নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sobujpd

আনিকেত সবুজ

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

আনিকেত সবুজ › বিস্তারিত পোস্টঃ

আজ একটা জিনিষ আবিষ্কার করলাম

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৩

আজ একটা জিনিষ আবিষ্কার করলাম,
মেয়েদের যতই বলি পর্দা করো ওরা করবে না
যতই বলি চুল, বুক ওড়না দিয়ে ঢেকে রাখো ওরা রাখবে না, ওল্টা জবাব ছুড়ে দিবে তোমার দৃষ্টি সংযত রাখো,,,,,,,,,
তাই ভাবলাম, আমরা যদি মেয়েদের দিকে না তাকাই তাহলে ওরা সাজে কাকে দেখানোর জন্য, আমি লক্ষ্য করেছি যে ছেলেরা স্টাইল দেয় মেয়েরা দেখে ইম্প্রেস হবে বলে, পাট লই যাতে করে মেয়েরা একটু পটে কিনা, যা খুব কাজে দেয়।
তো এই ধারণা পেলাম নিশ্চয় মেয়েরা সাঝে আমাদের দেখানোর জন্য, ইম্প্রেস করার জন্য, ওদের পিছু যাতে করে ছুটে বেড়াই এইজন্যই সাঝে,,,, এত সাঝু গুজুর উদ্দেশ্য এটাই।
তো আবিষ্কৃত বিষটা হল, জানি ভিত্তি হীন তবুও বলি আমাদের দৃষ্টি সংযত করা, আমরা যদি ওদের দিকে না তাকাই ওদের দেখে ঘেঊ ঘেঊ না করি তাহলে একটা সময় ওরা বাধ্য হবে নিজেদের পরিবর্তন হতে,,,,,,
কিন্তু এটা কি সম্ভাব? হয়ত না, কারণ আমাদের মানসিকতা এতটা নিম্নে যা কল্পনা করলে মনে হয়,,,,,, যা বলতেও পারছি না। আমরা ছেলেরা মেয়েদের সাথে তাল মিলিয়ে আমরাও নিচে নামতে নামতে নর্দমার ভিতরে আছি কিন্তু একটুও ভেবে দেখছি না, ভেবে দেখছি না যে আমরা কত নিকৃষ্ট হয়ে যাচ্ছি।
আমাদের ভাবনা জগৎ জুড়ে মেয়ে নিয়ে বেহায়াপনা ছাড়া আর কিচ্ছুই নাই। আমরা দেশের, দশের, এমনি কি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবি না, এটা কিন্তু ভাবি না আজ আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম খারাপের পথে নষ্টের পথে অথচ একটা সময় যখন বৃদ্ধা হব তখন এই পরিস্থিতি উপলব্ধি করতে পারব আর তখন নিজেকা গালি না দিয়ে ওই সময়ের যুব সমাজকে গালি দিব,,,,
কিন্তু সেই পরিস্থিতি কে মোকাবেলা করার জন্য ক
এখনই আমাদের প্রস্তুত হওয়া উচিত কি না?
কিন্তু হচ্ছি না।
এখন প্রয়োজন অন্যকে না শুধরে নিজে শুধরানো। আর সে জন্য আমাদের মানসিকতা পরিবর্তন করা খুবই জরুরী।
বিঃ দ্রঃ আমি মূর্খ এজন্য ভুল হতেই পারে দয়া করে ভুল নিয়ে সমালোচনা না করে ভদ্র করে বুঝিয়ে বলবেন এবং ভুল ধরিয়ে দিবেন। আর হ্যা আমি আমার মানসিকতা পরিবর্তন করেছি এবং করছি, আপনিও করেন। ধন্যবাদ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:




আপনি যা জানেন, বুঝেন তা লিখেছেন, ভালো; সবাই আপনাকে বুঝুক।

২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১২

আনিকেত সবুজ বলেছেন: কিছু ভুল বললাম ভাইয়া?

৩| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৯

মাইনাস007 বলেছেন: ৯৯.৯৯% প্রব্লেম মানসিকতা আর পচে যাওয়া বিবেক থেকে সংগঠিত। যেমন জঙ্গী, দূর্নীতি। .০০১% প্রকৃতি সংগঠিত। আর কোন দিনই আলাদিনের জাদুর চেরাগ ছিল না। সেইটা ধর্মেও না রাষ্ট্র পরিচালকদের কাছেও না। পশ্চিমাদের মানসিকতাই আজ তাদের এই উন্নতির কারণ তা দূর অতীতের মক্কা বলেন আর বর্তমান ইউরোপ বলেন একই কথা প্রযোজ্য হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.