নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

পেশাই তাদের গালিবাজ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬


ঢাকা আজব পেশার শহর। কিন্তু কতটা আজব পেশার নাম জানি আমরা। আর্থিক প্রতিষ্ঠানে এখন নতুন এক পেশা যুক্ত হয়েছে গালিবাজি/গালিবাজ।

পাওনাধার থেকে ঋণ আদায়ের লক্ষ্যে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান গালিবাজ কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। সবাই মেয়েকর্মী। তাদের কাজ ফোন দিয়ে গালাগালি করা।

মাঝে মাঝে তারা পাওনাদারের অফিস ও বাড়িতে গিয়ে গালাগালি করেন। আজব এই পেশার অনুমোদন আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক কিভাবে দেখে কে জানে।

এত সুন্দরী নারী কি করে এত সুন্দর সুন্দর গালি দেয় তা না শুনে বিশ্বাস করা যাবে না। চ বর্ণ দিয়ে তার সকল গালি।

নতুন এই পেশায় আসার আগে নাকি তাকে গালির পরীক্ষা দিতে হয়েছে। যাই হোক দেশে গালি শেষ পর্যন্ত স্বীকৃতি পেল।

#পেশা তাদের #গালিবাজি।
এই শিরোনামে আমি একটি পত্রিকার নারীদের বিশেষ পাতায় লেখা পাঠাই। বড় আপা ডেকে ঝারি দিলেন। বললেন ইতরামি করিস। ভাল কোন বিষয় নিয়ে লেখা লিখতে পারলে জানা। শুধু শুধু সময় নষ্ট। আমি বুঝাতে চাইলাম আমার কাছে সকল তথ্য আছে। অডিও আছে। উভয়পক্ষের বক্তব্য আছে। আপা বললেন শোভন তুই অশোভন হয়ে যাচ্ছিস।

এক সপ্তাহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আমি এই লেখা তৈরি করেছি। আমার সকল কষ্ট নষ্ট হল আপার এক ঝারিতে।

পত্রিকায় প্রকাশ না পেলে কি হবে। আমার আছে ফেইসবু, ব্লগ।

নগরের নতুন পেশা, পেশা তাদের গালিবাজি। অডিও সহ ( এডিট করা)
আপনি কি এ পেশা সর্ম্পকে জানেন? আমি দাবী করতেই পারি দেশে প্রথম গালিবাজ পেশা নিয়ে ফিচার লেখক ছিলাম আমি।

আমি কারওয়ান বাজার থেকে হেঁটে বাসায় ফিরছি। শুধু মেয়েটার কথা আমার কানে বার বার বাজে। পেশা হিসেবে আমি কখনোই গালিবাজ হতে চাইনি। খুবই ঘৃণা হয়। তবুও পেশা। ঢাকায় টিকে থাকতে আমাকে একটা পেশা তো বেছে নিতেই হবে বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নিয়েও আমি গালিবাজ।

মাঝে মাঝে গালাগালি করে আমি বেসিনে গিয়ে বমি করতাম। এখন সব সহ্য হয়ে গেছে। গালিবাজিই আমার পেশা। আমিই গালিবাজ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


হালকা দায়িত্বের ভালো চাকুরী; আগেরদিনের ব্লগারেরা এসব চাকুরী পাবার সম্ভাবনা আছে

১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: মন্দ না। গালাগালি এখন পেশা

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

কালীদাস বলেছেন: বাচ্চাদের পরীক্ষার প্রশ্ন যেদেশে ফাঁস হয়, তারপরও নকল হয়, সেদেশে এই পেশার উদ্ভব হবেই।

১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হা হা হা

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

jobrul islam habib বলেছেন: যাইহোক, তারপর ও যদি বেকারের উপর চাপ কমে।

১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হুম মন্দ নয়

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাদের দেশে কেন শুধু মেয়েদের এই পেশায় কাজ দেয় বিষয়টি পরিস্কার হল না। তবে আমাদের দেশে ডিফল্টারদের কাছ থেকে লোন আদায়ের জন্য ব্রকারি এজেন্ট নিয়োগ করা হয়।সরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে ব্রকাররা যথেষ্ট ভদ্রতা দেখালেও বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে ব্রকাররা গায়ের জোড়ে টাকা আদায় করে। এমন কি বাড়ির জিনিস পত্র আটকে রাখা বা মেয়েদের অশালীন কথা বলতেও তারা পিছুপা হয় না।

১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: পরিষ্কার করে একদিন লিখব

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: হায় হায়.।।।
এরকম একটা নাটক দেখেছি। গালি দেয়ার জন্য ভাড়া করে একজন মহিলা নিয়ে আসে।

১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমি নাটক দেখিনি বাস্তবে দেখলাম

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

খাঁজা বাবা বলেছেন: ঘটনা কি সত্য? বিশ্বাস হচ্ছে না।

১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হ্যাঁ । সত্যি

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

বাংলার জামিনদার বলেছেন: ভালোই তো মনে হচ্ছে। এর আগে একটা নিউজ শুনছিলাম, ইন্ডিয়াতে নাকি হিজরা ভাড়া করতো এই কামে। ওরা খেলাপির বাড়ি, প্রতিষ্ঠানের সামনে গিয়া শুরু করতো।

১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫১

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কয়েকদিন পর গুম করবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.