নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

নতুন সূর্য তুমি

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১১



আমি শুনেছি সেদিন

গগন বিদারী চিৎকারে,

কি এক মধুর আবেগে

তুমি আসছ খোকা জগত আলো করে



শুনেছি তোমার আগমনী গান।

পৃথিবী জয়ের উল্লাসে

মাতৃগর্ভ হতে বীর যোদ্ধার বেশে

কম্পমান পৃথিবী তোমার পদাঘাতে।



তুমি এসেছ ঝঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে

প্রদীপ্ত এক সুন্দরের প্রতিচ্ছবি হয়ে।

তুমিই পারবে। জরা, ক্লান্তি সব দুর হবে

তোমার স্পর্শে পৃথিবী নির্মল হবে।



তুমি এসেছ নতুনের বার্তা নিয়ে

গাইবে জীবনের জয়গান।

আগামী দিনের নতুন সূর্য তুমি

আমি গাইব বেলা শেষের গান।



তাইতো তোমাকে স্বাগত

এ পাষান নগরে

মায়ের কোল আলো করে

তুমি এসেছ এ জগত সংসারে।



আহমাদ ইউসুফ

ঢাকা, ২৩৫০ঘঃ ২৯ আগষ্ট ২০১৩ ইং।



* আমার এক ফেবু ফ্রেন্ড তার ছেলেকে নিয়ে একটা ছড়া লিখতে বললেন। কিন্তু ছড়া আর লিখতে পারলাম কৈ? যাই হোক কিছু একটা লিখতে পেরেছি এই সান্তনা। কেমন হয়েছে মন্তব্য করলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

আহেমদ ইউসুফ বলেছেন: আমার এক ফেবু ফ্রেন্ড তার ছেলেকে নিয়ে একটা ছড়া লিখতে বললেন। কিন্তু ছড়া আর লিখতে পারলাম কৈ? যাই হোক কিছু একটা লিখতে পেরেছি এই সান্তনা। কেমন হয়েছে মন্তব্য করলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে।

চারনকবির কবিতার জগতে আপনাকে স্বাগতম।
https://www.facebook.com/Charonkobi007

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.