নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আমার অতীত ও ভাবনা।।

২১ শে মার্চ, ২০১৫ ভোর ৫:১৪

মাঝে মাঝে মনের অব্যক্ত কথাগুলি মনের মঝেই ঝড় তুলে।। মনে পড়ে একসময় শত দুঃখ-শুখে এক ছিলাম সবাই।। মানে সমমনা বন্ধুদের সাথে অন্যমনারাও।। এখানে ছিল না কোন রাজনৈতিক দূষ্টিভঙ্গির পার্থক্য।। ছিল বন্ধুত্বের আবেগ।। আজ সেখানে শত্রুতা।। কেন?? আমরা কি এতই বদলে গেছি?? সেই দিনগুলিতে ছিল না বন্ধুত্বের মাঝে কোন কোন্দল।।ছিল শুধুই বন্ধুতা।। আজ বদলে গেছে সব কিছু।। এখন দলীয় দৃষ্টিভঙ্গিই সব।।
বন্ধুতা মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ।। কিন্তু একেও রাজনীতিকরন করেছি আমরা!!
আজ তাই আজ আমরা পরষ্পরের শত্রু।। একদিন যা ছিলাম একাত্ম।।


রাজনৈতিক পার্থক্য থাকা সত্বেও কিছু বন্ধুকে পেয়েছিলাম অকৃতিম হিসাবে।। পিল্টা,বাবলুসহ অনেক কে।। চান্দীকে আজ স্বপ্নেও দেখেছি।। জীবনের এই শেষপ্রান্তে এসে এদের কথা মনে আসাটা আমার জন্য অনেক।।যারা আমার কথায় প্রানকে নিয়েছিলো হাতের মুঠোয়।।
আজ ভাবছি কোন একদিন ভেবেছিলাম সমাজ বদলের কথা!! আজ দেখছি তা কোনদিনও বদলের নয়।। শুধু শুধুই সেদিন রক্ত দিয়েছি,জেল খেটছি আর হয়েছি দেশান্তরী।।
আসলে মনের অনেক কথাই প্রকাশ করতে পারি না।। কারন আমরা রাজনৈতিক বলী!! লাভবান তারাই যারা আমাদের নেতৃত্বে ছিলো?? আজ তারা ক্ষমতার আসনে বসে ভুলে গেছে অতীত।। যার বলী হাজার হাজার তরূন,যুবা,বৃদ্ধ।।
কি আর বলার আছে।। যেখানে মুখে তালা!!

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ ভোর ৫:১৮

সচেতনহ্যাপী বলেছেন: এবং এই কারনেই আমি পরিবার পরিত্যাক্ত।। এবং পারিবারিক তথা সমাজ পরিত্যাক্ত।।অভিশাপ আমার জীবনে এটাই।।

২| ২১ শে মার্চ, ২০১৫ ভোর ৫:২৩

কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মনের ভাবনাগুলো প্রকাশ করার জন্য ।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: মাঝে মাঝে মনটা বিক্ষিপ্ত হয়ে যায়।। তখন এইসব "ছাইপাশ লিখি"।।ধন্যবাদ প্রশংসার জন্য।।

৩| ২১ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৪২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার জীবনের দীর্ঘশ্বাসটা আমাকেও বিমর্ষ করে দিল। অব্যক্ত অনেক কিছুই হয়তো জানা হল না কিন্তু অভিমান ও কষ্টের আবেশটা পোস্টের এই অল্প কথার ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে যেনো।
নিটোল প্রেমের মতো নিটোল বন্ধুত্বও ইদানীং সহজে খুঁজে পাওয়া যায় না। আপনি ঠিকই বলেছেন, বন্ধুত্বেও রাজনীতির ছাপ পড়েছে, দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে বন্ধুত্ব বিচার করা হচ্ছে। এটা খুব ভাবনার কথা। এভাবে যদি আমাদের সম্পর্কগুলোতে রাজনীতি ঢুকে পড়ে, তবেতো একসময় আমাদের মধ্যে আত্মিক কোন সম্পর্কই থাকবে না।
রাজনীতিতে একদল আছে যারা ব্যবহার করতে জানে, আর অন্যদল শুধু ব্যবহৃত হয়ে আসে। যারা শুধু ব্যবহৃত হয়, তারা অন্যদলের সিঁড়িতে পরিণত হয়, যেই সিঁড়ি বেয়ে অন্যদল তরতর করে উপরে উঠে গিয়ে সিঁড়ির কথা বেমালুম ভুলে যায়। এটাই রাজনীতির খেলা। আফসোস!
দেশান্তরী হয়েও যদি সামান্য শান্তিতে থাকতে পারেন, তাইবা কম কিসের। যেখানেই থাকুন ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনা করছি সচতনহ্যাপী।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩১

সচেতনহ্যাপী বলেছেন: বিদ্রোহী আপনার নিকের আড়ালে এই সমাজের প্রতি একটা বিদ্রোহ বোধহয় আছে।। বাস্তবতাকে মেনে নেওয়ার মাঝেও তা সুষ্পষ্ট।।
আজ যারা ব্যবহৃত হচ্ছে কাল তারাই কিন্তু আবার ব্যবার করছে।।
যদি না এটা সব ছাড়িয়ে এখন পারিবারিক সম্পর্কেও স্থান করে নিচ্ছে ধীরে ধীরে।। ধন্যবাদ

৪| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৪

এম. রহমান বলেছেন: আপনি যদি বড়ভাই হতেন তাহলে আপনার উপলব্ধিও ভিন্নরকম হতো।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই বড়ভাই-ই।। '৭৩ মানে নবমশ্রেনী থেকেই হাতেখড়ি।। সুতরাং কম দেখি নি বলতে পারেন।।

৫| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে বিভাজন আজ তার পাখা মেলছে দ্রুততার সাথে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রতিটি পর্যায়ে ছড়িয়ে পড়েছে এই বিষাক্ত ছোবল, আর তাতে বলি হচ্ছি আমরা সবাই। আপনার কথাগুলো পড়ে খুব মন খারাপ হল। কিন্তু কি বলব, কিছু বলার নাই। নাই কোন সান্ত্বনা দেয়ার ভাষা। শুধু বলি, যেখানে যে অবস্থাতেই থাকেন না কেন, থাকুন মানসিক শান্তিতে, হয়ত নিজের মত করে... তবু ক্ষতি কি? মনে রাখবেন, যারা আপনাকে আপন করে নিতে পারে নাই ব্যর্থতা তাদের, আপনার নয়।

আপনার এবং আপনার মত সকল ভাইবোনদের জন্য রইল একরাশ ভালোবাসা আর শুভকামনা। ভালো থাকুন সবসময়।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪০

সচেতনহ্যাপী বলেছেন: নিজের মত করে... থাকতে পারি নি।। তবে এখন আপনাদের দোয়ায় আছি।। আজ আমার সবকিছু স্ত্রী-সন্তানদের নিয়েই।। একসময় আমার বদলের চিন্তা কিন্তু পরিবার থেকেই শুরু করেছিলাম।। পরে তা বৃহত্বর পর্যায়ে।। সবখানেই ব্যর্থ শুধু নিজেকে নিয়েই সফল।। এজন্য কথাও কম শুনতে হয় না।।
শুভকামনার জন্য ধন্যবাদ রইলো।।

৬| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৯

জেন রসি বলেছেন: হাল ছাড়বেন না.............

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: শুধু ছাড়া নয় ভাই,পালিয়েছি অনেকদুরে।।

৭| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৭

কলমের কালি শেষ বলেছেন: হেরে গেলো অতীত ।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: ঘুড়িয়ে বললে হারিয়েই গেছে।।

৮| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৩

সালমান মাহফুজ বলেছেন: ছিল শুধুই বন্ধুতা।। আজ বদলে গেছে সব কিছু।। এখন দলীয় দৃষ্টিভঙ্গিই সব।।--
দুঃখজনক !

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই বেদনা-দায়ক।।

৯| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩৪

জাফরুল মবীন বলেছেন: এবং এই কারনেই আমি পরিবার পরিত্যাক্ত।। এবং পারিবারিক তথা সমাজ পরিত্যাক্ত।।অভিশাপ আমার জীবনে এটাই।। -কথাগুলো খুব কষ্টের! :(

আর কী লিখব শব্দ হারিয়ে ফেলেছি :(

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫০

সচেতনহ্যাপী বলেছেন: মবীন ভাই,পরিবার এবং সমাজে একসময় পরিচিত ছিলাম "ভিন্নভাবে"।। ছিল না সন্মান,ছিল আলাদা দৃষ্টভঙ্গি।। শুধু এটাকে বদলাতেই আমার লেগেছে ২০টি বছর।। তারপর পরিবারের সদস্যদের মাঝে একটু হলেও এখনো উঁকি দেয়।।

১০| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৪

আবু শাকিল বলেছেন: দুজনার একি ই পথ ।দুই দিকে গেছে বেঁকে =p~ =p~

ভাল থাকবেন ভাইয়া।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: B:-/ !:#P শাকিল ভাইও বুঝি আমারই মত ব্যস্ত।। তাই তো দেখা কম পাচ্ছি।।
ভাল থাকবেন।।

১১| ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

তুষার কাব্য বলেছেন: আপনার দীর্ঘশ্বাস আমাকেও ছুঁয়ে যায় ! তাও আমরা ভালো থাকি, থাকার চেষ্টা করি !

শুভকামনা আপনার জন্য।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: সেই চেষ্টাতো করতেই হবে।। আর শুভকামনার জন্য ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.