি শিশুর চোখে আলোর ছোঁয়া দেয়।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৮

আমি ভীতু মানুষ। হাজার রকমের ভয় আমার। মৃত্যু নিয়েও আমার ভয় আছে। আমার মৃত্যুর পর আমার কি হবে ? আমি কি করব, তা নিয়ে মাঝে মাঝে আমি চিন্তিত হই।

শুধু সুখ পাই এ ভেবে আমার মৃত‌্যু মানেই আমার পৃথিবী দেখা শেষ নয়। আমার যে মুহূর্তে মৃত্যু হবে, সেই মুহূর্তেই সূচনা হবে আর একজন মানুষের পৃথিবী দেখার। আমার কর্নিয়া দিয়ে, আমি সেই মানুষটির চোখে পৃথিবীর সবুজ দেখব l

আমি প্রার্থনা করি আমার চোখের কর্নিয়াটি যেন কোন পাহাড়ি শিশুর চোখে আলোর ছোঁয়া দেয়। জীবনদশায় আমি ভীতু -উচ্চতা ভীতি আছে বলে আমি পাহাড়ে চড়তে ভয় পাই। তাই বেশির ভাগ সময় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেছি পাহাড়ের পাদদেশে দাড়িয়ে।

আমি সেই ভয় জয় করে, পাহাড়ি শিশুর চোখে ভর করে পাহাড় জয় করব। আামার উচ্চতা ভীতি হার মানবে।

সবসময় হারতে নেই। কিছু সময় জয় প্রয়োজন। আমি পাহাড় জয় করব। উচ্চতা ভীতি কিংবা কোন ভয়ই আমার কর্নিয়া দানে বাধা নয়।
আমার অনেক বন্ধুই ইতিমধ্যে কর্নিয়া দান করে ফেলেছে। আমি সব সময় পিছিয়ে থাকি। আমার মত ভীতু মানুষ পৃথিবীকে আরো বেশি দেখার লোভে কর্নিয়া দিয়ে যাচ্ছি।

যদি আর একটু ভয় কমে, যদি খানিকটা সাহস বাড়েl তবে আমার দেহটাও আমি দিয়ে যেতে চাই। আমার দেহ থেকে অর্জিত জ্ঞান যুগের মানুষে চিকিৎসায় ব্যয় হবে। আমি সেই দেহগুলোতে ভর বেঁচে থাকব।

আমি বিশ্বাস করি আমার বেঁচে থাকার লোভ আমাকে আরো সাহসী করে তুলবে। আমি সজ্ঞানে সাক্ষর করব । আমার কর্নিয়ার মত দেহটিও যেন জ্ঞান পিপাসু মানুষের জ্ঞানের জন্য ব্যয় হয়।

আমি ভীতু মানুষ । হাজার ভয়ে মাঝেও কিছু ভয় জয় করতে ভয় পাই না। শুধুই লোভ আরো কিছুদিন পৃথিবী দেখার, বেঁচে থাকার l

আমি আমার বন্ধুকে এই চিঠিটি পাঠিয়ে ছিলাম ২০১৩ সালের দিকে।
www.sandhani.org

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.