নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ বাক্য

০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৫

নিষিদ্ধ কোরানের আয়াত
=========

কোরান শরীফের যে আয়াতটি সৌদি আরবে তেলাওয়াত এবং তাফসির করা সম্পূর্ণ নিষেধ
তা হল সূরা নমল ,আয়াত ৩৪ ।

এবার দেখুন ঐ আয়াতে কি লেখা আছে ,

"রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে ,তখন তাকে (জনপদকে) বিপর্যস্ত
করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্ত করে" ।

কোরানের এই আয়াত শত শত বছর আগে নাযিল হলেও এই আয়াতের সত্যতা প্রতি সেকেন্ডে সেকেন্ড প্রমানিত হয় সৌদি আরবে !
মুসলিম প্রধান দেশ হলেও কোরানের এই আয়াত যেন সৌদিদের গলার কাটাস্বরূপ !!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৮:১৫

নেওয়াজ আলি বলেছেন: আর কিছু নাই লিখার :D

২| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৮:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রেফারেন্স ছাড়া লেখা ঠিক নয় ,
আপনি কি তথ্য প্রমান সহ বলতে পারবেন ???

৩| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: পবিত্র কোরআনে দুনিয়ার মহা সত্য কথা গুলোই লেখা আছে।

৪| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: মিথ্যাচার বাদ দিলে খুবই ভালো হয়। সৌদীআরবে এমন কোন আইন নাই। এবং এমন কথা আগে কেউ কখনও শুনেও নাই।

কাবার ইমাম সুদাইস এর তিলওয়াত করা রেকর্ডিং এর লিংক দিচ্ছি। শুনে দেখতে পারেন।
https://youtu.be/XgsuWkPMi6o?t=354

নিজের মিথ্যাচারের জন্য নিজের উপর বিপদ আসবার আগেই তওবা করুন। ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে।

৫| ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৯:৩১

মানবিক_মানব বলেছেন: ঘুরে আসুন আমার ব্লগে। আমার দ্বিতীয় পোস্ট :-
হাদিসের আলোকে ইসলামি চিকিৎসা পদ্ধতি [বুখারী শরীফ এর চিকিৎসা অধ্যায়-তাওহীদ পাবলিকেশন]

মোট বাছাইকৃত হাদিস সংখ্যা ২১ টি।
সহায়ক গ্রন্থ : বুখারী শরীফ (তাওহীদ পাবলিকেশন)
অধ্যায়:৭৬ চিকিৎসা। হাদিস নং: ৫৬৭৮-৫৭৮২
®] আমাদের বোধোদয় হওক![®

https://www.somewhereinblog.net/blog/Samyabadi/30292001

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.