নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

পুকুরেতে পানি নাই, পানি নাই পাতা কেন ভাসে?

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

বাংলার নারীরা - হাতের কাজে সবার সেরা
আমার ছেলেবেলায় গ্রামে খুব একটা যাওয়া হত না।শীত বা গ্রীষ্মের ছুটি, কিংবা কোন বিয়ে বা মেজবানের দাও্য়াত পেলে তখন আমরা গ্রামের বাড়ী ঘুরতে যেতাম। আমি মোটামুটি শান্ত ও লেখাপড়ায় ভাল ছিলাম বলে চাচা-চাচী মামা-মামী আর খালা-খালুজানদের খুব আদুরে ছিলাম। তখনকার দিনে আজকালকার মত নবাবী ষ্টাইলে ড্রয়িং রুম সাজিয়ে রাখার কোন রেওয়াজ ছিলনা।
তবে বসার ঘরের দেয়ালে শোভা পেতো মেয়েদের হাতে করা নানা পদের সেলাই করা ডিজাইন। গাছ-ফুল-পাতার নকসা দিয়ে এক খন্ড সাদা কাপড়ের উপর বিভিন্ন বাক্য লিখে কাঠের ফ্রেমে গেথে দেয়ালে টানিয়ে রাখা হত। ঐসব আয়না বাধানো ফ্রেমে লেখা বেশ কিছু বাক্য আজ আপনাদের সাথে শেয়ার করবো। আবার ওনেক সময় মেয়েরা রুমালে নিজেদের স্বামী বা প্রিয় জনের নাম রংগীন সুতা দিয়ে লিখে দিতেন।
১। পুকুরেতে পানি নাই, পাতা কেন ভাসে?
যার সাথে দেখা নাই, সে কেন হাসে?
২। শিশিরে কি ভিজে বন বিনা বরিষণে?
চিঠিতে কি জুড়ায় মন বিনা দরশনে।
৩। বাপের ঘরে বড় হয়ে পরের ঘরে যেতে হয়,
নারীর বড় শক্ত কাজ, পরকে আপন করতে হয়।
৪। ভাই বড় ধন রক্তের বাধনে,
যদিও পৃথক হয় নারীর কারণে
৫। প্রথম যখন তুমি এসেছিলে ভবে
তুমি মাত্র কেদেছিলে হেসেছিল সবে
এমন জীবন হবে করিতে গঠন,
মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন।
৬।ভুলো না আমায়
সংসার সুখের হয় রমণীর গুণে,
৮। দেখিলে মায়ের মুখ দুরে যায় সব দুখ
৯। রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায়
গিন্নীর দোষে ঘর নষ্ট শান্তি চলে যায়।
১০। ব্যবহারে বংশের পরিচয়।
১১। গোলাপ শুকিয়ে যায় রেখে প্রীতি,
মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি।
১২। যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে!
১৩। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

মনিরা সুলতানা বলেছেন: যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে!

আমি আর একটা যোগ করলাম :)

আশা করছি ভালো আছেন !

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩

এস এম ইসমাঈল বলেছেন: আপু আসলেই এসব কাজ মেয়েদেরই মানায়, আপনাকে ধন্যবাদ, মনে করিয়ে দেয়ার জন্য, এখুনি ঠিক করে দিচ্ছি।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

এস এম ইসমাঈল বলেছেন: যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে!
আপু এখন দেখেনতো ঠিক মত হয়েছে কি না?

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

পবন সরকার বলেছেন: পুরানো স্মৃতি মনে করে দিলেন।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

এস এম ইসমাঈল বলেছেন: গোলাপ শুকিয়ে যায় রেখে প্রীতি,
মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: বেশ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২২

এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ, জনাব রাজীব নুর। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.