নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/shusmitashyamaofficial

স্বাগতম

সুস্মিতা শ্যামা

লেখাটা আমার প‌্যাশন। তবুও লিখি খুব কম। তখনই লিখি যখন আর না লিখে কোন উপায় থাকে না। মাথাটা যখন ভার হয়ে যায়, চিন্তাগুলো প্রসববেদনার মত কষ্ট দেয়, তখন লিখতে বসি। লিখে কিছু পরিবর্তন করার আশা করি না। নিজের ভাবনাগুলো নিজের কাছে আর একটু ভাল করে প্রকাশ করার জন্য লিখি। আমারর চরিত্রগুলোর আনন্দ-বেদনা আর বদলের সঙ্গী হবার জন্য লিখি।\nআমার সবচাইতে বড় পরিচয়- আমি সিরিয়াস পাঠক। আপাতদৃষ্টিতে অসামাজিক। নিজেকে মাঝে মাঝে ভীষণ বিরক্তিকর বলে মনে হয়; ঠিক তখনই মনে পড়ে, ঈশ্বর/আল্লাহ/সৃষ্টিকর্তা বড় ভালবেসে আমায় তৈরি করেছেন। তিনি আমার হাজার খামতি সত্ত্বেও আমাকে সঙ্গ দিয়ে চলেছেন। একথাটা ভাবলে নিজেকে বা অন্যকে ভালবাসতে বা ক্ষমা করতে আর অসুবিধা হয় না। \nআমার ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/shusmitashyamaofficial

সুস্মিতা শ্যামা › বিস্তারিত পোস্টঃ

বন্ধু আমরা সমমনা, সমপেয়ে নই!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

আমার বন্ধুরা সবাই আমার পতনোন্মুখ স্বভাবের সাথে কমবেশি পরিচিত।

আজ সকালে চলন্ত বাস থেকে নামতে গিয়ে ঝুলন্ত এই আমি পা পিছলে একেবারে পপাত চ মমার চ! আলুর দম হওয়া থেকে বেঁচে গেছি একটুর জন্য। নিজেকে আমি ভাবিটা কী? অ্যাকশন হিরোইন? কী জানি! তবে বাস থেকে আমি পড়ার সাথে সাথেই সাউন্ড ইফেক্ট শুনতে পেলাম। সবকয়টা যাত্রী একসাথে আহা, হায় হায়, ওরে ওরে টাইপ অনেক ধরণের কাতরোক্তি করে উঠল। হেলপারটা হতবুদ্ধি মুখে আমার দিকে তাকিয়ে বলে যাচ্ছে,‍‍‌ ‍"আমি তো থামাইতে আছি। আপনি ক্যান তাও ঝাঁপটা দিলেন?‍" এদিকে আমার জীবনে পতন এতবার হযেছে যে আমি ভাবলেশহীন মুখে উঠতে উঠতে বললাম," ধুর মিয়া। আমি নামমু শ্যাউড়াতে।আপনে থামাইতে থামাইতে সেই র‍্যাডিসন হোটেল যাবেন গিয়া!" বলে নির্বিবাদে উলটা ঘুরে হাঁটতে লাগলাম। ভাবলাম, এ যাত্রা আবারো অক্ষত থেকে গেললাম। কিন্তু হায় হায়! প্্যান্ট তো হাঁটুর কাছে ছিঁড়ে গেছে! হাঁটা দিলাম। এই ছেঁড়া প্যান্ট নিয়ে এখন কী করব ভাবতেই ভাব্তেই এক পথচারী সেইরকম উত্তেজিত মুখে বলল, 'আপনাকে ফেলে দিছে?' "না ভাইয়া, আমিই লাফায়া পড়ছি।' ভদ্রলোক ভাবলেন আমি বোধহয় মশকরা করছি। বাসের দিকে তাকিয়ে বললেন, "শালাদের পিটানো উচিত। আপনি কিছু বললেন না কেন?" বললাম, "ব্যাপার না, ভাইয়া। আমার ব্যাথা লাগে নি।"

হাঁটুর কাছে ছেঁড়া প্যান্টা চাদরে ঢেকে আমার বিদেশী কলিগকে ফোন করলাম। ও অফিসের কয়েকটা বিল্ডিং পরেই থাকে। বললাম," তোমার কাল প্যান্টা রেডি রাখ। আমি ওইটা পরার জন্য তোমার বাসায় আসছি।" একটু পজ নিয়ে বললাম," কারণ আমারটা ছিড়ে গেছে। " ও আমার পাগলামির সাথে পরিচিত। কোন প্রশ্ন না করে বলল, "চলে আস।"

আমার কলিগের অতিকায় বিশাল কাল পাজামা পরে আমি নতুন করে হাঁটা প্র্যাকটিস করছি। কারণ আমি আর ও সমমনা হলেও সমপেয়ে নই!

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: দারুন লিখেছেন,


নতুন শব্দ লিখলাম "সমপেয়"


ভাল থাকুন নিরন্তন ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

সুস্মিতা শ্যামা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া৷ অাপনিও ভাল থাকুন৷
সকাল থেকে অনেক টক মিষ্টি ঝাল বকা খাচ্ছি৷
অামার সহকর্মীরা সত্যিই অসাধারণ৷ অসমপেয়ে কলিগটাও দারুণ৷ কিন্তু 'সমপেয়'?!সেটা কী?

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: আহারে কি চমৎকার ভুল ই না করলাম, লিখার ইচ্ছা ছিল

নতুন শব্দ শিখলাম "সমপেয়ে"


আর লিখলাম


নতুন শব্দ লিখলাম "সমপেয়"



ভাল থাকুন নিরন্তন.......

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

সুস্মিতা শ্যামা বলেছেন: হাহাহা! ভুল থেকে যদি মজা পাওয়া যায় তবে সেই ভুল! ওই যে ডিটারজেন্টের অ্যাডের মত!
শুভকামনা রইল৷

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: হেলপারটা হতবুদ্ধি মুখে আমার দিকে তাকিয়ে বলে যাচ্ছে,‍‍‌ ‍"আমি তো থামাইতে আছি। আপনি ক্যান তাও ঝাঁপটা দিলেন?‍" এদিকে আমার জীবনে পতন এতবার হযেছে যে আমি ভাবলেশহীন মুখে উঠতে উঠতে বললাম," ধুর মিয়া।


হা হা হা হা


আমিও অনেক পড়ি।তবে বাস থেকে পড়িনি অবশ্য কিন্তু সিড়ি দিয়ে প্রায় পড়ি কারণ আস্তে ধীরে সিরই ভাঙতে বিরক্তি লাগে আর তাই উড়ে যেতে চাই কিন্তু ধরা আমাকে টেনে রাখে!!!!!!!!!:(

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

সুস্মিতা শ্যামা বলেছেন: যাক! অামি ছাড়াও এরকম পতনোন্মুখ মানুষ অাছে তাহলে!
ভাল থাকুন, এবং সাবধানে থাকুন অাপু৷ মন্তব্যের জন্য ধন্যবাদ! :)

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

ভূতের কেচ্ছা বলেছেন: শব্দ শিখলাম "সমপেয়ে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

সুস্মিতা শ্যামা বলেছেন: সত্যি বলতে কি! অামিও শব্দটা অাজকেই বানালাম৷ তাই, বলা চলে, অামিও অাজকেই শিখলাম৷ :)
মন্তব্যের জন্য ধন্যবাদ৷

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

আরণ্যক রাখাল বলেছেন: নিজেকে কি ভাবি আমি? একসান হিরোইন? মজা পেলাম

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

সুস্মিতা শ্যামা বলেছেন: হেহে৷

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: কারণ আমি আর ও সমমনা হলেও সমপেয়ে নই! [/sb উইটি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

সুস্মিতা শ্যামা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া৷ শুভেচ্ছা রইল৷

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য সমমনাই দরকার, সমপেয়ে হওয়ার কোন প্রয়োজন নেই। সমমনা কিন্তু সমপেয়ে নয় এবং সমমনা অথচ সমপেয়ে, দুটোই আমার কাছে সমান। দুটোতে যখন আমরা ভিন্নতা খুঁজতে যাই, তখনই বৈষম্য মাথা চাঁড়া দিয়ে উঠে। আর বৈষম্য আমাদের অধঃপতনের দিকে টেনে নেয়।
সুন্দর একটা ইঙ্গিত দিয়েছেন পোষ্টে। ভালো লাগলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

সুস্মিতা শ্যামা বলেছেন: ঠিক ধরেছেন। ওর সাথে হাজারটা অসমতা সত্ত্বেও শুধু মনের সমতার কারণেই আমরা ভাল বন্ধু।
সবার ক্ষেত্রেই মনের মিলটাই আসল হওয়া উচিত।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পড়ছেন আপনি
সেই কথা পড়ে মজা পাইছি আমি। :(

দুঃখিত।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

সুস্মিতা শ্যামা বলেছেন: হাহাহা। তার মানে আমার লেখাটা সার্থক হয়েছে। মজা করতেই চেয়েছিলাম। ওই মুহুর্তে রাস্তার মাঝখানে একটু অপ্রস্তুত লেগেছিল। প্রতিবাারই লাগে। কিন্তু সেটা মিনিটখানেকের বেশি স্থায়ী হয় না।
ভাল থাকবেন। :)

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

হামিদ আহসান বলেছেন: দুঃখের মাঝেও হেসে দিলাম .সমপেয়ে, পেয়ে। ভাল থাকুন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

সুস্মিতা শ্যামা বলেছেন: হাসাতেই চেয়েছিলাম। মন্তব্যে জন্য ধন্যবাদ। ভাল থাকুন আপনিও। :)

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৬

নিলু বলেছেন: ভালো , লিখে যান

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১

সুস্মিতা শ্যামা বলেছেন: সেটাই। পড়ি আর সেই পতনের গল্প লিখতে থাকি। :P

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.