নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

প্রমোদতরীর আনন্দ এখন হতাশায় মগ্ন

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৫



রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে রাশিয়ার ধনকুবেরদের অনেকের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বহু বছর ধরে তারা তাদের সম্পদ বাড়িয়ে চলছিল এবং পৃথিবীর বিভিন্ন মহাদেশে তাদের সম্পদ দিয়ে নানা ধরনের বিলাস বহুল স্থাবর অস্থাবর জিনিস কিনে বিলাসী জীবন যাপন করছিল। কয়েকদিন আগে বিবিসির এক প্রতিবেদনে দেখা যায় পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরে চলমান এসব ধনকুবেরদের বিলাসবহুল ইয়টগুলো বিভিন্ন বন্দরে আটক করা হচ্ছে। আমেরিকার এক ট্র্যাকিং কোম্পানি পৃথিবীর নানাস্থানের দ্বীপ, পোতাশ্রয় ও সাগরে থাকা এসব ইয়ট খুঁজে বের করে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বন্দরে আটক করছে।
নামে বেনামে এসব ইয়টের মালিকানা থাকলে ও পশ্চিমা বিশ্ব ঠিকই জানে এগুলোর মালিক কারা। তারা এখন এগুলো আটকে রেখে তাদের দেশের আইন পরিবর্তন করে এগুলো বিক্রি করে দেবে এবং সেই টাকা তারা ইউক্রেনে পাঠাবে যুদ্ধের সহায়তা হিসেবে।
এর পরের ধাপে ইউরোপ আমেরিকা জুড়ে তাদের ছড়িয়ে থাকা বিলাসবহুল ভিলা রিসোর্ট ইত্যাদি ও জব্দ করা হবে। নানাভাবে উপার্জিত এই সম্পদ এভাবে তাদের হাতছাড়া হয়ে যেতে পারে তারা তা কখনো ভাবে নাই। দেশের বাইরে নিরাপত্তার জন্য কিনে রাখা এসব সম্পদ এখন আর তাদের কোন কাজে আসবে না। এই টাকার সুফল যে দেশ থেকে এসব অর্থ অর্জিত হয়েছে সেসব দেশও পাবে না। যুদ্ধ ও মারনাস্ত্রের পেছনে এগুলো খরচ হবে। সাধারণ মানুষের পাশাপাশি যুদ্ধ মাঝে মাঝে অতি ধনীদেরও বিপদ ডেকে আনে।
চলমান এই যুদ্ধ অনেক অজানা তথ্য আমাদের সামনে নিয়ে আসছে। যুদ্ধ কখনই কাম্য নয়। আমরা সবাই চাই যুদ্ধ বন্ধ হোক আর ইউক্রেনের মানুষের মাঝে শান্তি ফিরে আসুক।
ছবি নেট থেকে




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮

জ্যাক স্মিথ বলেছেন: যুদ্ধ অবসান হউক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৪

শোভন শামস বলেছেন: দ্রুত এই যুদ্ধের অবসান চাই- পৃথিবীতে শান্তি ফিরে আসুক

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

অধীতি বলেছেন: বেগম পাড়ায় কিছু আটক হোক, চোরের টাকা বাটপারে খাক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৫

শোভন শামস বলেছেন: এক জীবনে কত টাকা খাওয়া যায় – ২/৩ জীবন দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.