নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতু গর্ব আমার

১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০২



পদ্মা সেতু গর্ব আমার
সক্ষমতার রেশ
পদ্মা সেতুর বাস্তবতা
সোনার বাংলা দেশ।

মাঝখানে পদ্মা নদী
দুপাশ জুড়ে দিয়ে
পদ্মা সেতু নয়ন জুড়ায়
আকাশ নদী নিয়ে।

বাংলা মায়ের স্বপ্নে ঘেরা
গর্বে ভরা মুখ
পদ্মা সেতুর উপহারে
বুকটা ভরা সুখ।

পদ্মা সেতুর এপার ওপার
দুপাড় করে এক
উন্নয়ন গতি পাবে
এগিয়ে যাবে দেখ।

পদ্মা সেতু পদ্মা সেতু
বাংলাদেশের ধন
পদ্মা সেতুর এগিয়ে নিবে
ধনুক ভাঙ্গা পণ।

পদ্মা নদী, পদ্মা সেতু
বাংলা মায়ের বুক
ভালবাসায় মিলে মিশে
হারিয়ে দেবে দুখ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন!
পদ্মার দু'পাড়ের জনগণের এতদিনের দুঃখের অবসান হলো সেতু উদবোধনের মাধ্যমে। আশাকরি, এর অর্থনৈতিক সুফল শীঘ্রই আমরা দেখতে পাবো।

১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫২

শোভন শামস বলেছেন: দেশের টাকা দেশে থাকলে আর দেশের মানুষের উপকারে লাগলে আমাদের সবার ভাল লাগা উচিত। পদ্মার দুপারের মানুষের আর্থিক সামাজিক উন্নয়ন হোক এটাই চাই, এর ফলে উন্নত হবে আমাদের বাংলাদেশ। ধন্যবাদ, সাথে থাকবেন

২| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: আমি ভাই গর্ব করি না।

১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:০৫

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন

৩| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো বলেছেন!
আমার বাড়ি যেতে
সুবিধা হবে তাই
আমি খুশী।

১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:০৫

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন

পদ্মার দুপারের মানুষের আর্থিক সামাজিক উন্নয়ন হোক এটাই চাই, এর ফলে উন্নত হবে আমাদের বাংলাদেশ

৪| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার ছন্দ মিলে লেখা, ভালো হয়েছে।

১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:০৬

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.