নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ হাবিব

শুভহাবিব

পরে লিখব

শুভহাবিব › বিস্তারিত পোস্টঃ

একদিন বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি জিতব , সেই পথের যাত্রা কতটুকু যৌক্তিক ??

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৫

''তোমরা কাদের টাকায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছো, জানো ? রিকশাওয়ালা , দিন-মজুরের টাকায় । সুতরাং তাদের জন্য কিছু করা প্রস্তুত থেকো ।''



জাফর ইকবাল স্যারের এই কথাটা (কোয়ান্টাম ক্লাসে মাঝে মাঝেই স্যার কথাটা বলত) , আমার খুবই ভাল লাগে , ভিতরে অপরাধবোধ কে জাগ্রত করে,অন্তত কিছু করার জন্য স্পৃহা তৈরি করে। অবশ্য জানি না , এই স্পৃহা কত দিন থাকে !



ক্রিকেটে , বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই নাজুক ।টেস্ট স্ট্যাটাসের ১৪ বছর পরও আমরা নন টেস্ট প্লেইংকান্টি'র কাছে যেমনে হারি ! প্রতিটা ম্যাচে টিমের অবস্থা এমন যে , মনে হইতেছে, বিসিবি সকল সদস্য রে স্যারের কথা'র রেপ্লিকা করে পাঠায় দেই।



শুনতে সবার যেমন খারাপ লাগবে , বলতে আমার তার চেয়ে বেশি খারাপ লাগতেছে , নিকটবর্তী ভবিষ্যতেও আমাদের খুব একটা উন্নতির অবস্থা নেই , কারন বাকী দল গুলা আরো বেশি উন্নতি করে ফেলসে , অলরেডি !



আসলে ,সরকার টাকা খরচ করতেছে প্রচুর , কিন্তু তা কি যায়গা মত খরচ হইতেছে?

যতদিন না মেরুদন্ড শক্ত হবে , ততদিন আসলে আমাদের ক্রিকেট এমন ই থাকবে ।

বিসিবি'র উচিত এখন ই সফলতার বীজ বুনতে শুরু করা । স্কুল ক্রিকেট , বয়স-ভিত্তিক ক্রিকেট গুলার অবকাঠামোর উন্নয়ন করা । দেশে স্টেডিয়ামের সংখ্যা বাড়ানোর চেয়ে মাঠ বাড়ানোর দিকে নজর দেয়া । সমালোচকদের বলতেছি স্টেডিয়াম বানাইতে মানা করি নাই ।



কথা গুলা হতাশা থেকে বলিনাই , ভবিষ্যতে কি হতাশ হইতে হবে কিনা তার একটা এস্টিমেট করলাম আরকি !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.