নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

" সবই চলে যাচ্ছে আজ মিথ্যার আশ্রয়ে আর নষ্টদের দখলে"

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩৮

★★★ মায়ের কোল হল সন্তানের জন্য সব চেয়ে নিরাপদ আশ্রয়। এ এক ঐতিহাসিক সত্য। কিন্তু বাস্তবতা এতটাই পাল্টেছে যে, কোন সত্যই আর সত্য থাকছে না, পৃথিবীর সবই চলে যাচ্ছে আজ মিথ্যার আশ্রয়ে আর নষ্টদের দখলে। মানুষ হিসাবে স্বাভাবিক চিন্তাধারা ও নীতি-নৈতিকতার বালাই নেই আজ। ভদ্রতার মুখোশ পড়ে আমরা হয়ে উঠছি এক একজন মুখোশধারী মানুষরূপী শয়তান। সামাজিকতার খাতিরে আমরা ভাল মানুষী দেখালেও আসলে ভিতরে ভিতরে নষ্ট হয়ে গেছে আমাদের মানবিক ও ধর্মীয় মূল্যবোধ।

★★★ শিশু অরনী ও আলভীর হত্যাকারী মা জেসমিনের খোড়া যুক্তি, বাচ্চারা জীবনের ভালো কিছু করতে পারবে না বলে হতাশার এক পর্যায়ে খুন করে ফেললেন দুই সন্তানকে। ছিঃ ছিঃ ধিক্কার জানাই এমন মাকে। মা নামের কলঙ্ক তিনি।

★★★ মূলত প্রত্যাশার চাপ আমাদের সন্তানদের ও গার্জিয়ানদের উভয়েরই মানসিক বিকার তৈরি করতে পারে। আমাদের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানানো পর্যন্ত আমরা সন্তুষ্ট হতে পারি না। আমি মনে করি এটা এক ধরনের মানসিক বিকার ছাড়া আর কিছুই নয়। আমাদের উচিত সন্তানদের ভালো প্রফেশন গড়ার আগে ভাল মানসিকতা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে সাহায্য করা।
০৪ মার্চ ২০১৬।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আজকের সমাজ কোন দিকে যাচ্ছে।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৮

আহেমদ ইউসুফ বলেছেন: হুম। স্পষ্টতঃই গোল্লায় যাচ্ছে।

২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০২

আমিই মিসির আলী বলেছেন: সমাজটা পুরাই বসবাসের অযোগ্য হয়ে গেছে।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৯

আহেমদ ইউসুফ বলেছেন: সমাজ থেকে পালানোর পথ তো নাই। সুতরাং হাত গুটিয়ে বসে থাকলে চলবে না।

৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৩

মারুফ তারেক বলেছেন: মানুষেরা মানুষিকতা, মূল্যবোধ
কোন দিকে যাচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না।
এমন কেন?
মা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.