নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য কম করা কি অপরাধ? এই অপরাধে কি নোংড়াভাবে পোস্টে মন্তব্য করা কি বাধ্যতামূলক আজকাল!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

ইদানিং ব্লগারদের বেশীরভাগই পোস্টের মন্তব্যে গিয়ে বিষ ঝেড়ে আসেন। মূল কথা থাকে তাদের, অন্যের পোস্টে এত কম মন্তব্য কেন করে আমি। আজকাল মন্তব্য পাওয়ার চেয়ে দেওয়া কম হলে কি তারে অপরাধ হিসাবে গুনা হয়!

কষ্ট লাগে তখনই, যখন দেখি মন্তব্য কম করাকে অপরাধ মনে করে কেউ কেউ খুব বাজে ভাবে আঘাত করেন।
সরি, আমাদের সময় আমরা আরো সুন্দর করে ব্লগারদের পোস্টে সম্মানের সাথে মন্তব্য করতাম।

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: কারা বাজে মন্তব্য করে তাদের স্কীন শর্ট দেন।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

চোখেরে কাঁটা বলেছেন: বাজে মন্তব্য করা ভাল না। তবে কখনও কখনও সত্য কমেন্ট বাজে লাগে।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

তারেক_মাহমুদ বলেছেন: আপনার ইচ্ছে হলে মন্তব্য করবেন না হলে না করবেন এটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

ক্লে ডল বলেছেন: ইচ্ছা হলে আপনি মন্তব্য করবেন, না হলে করবেন না। মন্তব্য কম করায় আমি কোন অপরাধ দেখছি না।

কিন্তু আপনার পরিসংখ্যান বলছে,
মন্তব্য করেছি: ৪৩৮২টি
মন্তব্য পেয়েছি: ৮৯৭৩টি

তার মানে দাড়াচ্ছে আপনার পোস্টে যারা মন্তব্য আপনি তার প্রতিউত্তরও দেননি। এইটা কেমন ভাই!!

ধরুন, আপনি আমাকে হাসিমুখে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। আর আমি কোন কথাই আপনার সাথে বললাম না। কেমন লাগবে আপনার?

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

সুখী মানুষ বলেছেন: "যাহা দিলাম, তাহা উজাড় করিয়া দিলাম"
যারা মন্তব্য করেন তারা উজাড় করেই করেন ;) প্রতিউত্তর সবাই করেন না :)

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ আমাদের সময় আমরা আরো সুন্দর করে ব্লগারদের পোস্টে সম্মানের সাথে মন্তব্য করতাম।

আপনারা সিনিয়র ব্লগার, জ্ঞান দেবার মত দুঃসাহস আমাদের নেই। আপনি মন্তব্য কম করুন সমস্যা নেই কিন্তু ঠিকমত প্রতিউত্তরও যে করেন না(সেটা ব্যস্ততা বা যে কারণেই হোক) তা তো মিথ্যে নয়??
(আগের পোস্টে(সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:২৮, ২৪৬ বার পঠিত) ১৯টি মন্তব্য ৬টি উত্তর!!!!)


@চোখেরে কাঁটা
@ক্লে ডল


সহমত।





আপনি আসলেই সুখী মানুষ হয়ে থাকলে সবাইকে প্রতিউত্তর করবেন। একটা হাসির ইমো দিয়ে হলেও. ..

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: ৌক্তিক কারণে মন্তব্য না করা দোষের কিছু নয়।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

সনেট কবি বলেছেন: মন্তব্য করার অভ্যাস ভাল।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

পদ্মপুকুর বলেছেন: আমিওতো একই কাতারে পড়ে যাচ্ছি দেখছি। আমি মন্তব্য করি কম। আসলে যে সব লেখা ভালো লাগে, সেখানেই সাধারণত মন্তব্য করা হয়, লেখা ভালো না লাগলে আর মন্তব্য করি না। এখন ভালো লাগা না লাগার পার্সপেকটিভ নিয়ে তো আর তর্ক করা যায় না।

আবার আমার পোস্টের মন্তব্যগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু এমন কিছু মন্তব্য থাকে, যেখানে উত্তর দেওয়ার কিছু থাকে না। যেমন, একজন লিখলেন, 'লেখা ভালো হয়েছে'। এখন এখানে ভদ্রতা করে বলা যায় যে 'ধন্যবাদ'। কিন্তু আমার কাছে এটা অদরকারি মনে হয়।

আমার মনে হয়, এই যে মন্তব্য না করার জন্য দোষারোপ করা হচ্ছে, তার পেছনে সেই ফেসবুকের মত হিট না হতে পারার অন্তর্জালা কাজ করছে। যিনি এই অভিযোগ করছেন, তিনি হয়তো এখানে ফেসবুকের মত হিট হচ্ছেন না...

তবে লেখা ভালো হলে, প্রাসাঙ্গিক হলে অবশ্যই সেখানে মন্তব্য বেশি হবে। আমি এখানে কাউসার চৌধুরীর উদাহরণ দেব। উনার প্রতিটা পোস্টে বিস্তর মন্তব্য থাকে। কারণ উনি বিচিত্র বিচিত্র বিষয়ে পড়াশুনা করে লেখেন, সুন্দর উপস্থাপনা এবং প্রতিনিয়ত লেখার মান উন্নয়নে করে যাচ্ছেন।

বাস্তবতা হলো, এখানে ফেসবুকের মত আঁতকা বড়লোক হওয়ার সুযোগ নেই। আপনাকে আপনার লেখার মানউন্নয়ন করতে হবে। তখন এমনিতেই মন্তব্য আসবে। কে দিলো বা কে দিলো না, তা নিয়ে অভিযোগ করার সময় থাকবে না।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৪

সুখী মানুষ বলেছেন: সুন্দর বলেছেন। এই পোষ্টেও অনেকেই বিষ ঢেলেছেন, তাদের মন্তব্যের রিপ্লাই কী দিবো কন!

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

কাওসার চৌধুরী বলেছেন:



গত পঁচিশে জুলাই আপনার জন্মদিনে আপনি এই পোস্ট দিয়েছিলেন৷ আমি সহ আরো অনেকে শুভেচ্ছা জানিয়েছিলাম৷কিন্তু অবাকের বিষয় আপনি আমি সহ আরো অনেকের মন্তব্যের কোন উত্তর দেন নাই৷তবে কারো কারো মন্তব্যে প্রতি উত্তর করেছেন!! এটা কোন ধরনের ভদ্র? নিজের জন্মদিনের পোস্টে এ কেমন বৈষম্যতা!!! তারপরও আপনি আশা করেন ব্লগাররা আপনার পোস্ট পড়ে মন্তব্য করবে?

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৬

সুখী মানুষ বলেছেন: আমি কাউকে মন্তব্য করতে বলি না। মন্তব্যের রিপ্লাই দিতেও আমি বাধ্য না। যে মন্তব্যের রিপ্লাই দেওয়ার মত মনে করবো, তার রিপ্লাই দিবো। এতে যদি কেউ অপছন্দ করে, আমার পোষ্টে মন্তব্য না করতে, রিপ্লাইয়ের আশা না করতে অনুরোধ করছি। মন্তব্যের রিপ্লাই দিয়ে ভদ্র সাজবো বলে ব্লগ করি না।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ভুয়া মফিজ বলেছেন: মন্তব্য কম করা কি অপরাধ? অবশ্যই না, এটা আপনার স্বাধীনতা। অন্যের পোষ্টে আপনি ইচ্ছা হলে মন্তব্য করবেন, না হলে করবেন না। তবে, আপনার পোষ্টের মন্তব্যগুলোর উত্তর দেয়া ভদ্রতা। এটলিস্ট একটা ধন্যবাদ তো দিতে পারেন!
বাস্তব জীবনে কি করেন; কেউ আপনার কোন কিছুকে ভালো বললে কিছু না বলে মুখ ফিরিয়ে চলে যান?

আপনার পোস্টে অাগে মন্তব্য করতাম, উত্তর দেন না দেখে এখন মন্তব্য করা ছেড়ে দিয়েছি!!!

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৮

সুখী মানুষ বলেছেন: ভালো করেছেন। মানুষের কাজে লাগার মত, ভালো লাগার মত লেখা যদি লেখি, মানুষ পড়ুক; এতটুকুই চাই। কেউ মন্তব্য করুক, তাও চাই না, এর উত্তর দিবো, উত্তর না-দিতে পারলে আক্রোশের শিকার হবো, তা আরো চাই না।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: আপনি মন্তব্য করেন !!!!! :-/ B:-) B:-/ :-& ............বলেন কি !!!!!

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৯

সুখী মানুষ বলেছেন: মন্তব্য করা কি ব্লগিং করার পূর্বশর্ত!

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

করুণাধারা বলেছেন: মন্তব্য কম করা কোন অপরাধ নয়, কিন্তু আপনার পোস্টে যারা মন্তব্য করে তাদের ইগনোর করা আপনার চরম অসৌজন্যতা, যা আপনি সবসময় করেন।

৪,৫,৯,১০,১১ নং মন্তব্য সমূহ পড়ুন!

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৯

সুখী মানুষ বলেছেন: অসৌজন্যতা যে দেখায়, তার পোষ্টে মন্তব্য না করলেই হয়, তখন আক্রোশের উদায়ও হবে না। সহজ সমাধান।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

রাকু হাসান বলেছেন: কেউ মন্তব্য করলো ,আর সেটাই উত্তর না পেলে ,আহ !সে কি যে কষ্ট! |-) ,আমার এই মন্তব্যের উত্তর পাব বলে আশা করি না ,তবু মন্তব্য করলাম B-) ৫,৯,১০,১২ মন্তব্যে লাইক দিলাম । ক্ষমা করবেন গুরু ।।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: আজকাল মনোযোগ দিয়ে বেশি মানুষ পোস্টে পড়ে না, তাই অনেকে সুখী মানুষের দুঃখটা বুঝল না এই পোস্টে। ভদ্রলোক বলতে চাচ্ছেন, কেউ মন্তব্য কম করলে (এমনকি নিজের পোস্টে জবাব না দিয়ে অসৌজন্যবোধের পরিচয় দিলেও) তাকে নোংরাভাবে আঘাত করা ঠিক কি না। কেউ মন্তব্যের জবাব না দিলে তাকে ইগনোর করলেই হয়, নোংরা ভাষায় আক্রমণের যৌক্তিকতা কী।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫১

সুখী মানুষ বলেছেন: আজকাল ব্লগেও ফেসবুকের নিউজফিডের মন্তব্যকারীরা চলে আসছে। নোংড়া এটাক না করলে জাতে উঠে না।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ এস এম মামুন অর রশীদ
আপনার সাথে সহমত।

নতুনরা উনাকে ইগনোরই করবে। X(

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

আনিছুর রহমান সুজন বলেছেন: ব্লগে ট্যাগের সিষ্টেমটা কি? মনে করেন আমি আমার জীবনের কোন কাহিনী লিখলাম, সুতরাং আমি ট্যাগে কি লিখবো

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার,জীবনে ভালো কিছু করতে হলে বাঁধা-বিপত্তি আসবেই। এগিয়ে যান। শুভ কামনা রইলো।

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪

আরজু পনি বলেছেন: অনেকেই আছেন নিজের পোস্টে অন্যের করা মন্তব্যেরও জবাব দেন না।
এমন হলে যিনি মন্তব্য করেন তিনি পরবর্তীতে আর মন্তব্য নাও করতে পারেন।
:(

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৪

সুখী মানুষ বলেছেন: ভাই ব্লগ করবে লেখকেরা। লেখক যদি মনে করে কোন মন্তব্য রিলেটেড, এর উত্তর দিবে। সব কথার উত্তর লেখক দিতে বাধ্য না। এতে যার ভালো লাগে মন্তব্য করবে, অন্যরা করবে না। এখানে পায়ে ধরে মন্তব্য করানোরও কিছু নাই, ক্রোধ ঢালারও কোন দরকার নাই।

১৯| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই অপরাধ B-))
আর এই পোস্টের কারো মন্তব্যের জবাব না দেওয়াটা আরও বড় অপরাধ B-)

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মাহের ইসলাম বলেছেন: মন্তব্য কম করা অপরাধ হতে পারে না।
তবে, কেউ মন্তব্য করলে, উত্তর দিতে পারেন; অন্যথায় তিনি আশাহত হতে পারেন।

ভালো থাকবেন।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৫

সুখী মানুষ বলেছেন: ভাইরে, আপনার এই মন্তব্যেরও বা কি উত্তর দিবো কন। সব মন্তব্যের উত্তর হয় না। ভাগ্যিস উপন্যাস, ছোটগল্প যারা লেখে, তারা উত্তর দিতে বাধ্য না। নাহয় হুমায়ূন আহমেদ উত্তর দিয়েই শেষ করতে পারতেন না, নতুন কিছু লেখতেন কখন!

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

কালীদাস বলেছেন: মন্তব্য কম করাকে কেউ ক্রাইম বলে না। রিপ্লাই না দেয়াটাকে ছোটলোকি বলে। এত বছর ব্লগিং(!) করার পরও রিপ্লাই দেয়ার মেন্টালিটি গ্রো করে নাই আপনার এটা আপনার মানসিক দৈণ্যতাকেই প্রকশা করে। এই পোস্টে ২০ জন কমেন্ট করছে, দয়া করে রিপ্লাই দিছেন একজনরে। এই ধো# পোস্টটা নিঃসন্দেহে একটা ভাল পোস্টকে তখন প্রথম পাতা থেকে সড়িয়ে দিয়েছে। ব্লগিং এর নামে এই বাল না ফালাইলে কি হয়?

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৭

সুখী মানুষ বলেছেন: "ব্লগিং এর নামে এই বাল না ফালাইলে কি হয়?"
বাহ অসাধারণ ভাষা। এমন ভাষাবিদের মন্তব্যের রিপ্লাই না দিলে চলে!

২২| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: ছেমরা,
তুমি কারে ভদ্র ক'বা? আমরা হজ্ঞলেই তো আশাকরি আমার লেখা পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠুক। আর সেই সূত্র ধ

২৩| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: বুড়ো মানুষ, টাইপো মিস্টেকে অর্ধেক লেখা গেলো প্রকাশ হয়ে।

তা যা কচ্ছিলাম প্রিয় ছেমরা,
তুমি কারে ভদ্র ক'বা? আমরা হজ্ঞলেই তো আশাকরি আমার লেখা পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠুক। আর সেই সূত্র ধরে আমাদের মনের কথাগুলোকে সাহিত্যের সর্বোত্তম মাপকাঠিতে সাজিয়ে প্রকাশের চেষ্টা করি। হ্যা, আমাদের মননশীলতার প্রকাশ ঘটে অন্যকে মূল্যায়নে। আমি খোশামুদির প্রশংংসা করার কথা যে বলছি না সেটা আশাকরি বুঝতেই পারছো৷ কিন্তু নিজের অভদ্রতা লোকাতে অন্তত আমাদের উচিত আমাদেরকে যারা ভালোবাসে তাদেরকে মূল্যায়ন করা। নাহ! থাক না তাদেরকে মূল্যায়ন করার বিষয়টা। অন্তত তাদের ভালবাসাটাকে মূল্যায়ন করাকে তো অভদ্রতা বলে না! নাকি সেটাকেও অভদ্রতা বলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.