নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

বাংলাবান্দার পথে – ছবি ব্লগ

০৯ ই মে, ২০১৭ দুপুর ২:৪৯

ঠাকুর গাঁ থেকে পঞ্চগড় হয়ে এবার বাংলা বান্দা বেড়াতে গেলাম। রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত। মাঝে মাঝে কিছু ক্ষেত সোনালি আলো ছড়াচ্ছে। অল্প কিছু ধান এর মধ্যে কাটা হয়েছে। এবছর আশা করা যায় ফলন ভাল হবে। হাওরের মানুষের দুঃখ এবং ফসলের ক্ষতি সার্বিক ভাবে হয়ত কাটানো যাবে।

ধানের পাশাপাশি বেশ ভুট্টার ফলন ও হয়েছে। পঞ্চগড় থেকে বাংলাবান্দা যেতে অনেক মরিচের ক্ষেত দেখলাম। রাস্তার দুপাশে শাড়ির পাড়ের মত লাল মরিচ শুকানো হচ্ছে। বেশ সুন্দর লাগে দেখতে। এদেশের মানুষকে এই এলাকার ফসল বাঁচিয়ে রেখেছে।

রাস্তা সুন্দর ও প্রসস্থ, ট্রাফিক তেমন নেই, মাঝে মাঝে বাজার। সেখানে কিছু দোকান পাট। বেশ সরল জীবন এখানে। দুরে মাঠের সীমানা ছাড়িয়ে গ্রাম দেখা যায়। মুল রাস্তা থেকে মাটির রাস্তা গ্রামের দিকে চলে গেছে। কিছু রাস্তা পাকা, ফলন ভাল হওয়াতে মানুষজন খুশি।

আবহাওয়া ছিল চমৎকার, নীল আকাশ ভরা ছিল সোনালি সূর্যের আলো, এলোমেলো বাতাস কিছুটা উষ্ণতা কমিয়ে দিয়ে মনটাকে ভরে রেখেছিল। চমৎকার কিছু সময়ের কথা তাই জানিয়ে গেলাম।


সুন্দর রাস্তা চলে গেছে ঠাকুর গাঁ থেকে বাংলাবান্দার দিকে


সুন্দর রাস্তা চলে গেছে ঠাকুর গাঁ থেকে বাংলাবান্দার দিকে


পথের পাশে গ্রাম


দুপাশে সবুজ ধানের ক্ষেত



পথের পাশের বাজার




মাটির রাস্তা গ্রামের দিকে চলে গেছে



জিরো পয়েন্ট , বাংলাবান্দা , ওপাশে ভারতের সীমানা



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৭ রাত ১১:৪৪

শোভন শামস বলেছেন: ধন্যবাদ +++

২| ১০ ই মে, ২০১৭ সকাল ৯:৫৫

শাহিন-৯৯ বলেছেন: গ্রামীণ জীবন এখনও খুবই সহজ সরল, শহরের মত এখনো হিংস্র হয়ে উঠেনি, ধন্যবাদ আপনাকে ভাল একটি পোস্ট দেওয়ার জন্য।

১০ ই মে, ২০১৭ দুপুর ২:৫০

শোভন শামস বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা , ধন্যবাদ +++

৩| ১১ ই মে, ২০১৭ রাত ১২:১৬

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর ছবি ব্লগ

১১ ই মে, ২০১৭ সকাল ৮:২৪

শোভন শামস বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা , ধন্যবাদ +++

৪| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৪১

ছায়াহরিণ বলেছেন: সুন্দর সব ছবি।

১৪ ই মে, ২০১৭ রাত ১১:৫০

শোভন শামস বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা , ধন্যবাদ +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.