নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/shusmitashyamaofficial

স্বাগতম

সুস্মিতা শ্যামা

লেখাটা আমার প‌্যাশন। তবুও লিখি খুব কম। তখনই লিখি যখন আর না লিখে কোন উপায় থাকে না। মাথাটা যখন ভার হয়ে যায়, চিন্তাগুলো প্রসববেদনার মত কষ্ট দেয়, তখন লিখতে বসি। লিখে কিছু পরিবর্তন করার আশা করি না। নিজের ভাবনাগুলো নিজের কাছে আর একটু ভাল করে প্রকাশ করার জন্য লিখি। আমারর চরিত্রগুলোর আনন্দ-বেদনা আর বদলের সঙ্গী হবার জন্য লিখি।\nআমার সবচাইতে বড় পরিচয়- আমি সিরিয়াস পাঠক। আপাতদৃষ্টিতে অসামাজিক। নিজেকে মাঝে মাঝে ভীষণ বিরক্তিকর বলে মনে হয়; ঠিক তখনই মনে পড়ে, ঈশ্বর/আল্লাহ/সৃষ্টিকর্তা বড় ভালবেসে আমায় তৈরি করেছেন। তিনি আমার হাজার খামতি সত্ত্বেও আমাকে সঙ্গ দিয়ে চলেছেন। একথাটা ভাবলে নিজেকে বা অন্যকে ভালবাসতে বা ক্ষমা করতে আর অসুবিধা হয় না। \nআমার ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/shusmitashyamaofficial

সুস্মিতা শ্যামা › বিস্তারিত পোস্টঃ

পড়ন্ত কপাল

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

মানুষের পোড়া কপাল, আর আমার হল পড়া কপাল।
কখনো বাস, কখনো সাইকেল, কখনো রিকশা ইত্যাদি নানাবিধ বাহনের সংস্পর্শে এসে রাস্তা ঘাটে প্রায়ই নিজের পতঞ্জলি দশা দেখি। গতকাল আজমপুরে আমার রিকশাকে হঠাৎ করে একটা পিক আপ দিল এক ধাক্কা। প্রথম ধাক্কাটা সামলে ওঠার আগেই দ্বিতীয় ধাক্কা। কায়দা বেকায়দা বিভিন্ন স্টাইলে রিকশার হুডটা ধরে ঝুলে থাকার চেষ্টা করছিলাম। মনে আশা ছিল- ওয়ান্ডার উম্যান না হতে পারি, টিকটিকি বা তেলাপোকা স্টাইলে ঝুলে থাকা যাক। কিন্তু আমার অনুকরণীয় জীবকূলকে কোনদিন ভাল করে অবজার্ভ করা হয় নি বলেই তেনাদের মুখরক্ষা করতে পারলাম না। কাঁধের দুই ব্যাগ নিয়ে পপাত ধরণীতল।
আক্রমণকারী গাড়ি ততক্ষণে আমাকে জানালা দিয়ে এক ঝলক দেখে পগার পার।
দশ পা দূরে গিয়েই সিগন্যালে বেচারা কে থামতে হলো। ছড়ে যাওয়া হাঁটু নিয়ে আমি বিপুল বিক্রমে আমার রিকশাওয়ালাকে নিয়ে পৌঁছে দেখি, এক মোটরসাইকেল আরোহী অপরাধীর কলার ধরে এক একটা ঝাঁকি দিচ্ছে আর একটা করে নতুন নামকরণ করছে। প্রতিটা নামকরণেই অভিনবত্বের ছোঁয়া। ছেলেটার জন্ম পরিচয় একটু একটু করে পাল্টে যাচ্ছে। আমি এগিয়ে যেতেই অন্যরা পথ ছেড়ে দিল।
আমি একটা জ্বালাময়ী বক্তৃতা দেবার প্রস্তুতি নিয়ে আগালাম।
ওমা, সীটে তো একটা লিকলিকে লিলিপুট বসে আছে ছলছল চোখে। দেখে আমিই বেকুব হয়ে গেলাম। কিন্তু উপস্থিত জনতা অনেক প্রত্যাশা নিয়ে চেয়ে আছে। কারণ আমি মহামান্যা ভিকটিম! আমার ভাবই আলাদা।
আমি তাই গলা চড়িয়ে বললাম, 'আপনি রাস্তায় আমাকে ফেলে দিয়ে চলে গেলেন! আমি তো আজ মরেও যেতে পারতাম!
দ্বিতীয় লাইনটা বলে আমার আসলেই মরে যেতে ইচ্ছে হল! এত্ত দুর্বল থ্রো আমার ডায়ালগের। আমাকে দিয়ে পারফর্মেন্স হবে না। হতাশ গলায় বললাম, 'ভাই, যান, বাড়ি যান।'
আহত হাঁটু আর পড়ন্ত কপাল নিয়ে আমিও বাড়ি ফিরে এলাম।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি আর করবেন সবই কলাপ!!!!

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

সুস্মিতা শ্যামা বলেছেন: :'(

২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: সিনেমা হলে একজন নায়ক এসে আপনাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দিত।

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬

সুস্মিতা শ্যামা বলেছেন: কী আর করা বলুন! বাস্তব বড় কর্কশ!

৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

নিতাই পাল বলেছেন: সুস্থভাবে বাড়ি ফিরেছেন জেনে ভালো লাগল। "কপালের ফের নইলে কী আর...।"

৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

পবন সরকার বলেছেন: আরেকটু কড়া হওয়া উচিৎ ছিল।

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬

সুস্মিতা শ্যামা বলেছেন: সবাই সেকথাই বলছে। আমারও এখন তাই মনে হচ্ছে।

৫| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: দুঃখজনক !! পাবলিকের হাতেই ছেড়ে দিতেন....

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৭

সুস্মিতা শ্যামা বলেছেন: খারাপ লাগছিল ছেলেটার ছলছল চোখ দেখে।

৬| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৭

সুস্মিতা শ্যামা বলেছেন: নিতাই দাদা, হ্যাঁ, কপালের ফের নইলে কি আর, রাস্তার এমন ব্যবহার!

৭| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১১

নিতাই পাল বলেছেন: সম্মানিতা লেখক, আপনাকে বলছি! আপনার লেখায় মোট মন্তব্য পড়েছে ৫টি। আপনি ৫টি মন্তব্যের প্রত্যুত্তর ঠিকই দিয়েছেন, কিন্তু_কার মন্তব্যের উত্তর কোনটি তা কিন্তু বোঝা মুশকিল। এখানে মন্তব্যে বাক্সে মন্তব্যের প্রত্যুত্তর দেবার কী কোনও সিস্টেম নাই? যদি না-থাকে! তা হলে ব্লগ টিমের কাছে আবেদন করে জানাতে পারেন। আপনাদের মতন পুরানো লেখকদের অনুরোধ ব্লগ টিম হয়-তো আমলে নিতে পারে। এ-তে আরও নতুন দশজন লেখকের সুবিধা হবে। ধন্যবাদ দিদি, ভালো থাকবেন আশা করি।

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

সুস্মিতা শ্যামা বলেছেন: নিতা্ই দাদা, আলাদা করে জবাব দেওয়ার সিস্টেম তো ছিল। আমি নিজেও তো এতদিন তাই দিয়েছি। কিন্তু আজ কেন জবাব দেওয়ার সময় এমন হল জানি না। আমি তো প্রত্যকের মন্তব্যের উত্তর দেবার সময় "মন্তব্যের উত্তর লিখুন" অংশেই ক্লিক করেছি। আমি সবার নাম উল্লেখ করে দিলে কনফিউশন কম হত।
অসুবিধার জন্য আমি দু:খিত। ভাল থাকবেন। :)

৮| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫০

সুস্মিতা শ্যামা বলেছেন: ‌আগে আমি মোবাইল থেকেও প্রত্যেকের আলাদা আলাদা উত্তর দিতে পারতাম। কিন্তু আজ সেটা হল না। আমি দু:খিত। মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ। :)

৯| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

নিতাই পাল বলেছেন: এখনতো ঠিক হয়ে গেছে দিদি হাঃহাঃহাঃ! ধন্যবাদ ভালো থাকবেন।

১০| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

নিতাই পাল বলেছেন: আর একটা কথা দিদি! এখানে লেখার খুব ইচ্ছে ছিল, লিখেছিও কিন্তু_কেন যে লেখাগুলো প্রথম পাতার আলোর মুখ দেখছে না, তা আমি জানি না। তাই মনটা খারাপ করে বসে আছি, আর খানিক পর-পর ঘুরেফিরে দেখছি; লেখাগুলো প্রথম পাতায় প্রকাশ হয়েছে কি না।

১১| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮

বিজন রয় বলেছেন: কপালে বিশ্বাস করি না।

১২| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হে মহামান্য ভিকটিম... শ্রদ্ধা কবুল করবেন!

এসব বিষয়ে আপনার পারফরমেন্স-এর সাথে নিজেরটা গভীরভাবে মূল্যায়ন করলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বীও হতে পারলাম না! আপনি এগিয়ে আছেন...

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১

সুস্মিতা শ্যামা বলেছেন: জিতে খুশি হব কীনা বুঝতে পারছি না। উত্তর দিতে দেরি হল বলে দুঃখিত। ভাল থাকবেন।

১৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: লেখার হিউমারটুকু বেশ ভাল লাগলো। তার চেয়েও বেশী ভাল লাগলো লেখকের দরদী মনের পরিচয় পেয়ে। আসলেই তো, ঐ লিলিপুটটাকে উত্তম মধ্যম দিয়ে লাভের লাভ আর কীই বা হতো?

০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৩২

সুস্মিতা শ্যামা বলেছেন: আপনাকে ধন্যবাদ। ব্লগটাতে এত বছর ধরে লগ ইন করি নি। তাই, উত্তর দিতে দেরি হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.