নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রনালয়ের না ব্যবহার করে নদী দখল।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫


প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ৩২ নম্বর ধারা পাশ হলেও আশা করি এই ছবিতে কোন সমস্যা হবে না।।

অনেক মন্ত্রীর পিএস এবং আমলাদের বাড়ি আছে বছিলাতে। ছবিগুলো তারই প্রমাণ

যদিও লোকে বলে বছিলায় অনেক আমলারা ফ্রিতে জায়গা পায় বাড়ি তৈরি। কারণ নদী ও নিম্নভূমি দখল করে গড়ে তোলা এই সব জমির বৈধতা দিতেই তাদের আনা হয় ফ্রি অফার দিয়ে। জমিগুলো অনেকেই বউ, শালা-শালীর নামেও নিয়েছেন নাম মাত্র মূল দিয়ে। আমার কাউকে তথ্য গোপন করে নিয়ে আসা হয় এখানে। বলা হয় না এগুলো নিচু ভূমি বা নদীর জায়গা।

দেখুন কিভাবে মন্ত্রণালয়ের নামগুলো ব্যবহার করা হয়েছে। এখানে বাড়ি তৈরির জন্য আমলাদের কোন অনুমতি নিতে হয় না। কেউ ছয় তলা, কেউ দশ তলা পর্যন্ত বাড়ি করেছে অনুমতি ছাড়া। অনুমতি ছাড়া বাড়িগুলোতে বিদ্যুৎ আছে। কিছু কিছু বাড়িতে আছে গ্যাস সংযোগ বিশেষ ব্যবস্থায়। আর সেই গ্যাস সংযোগের বিল দিতে হয় না বছরের পর বছর।

ঢাকা শহরের মধ্যে যখন ল্যাম্পপোস্টে বাতি থাকে না। তখন বছিলার নদীর বুকে দখলকরা কয়েকশ একর শূণ্য বালুভূমিতে সন্ধ্যার পর পর সরকারী খরচে বাতি জ্বলে উঠে।

আমি অনুমতি ছাড়াই এখন ছবি তুলে ছিলাম। আগামীতে আর তুলব না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

আবু তালেব শেখ বলেছেন: ক্ষমতার দাপটে সবকিছু সম্ভব। অন্য দল আসলে তারাও এমন করবে।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

অপ্রত্যাশিত হিমু বলেছেন: ভাত দে মা লুটে পুটে খাই......

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: ক্ষমতার উপর আর কোনো কথা নেই।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: এখানে আর দুদকের দুহাত দু পা নাই...........................।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০২

ধ্রুবক আলো বলেছেন: ক্ষমতা আছে হাতে, যা ইচ্ছে তাই করবে, যদি ভরাট করবে, কয়দিন পর সমুদ্রের দিকে চোখ বাড়াবে।
কি আর করার, আমরা সাধারণ জনগণ একদিন বন্যার জলে ডুবে যাবে। মন্ত্রীরা প্যারিসে বসে হাওয়া খাবে!

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
জোটনিরপেক্ষ সম্মেলনে ফিদেলকাষ্ট্রো মুজিবকে বলেছিল -

আপনি এটা কি করলেন, যুদ্ধে জয়ী হয়ে শত্রুপক্ষের আমলাতন্ত্র রেখে দিলেন!

আমলা ছাড়াও দেশ ভাল চলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.