নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

জ্বীনের হাত

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

পাশের ডেস্কের এক দাদা জ্বীনের হাত ধরার গল্প করছে।
এক জ্বীনওয়ালা তাকে অন্ধকার ঘরে নিয়ে জ্বীনের লোমশ হাত ধরার অভিজ্ঞতা দিয়েছে। উনি নাকি জ্বীনকে পাশের একটা আম গাছের ডাল ভেঙ্গে দিতে বলাতে জ্বীন সেই গাছের ডালও ভেঙ্গে দিয়েছে।
- তো আপনার বাড়ির কাজ কেমন চলছে?
প্রসঙ্গ পরিবর্তন করলাম। উনি বাড়ির কাজের কন্ট্রাকটরের সাথে প্রতিদিন চিল্লাচিল্লি করেন, হয় কাম করেনা, নয়তো টাকা বেশী নেয়, ইত্যাদি।
--- আর বইলেন না, যন্ত্রনার একশেষ। টাকাও যায়, কাজও করে না...
এবার আগের প্রসঙ্গে গেলাম।
- তো ঐ জ্বীন আম গাছের কত মোটা ডাল ভেঙ্গেছে? দেখেছেন?
--- হুমম (জোড় দিয়ে), ইয়া মোটা। (মোটামুটি একটা গাছের গুড়ির সাইজ দেখালো)
- ঐ জ্বীন যদি এতো মোটা গাছের ডাল মুহুর্তের মধ্যে ভেঙ্গে দিতে পারে, তাহলেতো ভারী জিনিস বহনও করতে পারবে, অন্যান্য কাজও করতে পারবে, তাই না?
--- অবশ্যই, অবশ্যই পারবে।
-তাহলে প্রতিদিন কনট্রাক্টরের সাথে এতো গালাগালি চিল্লাচিল্লি না করে ঐ জ্বীনকেই কাজটা দিয়ে দেন না কেনো? পারলে মজুরী নিয়ে দরদাম করে দেখেন-খরচ কিছু কমানো যায় কি-না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬

নতুন বলেছেন: =p~

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জ্বীনের কিছু গল্প আমারও জানা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.