নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

"চারন কবি"

২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৫০

শুভ জম্নদিন !!! আমার গল্পকবিতার পেজ "চারন কবি" এর জম্নদিন আজ। আত্ম অন্বেষনে সদা ব্যাপৃত থেকে ও নিজেকে ক্রমশ ছাড়িয়ে যাওয়ার এক দুরন্ত প্রত্যয় নিয়ে গত ২৮ মে ২০১৩ ইং তারিখে ফেসবুকে "চারন কবি" নামক পেজটা খুলি। বন্ধু ও শুভানুধ্যায়ীদের ক্রমাগত উৎসাহ ও সহযোগীতা আমাকে ক্রমাগত সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। এজন্য বন্ধু ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক অভিবাদন। সকলের অবগতির জন্য আবারও বলছি চারন কবি পেজ এর একমাত্র এডমিন আমি নিজেই এবং এই পেজের যাবতীয় লেখা আমার (আহমাদ ইউসুফ) নিজস্ব মৌলিক রচনা। লেখা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টস করুন। ভালো না্ লাগলে এড়িয়ে যান। অনুগ্রহপূর্বক কোন বাজে কমেন্টস করবেন না। লেখালেখি আমার পেশা নয় বরং নেশা। পেজ এর ব্যাপারে অনেকেই বিভিন্ন সাজেশান দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আমি চেষ্টা করেছি তাদের সাজেশান মাথায় রাখতে। কেউ কেউ বিরক্ত হয়েছেন আবার কেউ সাধুবাদ জানিয়েছেন। অনেকেই আমাকে নিরুৎসাহিত করেছেন এই বলে যে, এখন আর কবিতার যুগ নেই। তাই পেজ এর লাইকের সংখ্যা এত কম (১ বছরে মাত্র ৩৩১)। আমি তাদের কথায় কান দেই না। লাইক সংখ্যা দিয়ে কবিতার উপযোগ হিসাব করা উচিত নয় বলে মনে করি। কারো কোন স্ট্যাটাস কিংবা আপলোড ফটোতে লাইক দেয়া আর পেজ এ লাইক দেয়া এক জিনিস নয় এটা বুঝতে হবে। তাও আবার গল্পকবিতার পেজ! সাহিত্যের প্রতি যাদের একেবারেই অনাগ্রহ তাদের তো ধরেবেঁধেও একটা গল্প কিংবা উপন্যাস পড়ানো যাবে না। আমার পেজ এ লাইক দেয়া তো দুরের কথা। সুতরাং আমি মোটেও নিরুৎসাহিত নই। যারা সাহিত্য পছন্দ করেন তারাই পড়ুন আমার লেখা। বাকীরা উৎসাহ দিন। আমার পোষ্ট- এ বিরক্ত হলে ইনবক্সে আমাকে জানান। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও লেজুড়বৃত্তি খুবই অপছন্দ আমার। বর্তমানের নোংরা রাজনীতিকে মনে প্রানে ঘৃণা করি। সত্য ও সুন্দরের অভিযাত্রায় আস্থা অবিচল। ধন্যবাদ সবাইকে। পেজ এর লিংকটা শেয়ার করছি।

https://www.facebook.com/Charonkobi007



আহমাদ ইউসুফ

পাবনা সদর, ২৮ মে ২০১৪ ইং।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.