নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sobujpd

আনিকেত সবুজ

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

আনিকেত সবুজ › বিস্তারিত পোস্টঃ

শোকে পাথর হতে দেখেছি অনেককেই। কিন্তু শোককে শক্তিতে রূপান্তর করতে দেখেছি একজনকেই। তিনি এদেশেরই অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের একজন কন্যা, একজন জননী – শেখ হাসিনা।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

শোকে পাথর হতে দেখেছি অনেককেই। কিন্তু শোককে শক্তিতে রূপান্তর করতে দেখেছি একজনকেই। তিনি এদেশেরই অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের একজন কন্যা, একজন জননী – শেখ হাসিনা।
একটি মানুষ একই দিনে এক মুহুর্তে একমাত্র বোন ছাড়া পরিবারের সকলকে হারালো ঘাতকের বুলেটে। দু বোন সে বুলেট থেকে বেঁচে রইলো অসম্ভব এক ভাগ্য লিখনে। কিন্তু ঘাতকেরা থেমে রইলো না।
★১৯৮৭ সালের ১০ নভেম্বর: স্বৈরাচারবিরোধীঅবরোধকালে সচিবালয়ের সামনে তার গাড়ি লক্ষ্য করে গুলি করা হল;
★১৯৮৮ সালের ২৪ জানুয়ারী: লালদীঘি ময়দানে জনসভায় যাওয়ার পথে গাড়িবহরে পুলিশ গুলি চালালো বেঁচে গেল সে কিন্তু গুলিতে মারা গেল ২৪ জন;
★১৯৮৯ সাল: ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি লক্ষ্য করে ফ্রিডম পার্টির অস্ত্রধারীরা গুলি চালালো এবং গ্রেনেড নিক্ষেপ করলো;
★১৯৯১ সালের সেপ্টেম্বর: সংসদ উপনির্বাচনে গ্রীনরোডে ভোটকেন্দ্র পরিদর্শনে তাকে লক্ষ্য করে ছোড়া হলো গুলি;
★১৯৯৪ সাল: তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ট্রেনমার্চে ঈশ্বরদী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের বগি লক্ষ করে বৃষ্টির মত গুলি চালানো হলো;
★১৯৯৫ সাল: পান্থপথের এক জনসভায় তাকে লক্ষ্য করে হলো বোমা হামলা;
★১৯৯৬ সালের মার্চ: এক অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় কার্জন হল থেকে গুলি করা হলো তাকে লক্ষ্য করে;
★২০০০ সালের ২০ জুলাই: কোটালিপাড়ায় জনসভার মাঠে ৭৬ কেজি বোমা পুঁতে রাখা হলো;
★২০০১ সালের মে: খুলনায় রূপসা সেতুর কাজ উদ্বোধনস্থলে পুঁতে রাখা হয়েছিল একটি শক্তিশালী বোমা;
★২০০৩ সালের ৩০ আগষ্ট: সাতক্ষীরার কলারোয়ায় তার গাড়িবহরটি পৌঁছোবার মুহুর্তে গাড়িবহর লক্ষ করে গুলিবর্ষণ করা হল;
★২০০৪ সালের ২ এপ্রিল: বরিশালের গৌরনদীতে তার গাড়ী বহরে গুলিবর্ষণ হলো;
★২০০৪ সালের ২১ আগষ্ট: বঙ্গবন্ধু এভিনিউ এ সন্ত্রাসবিরোধী সমাবেশে উপর্যুপরি গ্রেনেড হামলা চালানো হল। মারা গেল আইভি রহমানসহ দলের ২৪ জন নেতাকর্মী। আহত হলো প্রায় ৫'শ নেতাকর্মী;
একের পর এক হত্যা প্রচেষ্টাকে ব্যর্থ করে উনি এগিয়ে গেলেন সামনে। স্বপ্ন দেখলেন পিতার রেখে যাওয়া স্বজন – এদেশের মানুষের ভাগ্যোন্নয়নের।
শোকে পাথর হতে দেখেছি অনেককেই। কিন্তু শোককে শক্তিতে রূপান্তর করতে দেখেছি একজনকেই। তিনি এদেশেরই অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের একজন কন্যা, একজন জননী – শেখ হাসিনা।
কপি: সাগর লোহানী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: অবাক হলাম অনেক কিছুর ভিরে কেমন করে গড়লেন এ দারুন রচনা ।

২| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:




উনি "শোককে সুযোগে পরিণত" করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.