নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

ডেজার্ট সাফারি ডুবাই ২০২৩ – ১

৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৬


সন্ধ্যা হয় হয় এই সময় মরুর বুকে সূর্য ডুবছে, একটু অন্ধকার আর আলোর খেলা, সাফারির গাড়িগুলো তাদের ভ্রমনের কাজ শেষ করে রাতের অনুষ্ঠানের জন্য তাবু গুলোর কাছে চলে এসেছে।
এখানে উটের পিঠে চড়ার ব্যবস্থা আছে, সাফারির প্যাকেজের অংশ।
মরুভুমিতে গাড়ি বা মোটর সাইকেল চালাতে তা ভাড়া নিতে হয়। ২৫০ মোটর সাইকেল ২০/৩০ মিনিটের জন্য। গাড়ি ৪০০ দেরহাম নিজে চালাতে হয়।
রাতে ঘেরা এলাকায় খোলা আকাশের নিচে স্টেজ, সেখানে নাচ গান ও বিভিন্ন ধরনের কসরত দেখানো হয়। নিচে সুন্দর বসার ব্যবস্থা আছে। ভি আই পি সুবিধা নিলে আর ও ১৫০ দেহরাম দিতে হয়। তবে তা দরকার নেই।
রাতে অনুষ্ঠান শেষে হোটেলে নামিয়ে দেয় সবাইকে।
তিন বা ছয় জনের একটা গ্রুপ হলে সবচেয়ে ভাল। হোটেল থেকে এই সাফারির ব্যবস্থা করা যায়।







মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

ঢাবিয়ান বলেছেন: ডেজার্ট সাফারি ভ্রমন খুব সংক্ষেপে লিখেছেন। আরেকটু বিস্তারিত লিখলে ভাল লাগত। ছবিগুলো ভাল লেগেছে ।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫১

শোভন শামস বলেছেন: সময় করে ভালভাবে লিখব।
বেশ ভাল লেগেছিল মরুভুমির এই সাফারি
ধন্যবাদ সাথে থাকবেন।

২| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

জুন বলেছেন: আপনার ভ্রমণ আর ছবি ভালো লাগলো অনেক।
আমি ইজিপ্ট এর বাহারিয়াতে ব্ল্যাক এন্ড হোয়াইট ডেজার্ট এ সাফারিতে গিয়েছিলাম শোভন। সে এক স্বর্গীয় অনুভূতি আর অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা দুরূহ।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৪

শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বিশাল মরুর উদারতা মানুষের মনকে আপ্লুত করবেই। এক আশ্চর্য অভিজ্ঞতা।
মরুভুমিকে আগে এভাবে কখন ও অনুভব করিনি।
ধন্যবাদ সাথে থাকবেন।

৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

শেরজা তপন বলেছেন: এমন ভাবে লিখেছেন মনে হচ্ছে ডেজার্ট সাফারি বিজ্ঞাপন দিচ্ছেন :)
@ঢাবিয়ানের কথা সুরে বলছি আর একটু বিস্তারিত দেখলে ভালো হতো ছবিগুলো ভালো লেগেছে।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৬

শোভন শামস বলেছেন: সময় করে ভালভাবে লিখব।
লেখাটা একটু বিজ্ঞাপনের মতই, শুধু পয়েন্ট গুলো লিখেছি।
ধন্যবাদ সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.