নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/shusmitashyamaofficial

স্বাগতম

সুস্মিতা শ্যামা

লেখাটা আমার প‌্যাশন। তবুও লিখি খুব কম। তখনই লিখি যখন আর না লিখে কোন উপায় থাকে না। মাথাটা যখন ভার হয়ে যায়, চিন্তাগুলো প্রসববেদনার মত কষ্ট দেয়, তখন লিখতে বসি। লিখে কিছু পরিবর্তন করার আশা করি না। নিজের ভাবনাগুলো নিজের কাছে আর একটু ভাল করে প্রকাশ করার জন্য লিখি। আমারর চরিত্রগুলোর আনন্দ-বেদনা আর বদলের সঙ্গী হবার জন্য লিখি।\nআমার সবচাইতে বড় পরিচয়- আমি সিরিয়াস পাঠক। আপাতদৃষ্টিতে অসামাজিক। নিজেকে মাঝে মাঝে ভীষণ বিরক্তিকর বলে মনে হয়; ঠিক তখনই মনে পড়ে, ঈশ্বর/আল্লাহ/সৃষ্টিকর্তা বড় ভালবেসে আমায় তৈরি করেছেন। তিনি আমার হাজার খামতি সত্ত্বেও আমাকে সঙ্গ দিয়ে চলেছেন। একথাটা ভাবলে নিজেকে বা অন্যকে ভালবাসতে বা ক্ষমা করতে আর অসুবিধা হয় না। \nআমার ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/shusmitashyamaofficial

সুস্মিতা শ্যামা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসুন-ভাল করে

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪০

যদি ভালবেসে থাকেন, তাহলে প্রিয় মানুষ তার সবচেয়ে দুর্বলতম মুহুর্তেও আপনার প্রিয় থাকবে। আমার প্রিয়তম বন্ধুটি যখন নিজেকে হঠাৎ দুর্বল বলে মনে করে, তখন আমার আশ্বাসের দৃষ্টিটুকু ওর মনোবলকে দ্বিগুণ করে দেয়।

আপনি ব্রাজিলের সমর্থক? নিজেকে লুকিয়ে বেড়াচ্ছেন? কেন? একটা পরাজয়ের জন্য এতদিনের এতগুলো জয় মিথ্যে হয়ে যাবে?

কোনরকমে দাতে দাত চেপে অপেক্ষা করছেন কখন আর্জেণ্টিনা হারবে আর আপনি দ্বিগুণ হিংস্র হয়ে এবার ওদের উপর ঝাপিয়ে পড়বেন? একটু থামেন ভাই। ব্যাপারটা কি অনেকটা আমার প্রিয়জন মরেছে বলে অন্যসবার প্রিয়জনের মৃত্যুকামনা করার মত হয়ে গেল না?

আজ রাতে আপনি কেদেছেন বলে ওদেরও কাদাতে হবে?

আপনি খুব সফিস্টিকেটেড, তাই না? ভাল খেলা দেখে ব্রাজিল সাপোর্ট করেন? তাহলে মেসির ভাল খেলাকে অস্বীকার করছেন কেন? কেন ভাবতে পারছেন না যে ল্যাটিন আমেরিকার আরেকটা দল তো আছে, তাদের সাপোর্ট করি!

দলের চাইতে জয়ই যদি মুখ্য হয়ে থাকে, তাহলে আপনার অনেক আগেই ইউরোপের কোন দলের সাপোর্ট করা উচিত ছিল। ব্রাজিলের পরাজয় খেলোয়াড়দের চাইতেও আপনার গায়ে লাগছে বেশি কারণ আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিশ্চয়ই আপনি নির্মম কোন টিজ করে রেখেছেন অন্যদের। তাই এখন মুখ লুকাতে হচ্ছে!

আমি নিজে ব্রাজর্লের সমর্থক হয়েও মনে করি, আর্জেণ্টাইন সমর্কাথকদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ২৪টা বছর ধরে তারা নি:শর্তভাবে তাদের প্রিয় দলকে সমর্থন করে গেছে। যতক্ষণ আমি আমার প্রিয় মানুষের কমিটমেণ্ট সম্পর্কে নি:সন্দেহ, ততক্ষণ তাকে আমরা অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবো-তার হাজরটা লজ্জাজনক পরাজয় সত্ত্বেও দেব।

এত বছর পর, আর্জেণ্টিনার সামনে খানিকটা আশার আলো দেখা গেছে। তাদের জন্য শুভ কামনা রইল। যে দলই জিতুক- ভাল খেলে জিতুক।

সুপ্রিয় নেইমারের প্রিয় সুহৃদ মেসি তার ভক্তদের সামনে আলো ছড়াক।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

মুহামমদ মিনহাজ বলেছেন: ওয়ান ম্যান আর্মি মার্কা কোন দলই ভাল করতে পারবে না :p

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩০

সুস্মিতা শ্যামা বলেছেন: হ্যা, একজনের উপর ভরসা করে থাকলে সেটা অবশ্যই খারাপ ফল বয়ে আনবে। তাই তো বললাম, যে দলই জিতবে-ভাল খেলে জিতুক।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

২| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কোনরকমে দাতে দাত চেপে অপেক্ষা করছেন কখন আর্জেণ্টিনা হারবে আর আপনি দ্বিগুণ হিংস্র হয়ে এবার ওদের উপর ঝাপিয়ে পড়বেন?

আপনার পোস্টের মাজেজা ধরার মতো পাঠকের সংখ্যা খুব কম হবে। ব্রাজিল হয়তো আপনার প্রিয় ফুটবল দল, তাই বলে আর্জেন্টিনা বা জার্মানির দলকে আপনার অসহ্য মনে হবে কেন? এবং তাদেরকে হেটই বা কেন করতে হবে?

আমরা আমাদের প্রিয় দলের সাপোর্ট করতে গিয়ে অন্য দলের কুৎসা রটনা করে থাকি, এটা হলো খুব নিম্ন রুচির মানসিকতা। ব্রাজিল-হেটার্স, জার্মানি-হেটার্স, আর্জেন্টিনা-হেটার্স, ইত্যাদি শব্দগুলো আমার কাছে খুব অসহনীয় ঠেকছে। বাংলাদেশের কিছু উগ্রপন্থি সাপোর্টারকে এসব টার্ম ব্যবহার করতে দেখা যাচ্ছে। নিজের পছন্দের দলের একটা ভালো কথার সাথে অপছন্দের দলের ১০টা খারাপ বাক্য না ব্যবহার করলে যেন পেটের ভাত হজম হয় না।

আমার এক শ্যালক আমাকে জিজ্ঞাসা করলো, ‘দুলাভাই, আপনি কোন দল করেন?’ আমি হেসে জবাব দিই, ‘আমি কোনো দল করি না।’ সেও হেসে বলে, ‘কেন, খেলার সময় তো আপনাকে সাপোর্ট করতে দেখি।’ তার কথায় আমার টনক নড়ে।

তাহলে, প্রিয় ফুটবল দলকে সাপোর্ট করাটাই হলো ‘দল করা’। বস্তুত, বাংলাদেশে রাজনৈতিক দল করা আর বিশ্বকাপে ‘ফুটবল দল’ করার মধ্যে কোনো পার্থক্য দেখি না। রাজনৈতিক দলগুলো যেমন সভা-সমাবেশে অন্যান্য দলের গুণগান গাইতে গাইতে গলা ভেঙে ফেলে, আমাদের ‘ফুটবল দলগুলো’ও নিজেদের দলের পরিবর্তে অন্যান্য দলগুলোর মহিমা প্রকাশ করতে প্রাণান্ত হয়ে পড়ে।

এরূপ মানসিকতা হলো নিম্নরুচি বা অসভ্যতার পরিচায়ক। আমাদের এই মানসিকতা পরিবর্তন করা উচিত।

আপনার পোস্ট ভালো লাগলো আপু।

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

সুস্মিতা শ্যামা বলেছেন: এ্ই পোস্টেুর মূলকথাটুকু সবাই বুঝবে- তা আমিও আশা করি নি। অনেকে বুঝেও বুঝতে চায় না।
আপনার ভাল লাগাটা জানিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ, ভাইয়া। :)

৩| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩০

bakta বলেছেন:





হুম ভালোবাসি ভালো করে
যাকে ভালোবাসি,
তার সাফল্য কামনা করে
পরাণ খুলে হাসি।

চাই না পরের অহিত
নিজেরা ব্যর্থ হলে,
আর্জেন্টিনা জিতলেও
ব্রাজিল কে যাই নি ভুলে।

আমি বাসি বেশি ভালো
মারাদোনা মেসি,
ব্রাজিল হেরে গেলেও কিন্তু
হই নি কো খুশি।

সাত গোল খাওয়া দেখে
হয়েছি অবাক আমি,
কেনো এরকম হলো
জানেন অন্তর্যামী।

ব্রাজিলকে হারিয়ে যারা
আজ ফাইনালে,
আজ বলো ব্রাজিলিয়ান
যাবে কোন দলে।

চাইবে কি হারাক তাদের
মোদের আর্জেন্টিনা ?
আমরা ভাই হেরেছি
দেখি ওরা হারে কি না ।

বলো ভাই ব্রাজিলিয়ান
গলা আজ খাড়িয়ে,
দেবে মেসি আগুয়েরা
মুলারদের হারিয়ে।

শত্রুর শত্রু মিত্র হোক
এবার নিশ্চয় চাইবেনা ,
জিতুক না ফাইনালে
আমাদের আর্জেন্টিনা ।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৯

সুস্মিতা শ্যামা বলেছেন: Are Baba, apni to oshadharon! Jake bole shovab kobi! Nandonik montyobber jonno thanks. Amar blog e shu-shagotom!

৪| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হাহাহা...! বলেছেন বটে!
হুমমম...! ভালোবাসলে তো ভালমতই সাহস নিয়েই বাসতে হবে... ;)
আমি ব্রাজিল সমর্থক তাই বাসিও ...
এবারের বিশ্বকাপ শুরুর সময় গ্রুপ পর্বে ব্রাজিলের দ্বিতীয় খেলাটা দেখার পর আমার ভালোবাসা নিয়ে লিখেছিলাম এই লেখাটা...
ফুটবল বিশ্বকাপ-২০১৪:আমার ফুটবল দর্শন এবং ইদানিংকার ফুটবল বোদ্ধাদের অন্ধ সমর্থন ও একখানা 'ব্রাজিল-নামচা'! শিরোপা জেতার আগে...

আর গতকাল ফাইনাল শুরুর ঠিক আগে প্রথম লেখাটার কথাগুলোর রিফ্লেকশন সেমিতে দেখে লিখেছিলাম এটা...

হে আর্জেন্টিনা কাপটা নিয়া যাও....

দ্বিতীয়টা কোথাও পাবলিশ করা হয়নি, শুধু ফেসবুকেই দেয়া আছে.... আর দ্বিতীয়টায় যা বলেছি তারও মোটামুটি প্রতিচ্ছবি ফাইনালে দেখলাম...

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫১

সুস্মিতা শ্যামা বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। আমিও পড়ে এলাম আপনার দুটো।
আমার ব্লগে সুস্বাগতম। :)

৫| ০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: ভালই বলেছেন। আমি ব্রাজিল এর অন্ধ ভক্ত তাই ওরা হারুক বা জিতুক কখনো তাদের পাশ থেকে সরে আস্তে পারব না। ।।।।। ভালো লেখা ।।।।। অনেক ভালো থাকুন

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:২২

সুস্মিতা শ্যামা বলেছেন: আপনিও ভাল থাকুন, ভাইয়া। মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ।

৬| ০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আমিও ব্রাজিলের সমর্থক। আর ব্রাজিলের বিপক্ষে বলেই কিন্তু আর্জেন্টাইন সাপোর্টাররা নিজেদের দিকে টিজ টেনে নিয়েছে । ফলে যারা ব্রাজিলের অনুপস্থিতিতে আর্জেন্টিনা সাপোর্ট করবে তারাও সরে এসেছে।বলতে গেলে টিট ফর ট্যাট। এতে সবাই আনন্দও খুঁজে পেয়েছে । তবে আপনি ভাল কিছু কথা বলেছেন। ব্রাজিলের সমর্থক ব্রাজিলেরই আছে।আর এটা ব্রাজিল বিশ্বকাপে সফলতম একটি দল। এই দল সফলতা বলতে চ্যাম্পিয়ন হওয়া বুঝে। রানারআপ হওয়াটাও তাদের কাছে ব্যর্থতা ।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

সুস্মিতা শ্যামা বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লাগল। আমি লগইন করি কম। ইদানীং আগের চাইতে একটু নিয়মিত হয়েছি। তবু অফলাইন থেকেও যাদের লেখা মাঝে মাঝেই পড়া হয়, আপনি তাদের মধ্যে একজন। ভাল থাকবেন। :)

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

সাজিদ উল হক আবির বলেছেন: আরে আপু! আপনি দেখি আমাদের ডিপার্টমেন্টের ছাত্রী ছিলেন ! :)

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

সুস্মিতা শ্যামা বলেছেন: আপনিও ইংরেজি বিভাগ? বাহ! সুস্বাগতম! ঢাবি থেকেই? এখনো কি ছাত্র?

৮| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

শেহজাদ আমান বলেছেন: হায় হায়, তুমি সামুতে আছ! আগে বলবা তো?

:) :) :) :) :)

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৩

সুস্মিতা শ্যামা বলেছেন: হেহে! এবার জানলেন। এখন থেকে আশা করি নিয়মিত ব্লগে দেখা হবে।

৯| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

ডরোথী সুমী বলেছেন: হায় হায়! খেলাতো শেষ। দেরি করে ফেললাম। তাতে কী? আমিতো খেলাই দেখিনা। বেড়াতে এসেছি। ভাল থাকেন আর নিয়মিত লেখেন। ফাঁকি দিয়েন না।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৫

সুস্মিতা শ্যামা বলেছেন: তবু যে এলেন, তাতেই আমার অনেক ভাাল লাগল। লিখতে তো চাই। কিন্তু আলসে মানুষ তো। না লেখার সহস্র অজুহাত খুঁজে পেতে দেরি হয় না। :)
ভাল থাকবেন।

১০| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬

সাজিদ উল হক আবির বলেছেন: হ্যাঁ আপু, আমি ঢাবি তে, এখন অনার্স ফাইনাল ইয়ারে। :)

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৬

সুস্মিতা শ্যামা বলেছেন: বাহ! একটা ছোট ভাই পেয়ে গেলাম!

১১| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫

ইমতিয়াজ ১৩ বলেছেন:
ছদ্ম নামে নয় যারা
পোষ্টে আপনার নাম এ্যাড করা হয়েছে, আপনার কোন অপত্তি আছে কি?

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৫

সুস্মিতা শ্যামা বলেছেন: অ্যাড না করা থাকলে মহা আপত্তি থাকত! হাহা। ধন্যবাদ। :)

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

কওছার বলেছেন: বাহ বেশ ভালোই লিখছেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

সুস্মিতা শ্যামা বলেছেন: ধন্যবাদ৷ ভাল থাকবেন৷ :)

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

কওছার বলেছেন: আপনি ও ভালো থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.