নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকা/বউয়ের ফোন

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪

প্রেমিকার ফোন আসলে মন কেমন করে অভিজ্ঞতার অভাবে তা জানি না। তবে বউ ফোন দিলে মনে কী হয় তা বলি। ফোন বাজলে চট করে মনে করতে হয়
- পোলায় কোন ব্যাথা ট্যাথা পায় নাই'তো?
- আসার সময় দড়জা আটকায়ে আসছি'তো?
- বেসিনের কলের মাথার ছাকনিটা নেওয়ার কথা ছিলো, নেই নাই। পানি ছিটকায়ে পড়তেছে না'তো?
- ইলেক্ট্রিসিটি সমস্যা? আইপিএস নষ্ট হয়ে যায় নাই'তো?
- ফ্রীজে কি বরফ জমতেছে না, নাকি বেশী বরফ জমে গেছে?
- ফেসবুকে স্টেটাসে বেশী সত্য টত্য কিছু বলে ফেলি নাই'তো?
...
..
.
ফোন ধরার পর দেখা যায়
- ফোন ধরো না কেন! সকালে রুটি একটা কম খাইছো কেন? আমার রান্না পছন্দ না হইলে বাইরে থেকে নাস্তা আনতে পারো না? খাবার নিয়া না বলে তুমি যন্ত্রনা করো না!

জাস্ট কিউরিয়াস মন জানতে চায়, কারো বউ কি কোন সমস্যা, অভিযোগ ছাড়াও ফোন দেয়?
তবে হ্যাঁ ফোনে সমস্যা তেমন না। সমস্যা হইলো ইনবক্স। দুই, তিন পৃষ্ঠা সাইজের একেকটা ইনবক্স যখন একের পর এক আসতে থাকে, তা পড়া আর কনডেম সেলে থেকে ফাইনাল পরোয়ানা পড়া এক কথা।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৪৮

আখেনাটেন বলেছেন: :P কী আর বলা যায়.........। :D

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪

সুখী মানুষ বলেছেন: ন বলাই বুদ্ধিমানর কাজ। দুই একটা পিঠে পড়লেও শব্দ পর্যন্ত না করা আরো বুদ্ধিমানের কাজ। প্রতি শব্দে আরো দশটা দোষ পড়ে ভাইজান।

২| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেশ ভালো! :)

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩

সুখী মানুষ বলেছেন: আপনার দ্রুত বিয়ে হোক, এই (বদ) দোয়া ছাড়া আর কিছুই দেওয়ার নাই। তখন হাসি ছুটবো...। অবিবাহিতদের হাসি সহ্য হয় না।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

সিগন্যাস বলেছেন: জ্বি সামুর জনসংখ্যার ৮০% অবিবাহিত।আর বিবাহিত ২০% বউ এর জ্বালায় নাকি সামুগিরী করতে পারে না :)

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

সুখী মানুষ বলেছেন: বিয়ে করেন, এক জীবন সুখে কাটায়ে দেওয়ার কোন মানে হয় না।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

আঁধার রাত বলেছেন: ও তো কিছু জানি না ভাই। ছুটির দিনে বউ আমারে বলে এসো এসো কাছে এসো ভাত খাওয়ায় দেব তোমাকে .....................।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

সুখী মানুষ বলেছেন: তাইলে এইটা নিজের বউ না সন্দেহ করি। অথবা হয়ত বলে, আসো আজকে খাওয়াবো তোমারে ভাত!

৫| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:১১

আঁধার রাত বলেছেন: ভাত খাওয়ার পর আমি বলি তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে যাবো না।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩১

সুখী মানুষ বলেছেন: আহা ওহো ভালোবাসা, আহা :) চিরকাল থাকুক এমন...

৬| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩২

সুখী মানুষ বলেছেন: আপনার নামটাও ভালো লাগার মত :)

৭| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা?

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩২

সুখী মানুষ বলেছেন: সব পুরুষের অভিজ্ঞতাই'তো এক হওয়ার কথা ভাইজান ;)

৮| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: - সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

আপনার এই কথাটি আমাকে আলোরিত করেছে আমিও হয়তো তেমনি একজন । The Arrow and the Song by Henry Wadsworth Longfellow কবিতার মতো মিল হয়ে গেলো । ধন্যবাদ ভাই ।।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩০

সুখী মানুষ বলেছেন: আপনি'তো আমার আপনার ভাই! :)
মহাখালী আসলে জানাইয়েন ভাই, চা খাবো নে দুই ভাই একসাথে...

৯| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫

চোরাবালি- বলেছেন: একটা তো বাদ পরল- মোবাইলের ডাটা লিমিট শেষ কিনা।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

সুখী মানুষ বলেছেন: হে হে ;)

১০| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৩

একজন দেশপ্রেমীক বলেছেন: মরার শখ নাই!

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

সুখী মানুষ বলেছেন: না মইরা বলা ঠিক না ;)

১১| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আহমেদ জী এস বলেছেন: সুখী মানুষ ,





দিল্লীকা লাড্ডু যো ভি খায়া...... :((

৪নং প্রতিমন্তব্য জব্বর হইছে ! ;)


০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

সুখী মানুষ বলেছেন: আপনিও লাড্ডু খাওয়া মনে হচ্ছে। আসেন দুই ভাই গলায় গলায় জড়ায়ে ধরে কান্দি :(

১২| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: বিয়ের পর আসলেই কি রোমান্টিকতা ফুরিয়ে যায়?
রোমান্টিকতা ছাড়াও সুখী হওয়া যায়। কি, যায় না 'সুখী মানুষ' ভাই?

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

সুখী মানুষ বলেছেন: যায়। বিয়ের পর একে অপরের প্রতি সম্মানটা থাকা জরুরী। বাকীগুলা জীবন নিজেই বহতা নদীর মত বয়ে নিয়ে যায়...

১৩| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

এ.এস বাশার বলেছেন: প্রিয় লেখক বিয়ের আগেই অভিঙ্গতা অর্জন করলাম। বেশ মজা লেগেছে।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০১

সুখী মানুষ বলেছেন: বিয়ে করেন, আপনাদের সুখ সহ্য হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.