নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

"ভুলের রাজ্যে হাটছে সবাই"

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩



ভুলের উপর দাড়িয়ে তুমি-আমি, আমরা সবাই।

প্রতিনিয়ত খেসারত দেই

পৃথিবী চলছে ভুলের রাজ্যে, ভুলেভরা পথে

তুমি আমি গিনিপিগ, চড়ছি ভুলের রথে।



আজও চলছে ছেলে ভুলানো গল্পের চল

দেশে ও বিদেশে সেই একই ভুলের ঢল

মিথ্যা অজুহাত, ভুলেভরা তথ্য সন্ত্রাসে

বাড়ি গাড়ি পুড়ছে, প্রলয় ঘটছে নিমিষে।



একবিংশ শতাব্দীর দ্বারে, বিজ্ঞানের সীমাহীন গৌরবে,

রুপ আর জৌলুসে।পৃথিবী যখন চির যৌবনা

তখনো সেকেলে আমরা পৃথিবীর মানুষ

ভুলের রাজ্যে উড়াই ফানুস।



গায়ে হাওয়া লাগাতে ব্যস্ত এ যুগের তরুন

মুক্তমনা লেবাসটা গায়ে দিতে চাই।

প্রগতিশীল প্রমানে মত্ত সবাই

সেকুল্যার হলে তো কথাই নাই।



সস্তা জনপ্রিয়তার খোজে, কারো বা মনোরঞ্জনে

ধর্মের আর্গল ছিন্ন করে,

ভুলের রাজ্যে হাটছে সবাই।

এ যুগের কবি আর লেখকরা করছে সদাই।



এসবই বোকা বাক্স আর নির্বোধ কাগজের দায়

যার ভাবার অবকাশ নাই ন্যায় কিংবা অন্যায়।

তবু চলছে পৃথিবী আর মানুষের ক্রমধারা

ভুলের রাজ্যে দিব্যি চলছি বংশ পরাম্পরা।



আহমাদ ইউসুফ

ঢাকা, ২২১৭ ঘঃ ১৮ সেপ্টেম্বর ২০১৩ ইং।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

আহেমদ ইউসুফ বলেছেন: "ভুলের রাজ্যে হাটছে সবাই" কবিতাটি কবির ব্যক্তিগত চিন্তা ও মননের বহিঃপ্রকাশ। বর্তমান আধুনিক সভ্যতায় যেন প্রতিনিয়ত ভুলের ছড়াছড়ি। ভুলচিন্তা, ভুল কর্ম, ভুল বোঝাপড়া ও ভুল জীবন দর্শন আমাদের স্বাভাবিক জীবনকে বিষমিয় করে তুলছে। গ্লোবালাইজেশন ও যেন আর এক ভুলপথের নির্দেশক। এর ফলে আমরা যতটা না মানবিক ও কল্যাণকামী হচ্ছি তারচেয়ে অমানবিকতা ও পাশবিকতার মাত্রা অনেক বেশি। সুতরাং আধুনিক পৃথিবী যে ভুল পথে হাটছে সেটা সন্দেহাতীতভাবে অনুমেয়। যদিও কবি নিজে এক তরুন সমাজের প্রতিনিধিত্ব করেন তবু ঠুনকো আধুনিকতা ও মেকি প্রগতিশীলতার বিরুদ্ধে তার চরম অবস্থান। ধন্যবাদ সবাইকে।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর কবিতা ++++++

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ভুলের রাজ্যে হাটছে সবাই"সহমত।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ সবাইকে যারা আমার কবিতা পড়েছেন।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা সবাই ভুলের রাজ্যে হাঁটছি - কথাটা একদম ঠিক।

একটা কথা বলি, আশা করি পজিটিভলি নেবেন- ব্লগে কবিতা লিখে কমেন্টের ঘরে কবিতার সারমর্ম লিখবার দরকার নেই। ওটা পাঠকের উপরই ছেড়ে দিন।

শুভ কামনা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

আহেমদ ইউসুফ বলেছেন: সুপরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোন পরামর্শ ও সাজেশন সাদরে গ্রহনীয়। ধন্যবাদ আবারো। আপনার জন্য শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.