নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

আগাম ঈদের শুভেচ্ছা

২৭ শে জুন, ২০২৩ দুপুর ২:০৪


এই ঈদে সবাই গরু ছাগল উট দুম্বা ইত্যাদি কোরবানি করেন আল্লাহকে খুশি করার উদ্দেশে।
এর সাথে আমরা যদি এক ভাগ ঘুষ কোরবানি দেই
কিংবা এক ভাগ ভেজাল মেশানোর ইচ্ছা
কিংবা এক ভাগ মাপে কম দেয়ার বাসনা
এক ভাগ দেশের টাকা পাচার বন্ধের পরিকল্পনা
একভাগ দেশকে ভাল না বাসার অনুভূতি
একভাগ দেশের সম্পদ লুট না করা
একভাগ ব্যাংকের টাকা লোপাট না করা
একভাগ দেশ ছেড়ে পালিয়ে বিদেশে থাকার জন্য বাড়ি কেনা
একভাগ দাম অতিরিক্ত বাড়িয়ে মুনাফা করে মানুষের ভোগান্তি বাড়ানো
এগুলো যদি কোরবানি করা যেত তবে আমাদের এই সোনার বাংলা কত না সুন্দর হত।
এর পাশাপাশি যদি
একভাগ ভাল কাজ বাড়িয়ে দেই
একভাগ দুঃখী মানুষের পাশে দাড়াই
একটা পরিবারকে সচ্ছল করার উদ্যোগ নেই
দেশের ভিক্ষা বৃত্তি বন্ধে কাজ করি
বাচ্চাদেরকে দেশপ্রেমে আগ্রহী করি
আর ও কত কি করার আছে মনে আসছে না।
সবাই এগুলোই ভাবছেন
আমরা করার চেষ্টা নেই, দেশকে ভালবাসি, দেশকে সুন্দর করি
আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর আগামী গড়ি।
ছবি নেট


মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২৩ দুপুর ২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদের শুভেচ্ছা।

আপনার সদিচ্ছার প্রতিফলন ঘটেছে পোস্টে।

৯০% মুসলমানের দেশে সবাই যদি দুর্নীতিকে পরাস্ত করতে পারতো, তাহলে এত হানাহানি, খুনাখুনির কারবার ঘটতো না এ দেশে।

সবার মঙ্গল কামনা করছি।

২৭ শে জুন, ২০২৩ দুপুর ২:২৬

শোভন শামস বলেছেন: নিজেকে দিয়েই শুরু করতে হবে
একজন ভাল মানুষ বাড়লে ভালই হবে
ধন্যবাদ সাথে থাকবেন, ঈদের শুভেচ্ছা

২| ২৭ শে জুন, ২০২৩ দুপুর ২:৩৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ঈদ মোবারক ভাই ,

সবার সাথে সাথে আপনাকেও ঈদের অগ্রীম শুভেচছা ( ঈদি ;) ছাড়া)

পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সকলের মন ও জীবন এবং সমাজ দেশ থেকে দূরীভূত সকল প্রকার অকল্যাণ ও জাতীয় জীবনে আসুক বিভেদ-হানাহানি ভুলে শান্তির শুভাস।

২৭ শে জুন, ২০২৩ দুপুর ২:৪৩

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন, ঈদের শুভেচ্ছা
এই ঈদে নিজেরা চেষ্টা করে পানি অপচয় রোধ
গ্যাস অপচয় রোধ
বিদ্যুৎ অপচয়
একটু সংযত খরচে
কিছু টাকা সাহায্য
এই কাজগুলো করতে একজন করে বাড়লে ও একসময় বিশাল অর্জন হবে

৩| ২৭ শে জুন, ২০২৩ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

২৭ শে জুন, ২০২৩ দুপুর ২:৪৫

শোভন শামস বলেছেন: ঈদের শুভেচ্ছা, লিখে যান প্রানবন্ত ব্লগ
ধন্যবাদ সাথে থাকবেন

৪| ২৭ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঈদ মোবারক।

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৩:০৯

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন, ঈদ মোবারক

৫| ২৭ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

ঢাবিয়ান বলেছেন: অসততাকে কুরবানি দিতে পারলেই পশু কুরবানি হয়ে উঠবে ধর্মীয় আলোকে তাৎপর্যময়। ঈদ মুবারক ।

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৩:১০

শোভন শামস বলেছেন: একজন ভাল মানুষ বাড়লেও মঙ্গল
ধন্যবাদ সাথে থাকবেন, ঈদ মোবারক

৬| ২৭ শে জুন, ২০২৩ রাত ১০:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: ঈদ মোবারক।

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৩:১১

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন, ঈদ মোবারক

৭| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৩:১১

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন, ঈদ মোবারক

৮| ৩০ শে জুন, ২০২৩ রাত ১১:৪১

শোভন শামস বলেছেন: এবার ঈদে অনেকে অতি আনন্দ করেছে মরিচ ও মসল্লার দাম বাড়িয়ে তাঁর থেকে মুনাফা করে।
অনেকে লাভবান হবার জন্য পশুর চামড়ার দাম প্রায় মূল্যহীন করে ফেলেছে।এই চামড়ার মূল্য গরিবের হক। এক সময় এই চামড়া অনেক মূল্যে বিক্রি হত।
এখন চামড়ার জিনিসের দাম চড়া, আর চামড়ার মূল্য কম।
আমাদেরকে অনেক ভাগ লোভ কমিয়ে আনতে হবে। আগামী ঈদে একটু যদি কমে সেই আশায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.