নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

আর একটি খালের মৃত্যু। এবং আমরা অসহায়

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১



ঢাকার এই বিশাল খালটি দখল হয়ে যাচ্ছে। খালটি রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ জানেন দখলের কথা। চিঠি চালাচালি হয়েছে বেশ কয়েকবার খালটি উদ্ধারে। কিন্তু কিছুই করার নেই।

এই খালের মাটিতে নাকি হাত দেওয়ার ক্ষমতা তাদের নেই। কারণ প্রভাবশালী মন্ত্রীর আর্শিবাদ পুষ্ট একজন জনপ্রতিনিধি এই খাল দখল কার্যক্রম ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিকতার দিয়ে শুরু করেছেন।

যুক্তিও খারাপ না এত বড় খাল দিয়ে কি হবে। দরকার ভাল ড্রেনের। ড্রেন হয়ে যাবে।

অহায়, আমরা অহায়।দেশে এমন কোন কর্তৃপক্ষ নেই যে এই খাল রক্ষা করতে পারবে। কারণ আইন আদালত সবাই তো দখলদারের বিপক্ষে রায় দিয়েছে। গতকাল থেকে ১১টি ট্রাক দিন রাত মাটি ফেলছে খালে।

আর একটি খালের জন্য আসুন এপিটাফ লিখি।

আমাদের ওয়াসা ছিল, রাজউক ছিল, জেলা প্রশাসক ছিল, পরিবেশ অধিদপ্তর ছিল, সিটি করপোরেশন ছিল, মেয়র ছিল, ভাষণ ছিল। কিন্তু আমার রক্ষা করতে পারিনি মোহাম্মদপুরের এই খালটি। কারণ আমাদের প্রভাবশালী মন্ত্রীর পরিচিত কেউ ছিলনা।

আরপিআই ঢাকাবাসী।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

যাযাবর চখা বলেছেন: বাল এর আরেকটা সুন্দর কাজ। বাল ভক্তরা কোথায়? কেউ কিছু বলে না ক্যান????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.