নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আমার ক্ষুদ্রবুদ্ধির একটু দুঃশ্চিন্তা আর কিছু মনের কথা।।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৩

প্রতিটি দিনক্ষন মিলে আবার ফিরে এলো ২১শে ফেব্রুয়ারি।। মাতৃভাষা তথা তার শ্রেষ্ঠ সন্তানদের সন্মান ও শ্রদ্ধা জানানোর দিনটি।।আশা করবো নির্বিশেষে সবাই যেন এইক্ষনটিতে তাদের শ্রদ্ধার্ঘ অর্পন করতে পারেন।।সুদুর থেকে রইলো আমারও শ্রদ্ধার্ঘ,যাদের জন্য আজ ‘মা’ডাকতে পারি।। মনের ভাব প্রকাশ করতে পারি নিজেরই ভাষায়।।
আজ বুকে জ্বালা ধরে যখনই দেশের খবর জানতে খবর বা টিভির স্বরনাপর্ন হই।।সবাই শান্তির,গনতন্ত্র আর সমাজবদলের কথা বলছে।। যেন ছেলের হাতের মোয়া চাইলেই,বা দু’চারটা ‘টকশো’বা জ্বালাময়ী বক্তব্যেই পাওয়া যাবে।।ইতিহাস বলে ভিন্ন কথা।।
হাজার হাজার তরুন-যুবা, এমনকি বয়ষ্করাও বুকের রক্তে আল্পনা একেঁও যা আজ পর্যন্ত আনতে পারে নি,তা এমনিতেই হয়ে যাবে!!ছোটবেলায় পড়েছিলাম “অসীর চেয়ে মসী”বড়।। কিন্তু আজো দেখতে হচ্ছে ঠিক তার উল্টোটি মানে মসীর চেয়ে অসীই বড়।। যার প্রমান প্রতিদিনের বাংলাদেশ।।আজ আবাল-বৃদ্ধ-জনতা সবাই(আমি নিজেও বাদ নই)উটপাখির মত ঝড় দেখে মাথা লুকিয়ে বসে আছি আসন্ন মোকাবেলায়!!যাও হাতেগোনা কিছু আছে,সমাজে তাদের মূল্যই নেই।।আছে শুধু বিভিন্ন ধরনের ট্যাগ।।কিন্তু সবাই যে অন্ধ তাও নয়।।বিভিন্ন দৃষ্টিকোন থেকে সবাই সঠিক।।বিশেষ করে করে তরুন-যুবাদের।।তাদের দেশপ্রেমে নেই ঘাটতি,প্রানও হাতে নিয়ে বসে আছে তারা এজন্য।।তবে পার্থক্য হলো পথ ও মতের।। যদি তাদের বিপথে চালনা না করা হয়।।
ভাবছি সকাল হলেই সন্তানদের যেতে হবে স্কুল,কলেজ আর ভার্সিতে।।মেয়েটার এই সেমিষ্টারের অর্ধেক চলে গেল হরতালের অতলে।। বাকিটারও ভবিষ্যত দেখছি না।।শুনলাম ভার্সিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে সপ্তাহের প্রতিদিনই খোলা রাখার।। সেমিষ্টার নিয়ম অনুযায়ী প্রতিটিতে ৬টির বেশী ক্লাস মিস দিলে অবধারিত ফেল।।মানে আবার ৪মাস পিছনে পড়ে যাওয়া।।এখন আমার প্রশ্ন টাকা নয় এবং পিছনে পড়াও নয়, জীবন।। যেটা আমার সন্তানের।।তাকে তো ক্লাসে যেতেই যদি হয় সে না ফেরা পর্যন্ত প্রতিটি পিতা-মাতাকে থাকতে হবে দুঃশ্চিন্তায় অর্ধমৃত।।আল্লাহর রহমতে সুস্থ ফিরলে হাসি আবার পরদিনও একই পরিনতি।।আমরা কি এমনি করেই প্রতিদিন বাচঁবো আর মরবো??
শুধু সন্তান কেন, ৬০জনের পরিবরের এক তৃতীয়াংশকে প্রতিদিন করতে হচ্ছে স্কুল,কলেজ,ভার্সিটি আর অফিস-আদালত।।তাদের ব্যাপারেও তো একই অবস্থা।।গতবছর এমনই এক দূর্ঘটনার কথা লিখেছিলাম।।খোদা না করুন আবারও যদি তার পূনরাবৃত্তি ঘটে তবে কা কে দায়ী করবো??সরকার,বিরোধীদল না স্কুল-কলেজ-ভার্সিটি কর্তৃপক্ষকে?? সরকার বলবে সন্ত্রাসী কর্মকান্ডের শিকার আর বিরোধীদল বলবে গনতন্ত্র আদায়ের অর্ঘ!!বাকীরা বলবে আমরা শুধু সরকারী হুকুম মান্য করতে বাধ্য হয়েছি।। আমি জানি এটা।। কথা হলো এতকিছুর পরও যদি সত্যিকারের গনতন্ত্র আসতো,তাহলে আমি নিেই সবার আগে এগিয়ে যেতাম।।কিন্তু এই খেলাতো দেখে আসছি ’৭৩ থেকেই।।আজ ২০১৫ পর্যন্ত অনেক সরকারইতো এলো-গেলো।। কিন্তু আম-জনতার পরিবর্তন কই??আমরা আছি একই স্থানে জিম্মি আর শুধু ক্ষেত্রবশেষে ৫বছর পর একটি ভোট দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে!!এগোতে পারি নি (রাজনৈতিক দিক দিয়ে)এক’পাও।।পারবোও না বলে প্রতিভাত হচ্ছে।। তাহলে সারাটা পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে,সেখানে সার্টের বুতাম পিঠের দিকে এটেঁ আমরা পিছনেই হেটে চলবো??!!
কিন্তু পিছে হঠারও তো একটা শেষ আছে,তাই না??সবশেষে বঙ্গোপসাগর।। আমার মনে হচ্ছে শুধু সরকার এবং বিরোধীদলকে রেখে নিরপেক্ষ আম-জনতাকে ধরে-বেঁধে বঙ্গোপসাগরে একসাথে ডুবিয়ে দিয়ে চলুক “গনতন্ত্রের”খেলা।।
ভাবছি দেশ তথা মানুষের জন্য গনতন্ত্র না গনতন্ত্রের জন্য দেশ ও মানুষ??বর্তমান পৃথিবীর দিকে তাকালে দেখবো সেসব দেশের রাজনীতিবিদরা যেখানে তাদের পরবর্তি জেনারেশনের নিরাপদ ও শান্তির আবাস নিঃশ্চিত করার চেষ্টায় মগ্ন,সেখানে আমরা কি রেখে যাচ্ছি আমাদের পরবর্তিদের জন্য??

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভয়, সন্ত্রাস, আতঙ্ক।

এইই রেখে যাচ্ছি আরকি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: প্রকারান্তরে সবইতো বলে দিলেন।। আমার জন্য অপেক্ষাও করলেন না।। ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য।।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০০

সুজন চন্দ্র পাল বলেছেন: আমি যতটুকু পেয়েছি তাতে আমার পরবর্তী প্রজন্মের সাথে গল্প করতে পারবো---

এক দেশে, একটা ছিল ইয়া বড় গণতন্ত্র, তার ছিল ইয়া বড় বড় দুটো চোখ, ইয়া বড় বড় দাত। ঠিক তোর দাদির মতো । কিন্তু কানগুলো ছিলো খুব ছোট ছোট, তাই সে কারো কথা শুনতো না । সে চোখ দুটো বড় বড় করে দিয়ে, সবাইকে দেখতো । আর মনে মনে ভাবতো- "আমি কম শুনি বলে কথা হচ্ছে, তাই না । আমার বড় বড় দাতগুলো দেখেছিস, এক বার চেপে দেবো না, নাড়ি-ভুরি সব বাহির হয়ে যাবে।''
দাদু ভয় করে!
না না দাদু ভাই, সে তো নাড়ি-ভুড়িগুলো মরিচ,পেঁয়াজ আর লবন দিয়ে ভর্তা করে খায় ।
ছি!! দাদু ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১৭

সচেতনহ্যাপী বলেছেন: : নাড়ি-ভুড়িগুলো মরিচ,পেঁয়াজ আর লবন দিয়ে ভর্তা করে খায় । শুধু এটাই নয় রক্তও তার প্রিয় পানীয়ের একটি।। ধন্যবাদ মন্তব্যের জন্য।।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: নির্বাচনী বৈতরণী পার হয়ে ক্ষমতায় যাওয়া, তারপর মসনদ দখল করে রেখে লুটেপুটে খাওয়া, এই যদি হয় রাজনৈতিক উদ্দেশ্য, সেখানে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার চিন্তা করাও নিরাপদ নয়। কথায় আছে না, 'নিজে বাঁচলে বাপের নাম।' যেখানে নিজের বাঁচা মরা নিয়েই আমরা আছি মহা দুশ্চিন্তায়, সেখানে আগামী প্রজন্মের কথা ভাবা আসলেই বাহুল্য মাত্র। তবে হ্যাঁ, যদি রাজনীতিবিদদের মধ্যে সততা জেগে উঠে, তারা যদি মানবিক হতে পারে, তারা যদি ক্ষমতার চাইতে জনগণকে গুরুত্ব দেয় বেশী, তবে দেশে অনেক কিছুই হওয়া সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মও তখন সুন্দর একটা দেশ পাবে, পাশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। আপানার আলোচনা এবং পর্যবেক্ষণ যথার্থ হয়েছে সচেতনহ্যাপী। একুশের শুভেচ্ছা রইলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

সচেতনহ্যাপী বলেছেন: প্রথমেই সহমত দিয়ে শুরু করলাম।। কিন্তু এই অচলাবস্থার কি সমাধান নেই?? সবই সম্ভব শুধু একটু সদিচ্ছা।।
ধন্যবাদ ভাইটি, আমার বাড়িতে নিয়মিত ভ্রমন এবং উৎসাহ দেয়ার জন্য।।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫

আবু শাকিল বলেছেন: চিন্তার এবং ভাবনার বিষয় তুলে ধরেছেন ।

কিবা করার আছে।
আমি জিম্মি আপনার কাছে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই।। আর এটা আপনার মত সচেতনের কাছে অগ্রাহ্য হবার নয়।। ধন্যবাদ।।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬

বেদুইন জাহিদ বলেছেন: আমাদের রাজনীতিবিদদের কাছে আম-জনতার জীবনের কোনো মূল্য নেই। বরং রাজনীতিবিদরা আমাদের মৃত্যু নিয়ে মায়াকান্নার রাজনীতি শুরু করে দেয়।
নিচ থেকে গোড়া কেটে, উপর দিয়ে পানি ঢালে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৪

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতা।। আমাদের রক্তেই যে তাদের ক্ষমতার ভিত্তি!! ধন্যবাদ।।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

অন্ধবিন্দু বলেছেন:
সচেতনহ্যাপী,
আমার অবস্থান থেকে আমি চেষ্টা করছি। কথা কমিয়ে কাজে মনোযোগী হবার চেষ্টা করছি। পথটা বড্ড কঠিন ...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

সচেতনহ্যাপী বলেছেন: আমি অস্বীকার করছি না।। আর আমি যা বলি , আগে নিজে সে চেষ্টা করেই বলি।। ভাল থাকবেন, এই কামনায়।।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯

কলমের কালি শেষ বলেছেন: কঠিন প্রশ্ন জুড়ে দিয়েছেন । সমাধান তো দিনকে দিন সংকীর্ন হয়ে যাচ্ছে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: এখনতো শুধুমাত্র সংকীর্ন,ভবিষ্যতে রুদ্ধ।। ধন্যবাদ।।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:

১৯৭২ সালেই জাতির উন্নয়নের ব্লু-প্রিন্ট্র রচনা করার কথা ছিল; এবং সেটা শেখ সাহেবের উপর অর্পিত হয়েছিল; উনি সেটা না করাতে, সেই ব্লু-প্রিন্ট আর হয়নি; আমরা পথ হারিয়েছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৭

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই।।
আমরা এক বিচিত্র গোলকধাঁধার মাঝে ঘুড়ছি।।
কেমন আছেন, ভাল তো??

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,




নতুন করে সেই পুরোনো কথাই বললেন ।

ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার চিন্তায় বিদ্রোহী বাঙালি র পর্যবেক্ষন - লুটেপুটে খাওয়াই যদি রাজনীতির উদ্দেশ্য হয় ........

বেদুইন জাহিদ বলেছেন - রাজনীতিবিদদের কাছে আম-জনতার জীবনের কোনো মূল্য নেই।

আপনিও খেদোক্তি করেছেন এই বলে - .....শুধু ক্ষেত্রবিশেষে ৫বছর পর একটি ভোট দিয়ে তৃপ্তির ঢেকুর তুলি ।

আপনারা সবাই বাংলাদেশের এই ধ্রুব সত্যটি এতোদিনে বুঝলেন ?
যাক্‌ দেরীকে হলেও বুঝতে পারছেন , সেটুকুই যা আশার ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: না,বুঝেছি আগেই।। শুধু প্রকাশের মাধ্যম ছিল না।।
আর বর্তমানে আমি সেই "ভীত"দের একজন।। যে থাকে তার সংসারের চিন্তায় মগ্ন।।
অন্যায়,তবুও বাধ্য।।কারন পরিবেশ-পরিস্থিতি আর বয়স বলে ভিন্ন কথা।।
আমার লেখা লিংক Click This Link টা পড়লেই বুঝতে পারবেন।।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২০

জাফরুল মবীন বলেছেন: আমরা কি রেখে যাচ্ছি আমাদের পরবর্তিদের জন্য? -যোগ্য নেতৃত্বহীন অনিশ্চিত ভবিষ্যত যা একটি সম্ভাবনাময় জাতির বিকাশে প্রধান অন্তরায়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই।। কিন্তু জবাব নয় চাই সমাধান।। এখনতো আমরা আর শিশুরাষ্ট্র নই।। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.