নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

“জাগো”

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৫



-----------আহমাদ ইউসুফ



আর কতকাল সুখ নিদ্রা

শোন হে মুসলমানে?

তোমার ভাই মরছে এখন

দেশ থেকে দেশান্তরে।



কোথাও তোমার ভাই বেরাদার

পুত্র শোকে মরে।

তুমি আমি গাঁ বাঁচিয়ে

ভাবছি, গেলাম বুঝি সেরে!



এ বাঁচা তো নয় কো বাঁচা

গোলাম বনে যাওয়া।

নিজের স্বরুপ ভুলে গিয়ে

ভেড়ার পালে ঢোকা।



তোমার হাতে খেলছ হোলি

তোমার ভাইয়ের খুনে।

স্বার্থ জেরে মারছ তুমি

আরেক মুসলমানে।



মুসলমানের বন্ধু এখন

ভাবছ সে কি দুরে?

ভাইয়ের সাথে ঝগড়া ঝাটি

বন্ধু পাশের ঘরে।



মুসলমান আজ মরছে দেশে

মরছে ফিলিস্তিনে।

তুমি আমি করছি বিবাদ

ঠুনকো অজুহাতে।



কার ভুলেতে কে শুধরাবে

এটাই যখন জিজ্ঞাসা

শিয়া-সুন্নী, আহলে হাদিস

চার মাজহাবে জিঘাংসা।



মুসলমান আজ শিা ভুলে

ধরছে রীতি বেদ্বীনে

তাইতো এখন খেলার পুতুল

খেলোয়াড় সব কাফেরে।



আর কতকাল রইবে ঘুমে

শোন হে মুসলমানে।

’জাগো’ দ্বীনের ঝান্ডা নিয়ে

বিশ্ব মজলুমের কল্যানে।





আহমাদ ইউসুফ, পাবনা সদর, ১৩ জুলাই ২০১৪ ইং।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

আহেমদ ইউসুফ বলেছেন: ফিলিস্তিনের চলমান ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে 'জাগো' কবিতাটি উ্তসর্গিত। মুসলমানদের আত্মবিস্তৃতি ও আত্নঃকলহই বর্তমান বিশ্বব্যাপী মুসলমানদের দুরাবস্থার জন্য দায়ী। এ অবস্থার উত্তরন জরুরী। তাই জেগে উঠুন আপন শক্তিতে ইসলামের সুমহান আদর্শে।

২| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধ হোক ।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৭

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ। সবার আগে প্রয়োজন মুসলমানদের ঐক্য।

৩| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১১

এক মুসাফির বলেছেন: আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথাসে মুসলমান?????????

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪

আহেমদ ইউসুফ বলেছেন: আমাদের আসলে ঈমানেই ঘাটতি। নইলে মুসলমানদের এত অধঃপতন কি করে হল?

৪| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৩

সুমন কর বলেছেন: বেরাদার জায়গায় বোন দিলে কেমন হয় ??

সুন্দর !!

১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৮

আহেমদ ইউসুফ বলেছেন: খুব একটা খারাপ হয় না জনাব। তবে ছন্দের খাতিরে বেরাদার শব্দটা ব্যবহার করা আরকি!! ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.