নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

কষ্ট

০৬ ই জুলাই, ২০২০ সকাল ৮:১৭

আমাদের কষ্টগুলি আমরা বদলাবদলি করে নেবো
আমি নগদে আমার কষ্টগুলি তোমায় পাঠাবো
তুমি বিকাশে করে পাঠিয়ে দিও।
জানি না, তোমার কষ্টগুলি আমার কষ্টের সমান হবে কিনা
কিংবা আমার কষ্টগুলি তোমার কষ্টের তাপে গলে যাবে কিনা
তবে এটুকু জানি, তোমার কষ্টগুলি আমি বুকের পাঁজর দিয়ে আগলে রাখব

তোমার যৌবনের অরিত্রে আমার মাঝবয়সের নৌকায়
আমরা অনন্তর পাড়ি জমালাম নিরুদ্দেশে





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: তুমি বিকাশ করে পাঠিয়ে দিও........... এই লাইনটা সমগ্র কবিতাটিকে অপমান করেছে।

আপনি কেমন আছেন?
অনেক দিন পর আপনার লেখা পড়লাম।

শুভকামনা।

০৭ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩১

শুভবাদী রোদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনি মনে রেখেছেন, আমিও যে লিখি, সেটা আরও বেশি ভালো লেগেছে। কোনো প্রস্তুতি ছিল না আসলে। সরাসরি লিখে পোস্ট করেছি। বিকাশ আর নগদের বিষয়টা বর্তমান সময়টাকে ধরতে চাওয়ার প্রচেষ্টা। বিসদৃশ মনে হতে পারে।
আমি আছি আলহামদুলিল্লাহ ভাল-ই। তবে শিক্ষকতা আর গবেষণার ভারে কিছুটা ভারাক্রান্ত- এই আর কি।
ভালো থাকবেন।
আপনার জন্যও শুভকামনা।

২| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: বদলাবদলির বিষয়টি পরিষ্কার নয় অসম্পূর্ণ

বিকাশ অর্থ সংশ্লিষ্ট প্রেরণ প্রক্রিয়া

বহুদিন পর সুস্বাগতম ।

০৭ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩৪

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ।
আমাকে মনে রেখেছেন দেখে ভালো লাগল, যদিও আমার উপস্থিতি খুব অল্প-ই ছিল। আগ্রহ পেতাম না আসলে। এখন কিছুটা ফিরে আসছে। আশা করি মাঝেমধ্যে লিখব।

৩| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৭ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩৫

শুভবাদী রোদ বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:২৯

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত চমৎকার লেখনী । 

০৭ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩৪

শুভবাদী রোদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.