নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

যারা (জুনিয়র এবং সিনিয়র) তাদের উদ্দশ্যে।।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩১

ছোট্ট লেখাটি লিখছি যারা মন্তব্যের উত্তর দিতে নারাজ(যে কোন কারনেই হোক)।। আপনারা যদি আপনাদের লেখাতেই উল্লেখ করে দিতেন যে, কোন মন্তব্য গ্রহনযোগ্য নয় তাহলে আমাদের আর কষ্ট করে তাতে যাওয়ারই দরকার পরে না।।
অযথাই আপনারা ব্লগ তথা ব্লগারদের অপমান করেন।। অবশ্যই আমি এটা মনে করি।। হোক না সে সিনিয়র অথবা জুনিয়র।। আর উত্তর জানা না থাকলেও এটাও জানান তাদের কর্তব্য।।
শুধু আমি ব্লগার এটা জানানোই মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ভিন্ন কথা!!
আমি বেশ কয়েকটি লেখায় মন্তব্য করেও উত্তর পাই নি।। সাধারন ভ্রতা কি বলে???
না কি আপনাদের সেই কাতারে ফেলবো,যারা শুধু পরিচিত হবার বা নিজের লেখা প্রিন্টের আখড়ে দেখবার জন্যই পোষ্ট করেন??!!
আমার পরিসংখ্যান বলছে(বাকীদের বলতে পারবো না) আজ এই মুহূর্ত পর্যন্ত আমি ১৬৩৮ পোষ্টে মন্তব্য করেছি।।। আর পেয়েছি মাত্র ৯৮৯টি পোষ্টে জবাব।।
এখন আমার প্রশ্ন যদি আমার মন্তব্য "অগ্রহনযোগ্যও" হয়, তাও কি জানানো উচিৎ কি না??
আজ আমার প্রতিবাদ এর বিরুদ্ধেই।।
দয়া করে অন্ততঃ আমার মন্ত্যব্যে এটা ভেবে দেখবেন ,যারা জবাব না দিয়ে পালিয়ে থাকেন।।

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩৪

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: :) :) এই যে দিলাম একটা মন্তব্য!!!

২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৪:০৩

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।।
তবে আমি কিন্তু মন্তব্যের ভিখারী নই,এটা দয়া করে ভুলে না গেলেই সুখী হবো।।
আমি উল্লেখ করছিলাম তাদের কথা,যাদের লেখায় মন্তব্য করার পরও উত্তর দেন না,তাদের উদ্দেশ্যে।।

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:০৬

আমি সাজিদ বলেছেন: এই প্রসঙ্গটা এড়িয়ে যাওয়া যায় না।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:১২

সচেতনহ্যাপী বলেছেন: কেন যাবে না,যায়, তবে যুক্তিসংগত কারন থাকতে হবে বলে আমি মনে করি।।
কারন আমার জানা উচিৎ ঠিক কি কারনে জবাব পেলাম না।।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:৩৩

আমি সাজিদ বলেছেন: না না, আমি বলেছি, আপনি যে প্রসঙ্গ তুলে ধরেছেন তা কোনভাবেই এড়িয়ে যাওয়া যায় না। ভুল বুঝেছেন। আর আমিও !
বাক্যটা একটু অন্য ভাবে লিখতে পারতাম।

হাহাহ আপুই।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: স্যরি ভাইটি আমি আপু নই ভাইয়া বা আঙ্কল যা ভেবে নিতে পারেন।। =p~ =p~

৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


আসলে, অনেকেই ব্লগের আসল আনন্দটুকু উপভোগ করতে পারছেন না, মন্তব্যের সঠিক জবাব দেয়াই ব্লগিং এর আনন্দ; যাঁরা মন্তব্য করেন, তাঁরা জানতে চান যে, লেখক মন্তব্যকে কিভাবে নিলেন।

আর যখন মন্তব্যকারীর প্রশ্ন থাকে, জানার থাকে, তখনতো মন্তব্যকারীকে যথাশীঘ্রই উত্তর দিতেই হবে; এবং উত্তর দেয়াই আনন্দ; এটাই ব্লগিং।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: সুন্দর লিখেছেন।। ব্লগিং এর মন্ত্র তো এখানেই।। লিখে পালিয়ে গেলাম এর দুটো উত্তর হতে পারে,১। লেখার ব্যাপারে সম্যক ধারনা না থাকা।।২। অবহেলা করা।। আর ধন্যবাদ।।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৩

শায়মা বলেছেন: আমি কিন্তু সবার উত্তর দেই ভাইয়া!:)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: বিশেষ করে সিনিয়রদের এই গুনটি থাকা বাঞ্চনীয় বলে আমি মনে করি,বোনটি।। ধন্যবাদ।।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৬

শায়মা বলেছেন: আর যারা আমার মন্তব্যের জবাব দেয়না, জীবনেও তাদেরকে আর মন্তব্য ই দেই না!:)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: একদম উচিৎ কাজটিই করেন।। সাধারন ভদ্রতা বলেও তো একটা কথা আছে-তাই না?? আমিও অনুসরন করবো আপনাকে।। কিন্তু সমস্যা হলো ভুলে যাই তাদের নাম।।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৮

যুগল শব্দ বলেছেন:
দুই একজন সব সময়ই আলাদা থাকবে ভাই!
তারা হয়তো ব্লগিংটা বোঝেন না অথবা একটু
বেশি বোঝেন কিংবা এড়িয়ে চলেন !

ভালো থাকবেন।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০০

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক বলেছেন।। কিন্তু সমস্যা হয়ে যায় তারতম্যের বিশালতা।।
আপনিও ভাল থাকবেন।।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮

আরজু পনি বলেছেন:


গুড...এরকম প্রতিবাদ আরো হওয়া উচিত।
ধন্যবাদ আপনার পোস্টের জন্যে ।

আমিও কিছুদিন আগে দিয়েছি এরকম পোস্ট দিয়েছি। যারা নিজেদের পোস্টে অন্যের মন্তব্যের জবাব দেন না তাদের পোস্টে মন্তব্য করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। /:)

জবাব দিতে দেরী হলেও জবাব দেয়ার মানসিকতা কমিউনিটি ব্লগে থাকতে হবে। নইলে নিজস্ব ব্লগসাইটে লিখলেই হয়।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: আমার নীরব অভিযোগটাই তুলে ধরার চেষ্টা করেছি।।
আর জীবনে চলতে হলে কাজ করতেই হবে,সে জন্য দু'চার দেরীতে হলেও তো উত্তর দেয়া যায়।। ধন্যবাদ।।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কাউকে হেয় করার উদ্দেশ্যে কোন পোস্টে কমেন্ট করা বা না করা অনুচিত । তবে ভুল ভাঙিয়ে দেয়ার জন্য কমেন্ট মন্দ কাজ ভাবি না ।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: আপনিতো আমার প্রায় প্রতিটি লেখাই দেখেছেন।। কখনো দেখেছেন কাউকে হেয় করেছি।। বরং গালি খেয়েও তার যুক্তিসংগত উত্তর দিয়েছি,এড়িয়ে বা মুছে না ফেলে।।
ধন্যবাদ সেলিমভাই।।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৩

শায়মা বলেছেন: সচেতনহ্যাপী ভাইয়া তুমি কিন্তু এখন জবাব দিচ্ছোনা.....:(

আমি কি মাইন্ড করবো নাকি করবো না!!!!!!!!! বলো ........ :( :( :(

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: না বোন আমি প্রবাসে বলে সময়ের হের-ফের হয়ে যায়।। অফিস থেকে ফিরে ফ্রিজের খাবার খেয়ে ঘরে কথা বলে তারপর আসি এখানে (মাঝেমধ্যে চাপ থাকলে ২/১ দিন আসাও হয় না।।
সাধারনতঃ বাংলাদেশ সময় রাত ১২/১টার পরে বসি।। এসেই কিন্তু প্রথমে যা করি তাহলো উত্তর দেয়া,তারপর অনুসারিতদের লেখা ,নির্বাচিত পাতা হয়ে শেষে নিজের ঘরে ফিরি।।
শুধু ছোটবোনটি অভিমান করেছে বলে,এতো কিছু বলা।।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৪

শায়মা বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: কাউকে হেয় করার উদ্দেশ্যে কোন পোস্টে কমেন্ট করা বা না করা অনুচিত । তবে ভুল ভাঙিয়ে দেয়ার জন্য কমেন্ট মন্দ কাজ ভাবি না ।


আহারে ভাইয়া !!!!!!!! আর তোমার কমেন্টের যন্ত্রনায় তো তোমাকে ব্লকই করে রাখা লাগে।











:( :( :(

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: এখানে আমার কিছু না বলাই ভাল।। কারন প্রবাদে আছে"পাটা-পুতায় ঘষাঘষি,মরিচের দফা শেষ"।। =p~

১২| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩

তুষার কাব্য বলেছেন: আমিও দেখেছি অনেক কে নির্লজ্জ ভাবে এই কাজ টা করতে ! কমেন্টের উত্তর না দেওয়া অপমানজনক ও বটে ।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২১

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ তুষার, এটাকে আমি ব্যক্তগত অপমান হিসাবেই দেখি।।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট --- আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মডুদেরকে তারা এই পোস্টটিকে নির্বাচিত করেছেন -----

আসুক বেশি করে এই ধরনের প্রতিবাদ --- তাহলে ব্লগপাড়ার পরিবেশ আরো ভাল হবে --

ব্লগিং মানে কি শুধুই লেখা পোস্ট করা !!!! এখানে যেমন পোস্ট করতে হবে, অন্যের পোস্ট পড়ে মন্তব্য করতে হবে এবং নিজের পোস্টে অন্যের মন্তব্যের জবাবও দিতে হবে --- আর সেইসাথে ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে ---- হ-য-ব-র-ল কোন অবস্থাতেই ব্লগিং হতে পারে না ---

আর কিছু কিছু ব্লগার আছেন যারা খুবই দাম্ভিক টাইপের !!! যেন আমি কি হনুরে --- এই দাম্ভিকতা ব্লগিং করার ক্ষেত্রে বড় অন্তরায় --- অনেক সময় এই সব ব্লগারের কারণে অনেক ব্লগার লেখা খুবই কমিয়ে দিচ্ছে বা অন্য ব্লগে ভিড় করছে -----
এখানে সবাই সমান -- সমান মর্যাদার দাবীদার ----সমান মর্যাদা সবারই অধিকার যা সবাইকে দিতে হবে ----

কেউ নতুন -- আবার কেউ পুরাতন, এতা হবেই --কারণ আজ যে নতুন সে কিন্তু সময়ের ফেরে একসময় পুরাতন ব্লগারই হবেন ---

নতুন ব্লগারদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালবাসা -----সেইসাথে পুরাণোদের জন্যও রইল সমান শ্রদ্ধা ও সম্মান ---

আসা করবো এধরণের বাধাগুলো অতিক্রমের মধ্যে দিয়ে সামু আরো একধাপ এগিয়ে যাবে ----

অন্তর থেকে ভালবাসা রেখে গেলাম

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: লেখাটি নির্বাচিতের পাতায় আছে,এখনই জানলাম।। কারন প্রতিদিনের অভ্যাসমতো এখানে এসেই মন্তব্যের জবাব দিতে বসে গেছি।। এটা শেষ করে যাবো।।
এখানে লিখবেনতো শুধু নিজের জন্য না (তাহলে ডায়রীতেই লেখা যেতে পারে),পাঠকদের জন্য।। সবাই পড়বে। নিজ নিজ দৃষ্টিকোন দিয়ে বিচার করে মন্তব্যও দেবে।। লেখক তখন দৃষ্টিভঙ্গিটি বুঝিয়ে দেবেন।। (তবে এটা যেন থাকে শালিনতার চাদরে ঢাকা)।। এই বিতর্ক থেকেই জানা যাবে অনেক কিছুই।। যার বিকল্প কোন মাধ্যম নেই।।
সময়ে নূতনদের স্থান তারাই করে নেবে।। কিন্তু সিনিয়র-জুনিয়রদের আলোচনায় কিন্তু উপকৃত বেশী হবে সাধারন পাঠকসহ নূতনরাই বেশী।। ব্লগের পরিবেশও একই পরিবারকেন্দ্রিক হবে।।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার মতো এটা ভাবার কোন মানে নাই যে মন্তব্যের উত্তর না দিলে সে সেই পাঠককে উপক্ষা করে। প্পাঠকের যেমন দাবী থাকে লেখকের প্রতি তেমনি লেখকও আশা করে পাঠকের প্রতিক্রিয়া জানতে। রতিটি লেখকই চায় পাঠক তার লেখায় কোন একটি গঠনমূলক মন্তব্য করুক যাতে সে তার ত্রুটি বিচ্যুতিগুলো বুঝতে পারে। কিন্তু দূর্ভাগ্যক্রমে এমনটি হয় যে পাঠক মন্তব্য করতে গিয়ে এমন মন্তব্য করে যাতে কোন ভাবেই লেখকের কোন উপকারে আসেনা। বরং সেই মন্তব্যে উত্তর দিতে গেলে তার সাথে ব্যক্তিগত আক্রোশে জড়িয়ে পড়তে হয়। উদাহরণস্বরূপ " আমি বিশেষ করে গুণীজনদের জন্ম-মৃত্যু এবং বিশেষ দিবসের গুরুত্বনিয়ে পোস্ট দিয়ে থাকি" আমার প্রফাইল দৃষ্টব্য! অনেক পাঠক প্রশ্ন করেন আমি কেন মৌলিক লেখা লিখিনা, আমার সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তোলে। এখন আমি যদি তাদের সেই মন্তব্যের উত্তর দিত যাই তখন আমি তাদের কোপানলে পরি। বলত বাধা নেই আমি এ যাবৎ দু'টি নিক পরিবর্তন করতে বাধ্য হয়েছি। যা সত্যিই দুঃখজনক আমার জন্য। তাই মধ্যম পন্থা হিসেবে যে সকল মন্তব্যে গঠনমূলক সমালোচনা থাকে যা যতই কঠিন হোক সেখানে মন্তব্য প্রদান করি আর বাকীগুলো এড়িয়ে যাই, এ ছাড়াও এড়িয়ে যাই সেই সকল মন্তব্য যেখানে , "সুন্দর হয়েছে, দারুন হয়েছে, গদবাধা মন্তব্য থাকে সেখানেও জবাব দেওয়া হয়না সময় স্বল্পতার কারনে। অনেকে অভিযোগ করেন আমি পাঠকের মন্তব্যে উত্তর দেইনা। কথাটি আংশিক সত্য!! ব্লগিং আমার পেশা নয় নেশা! সবসময় নেশা নিয়ে পড়ে থাকলে পেশার কাজে ব্যঘাত ঘটে।
তবে সুযোগ থাকলে এব্ং সময় অনুকুল হলে আমি চেষ্টা করি মন্তব্যের উত্তর দিতে যেখানে উত্তর দেবার ক্ষেত্র থাকে। ধন্যবাদ জনাব আপনার অভিমানের প্রকাশ ঘটানোর জন্য।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি আগে পেশাকে অগ্রাধীকার দেবো।। তারপর নেশাকে।।সময়ে আমিওতো এমনি করি।। তবে দেরীতে হলেও।। আর গৎবাধা মন্তব্যের ক্ষেত্রে বলবো অনেকে চুপ করে চলে যান।। তাদের কি বলবেন?? ইনারা তো তবু হোক না ছকেবাধা তবুও জানান দিচ্ছেন যে,এসেছিলেন।।
আর মন্তব্যের ক্ষেত্রে সবসময়ই ,প্রাসঙ্গিক আলোচনা পাবেন না।। আপনি সমালোচনার ভয়ে নিক পাল্টেছেন আর আমাকে,নিজের জীবনকথা জানাতে যেয়ে গালিও খেতে হয়ছিলো,প্রথমদিককার লেখাগুলোতে।। পালাবো কেন?? এটা মুক্ত এলাকা।। আপনার মন না চাইলে পড়বেন না।। তাই বলে আমি আমার স্থান ছাড়বো কেন??
ধন্যবাদ এবং ভাল থাকবেন এই কামনায়।।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে নোটিফিকেশন এর প্রব্লেমের কারণে মিস হয়ে যায়। তবে পরবর্তিতে তার প্রতিউত্তর অবশ্যই করি।

আমি আপনার লেখার সাথে একমত।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: এই নোটিফিকেশনের সমস্যার ব্যাপারেও একবার লিখেছিলাম।। আজো পুরোপুরি ঠিক হলো না।।
আর রাজপুত্রকে ধন্যবাদ না দিয়ে কি পারি,নেবেন।।

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪১

কাবিল বলেছেন: বিষয়টি গুরুত্ব পূর্ণ।


সহমত

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,


আপনার আক্ষেপ সহজেই অনুমেয় ।
সহ ব্লগার চাঁদগাজী, আরজুপনি আর লাইলী আরজুমান খানম লায়লার বক্তব্যের প্রতি সহমত জানাচ্ছি ।
আর ব্লগার নূর মোহাম্মদ নূরুর বক্তব্যের সাথে একমত নই । উনি যা বলেছেন তার অনেকটাই খন্ডন যোগ্য । যদিও উনি শিক্ষনীয় ও অনুকরনীয় পোষ্ট দিয়ে থাকেন । কয়েকবার ওনার আগের নিকের পোষ্টে মন্তব্য করেও জবাব পাইনি । আমার একটি মন্তব্যও কোনও ক্রমেই " সুন্দর হয়েছে", "দারুন " এইরকম গৎবাধা শব্দে বাঁধা থাকেনি । এটা ওনার পোষ্টই শুধু নয় সবার পোষ্টেই ।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ আহমেদ।।
আপনার উল্লেখিত সবাই সুন্দর মতামত ব্যক্ত করেছেন।। রাজপুত্র সাথে পুরানো সমস্যাও তুলে ধরেছেন।।
ভাল থাকবেন।।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০০

শায়মা বলেছেন: লেখক বলেছেন: একদম উচিৎ কাজটিই করেন।। সাধারন ভদ্রতা বলেও তো একটা কথা আছে-তাই না?? আমিও অনুসরন করবো আপনাকে।। কিন্তু সমস্যা হলো ভুলে যাই তাদের নাম।।

মনে রাখবা ভাইয়া!! আর ভুলবানা !!:)

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০১

সচেতনহ্যাপী বলেছেন: ভাবছি লিখেই রাখবো নামগুলি,তাহলেই তো হবে,তাই না বোনটি।।
খেতে যাবো।। মুরগী লাউ বা কদু (যাই বলেন না কেন) দিয়ে।। সাথে বাসমতি চাল।। চলে এলে ভাই-বোন একসাথে খেতে পারবো।।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:২০

জুন বলেছেন: Amar blogging jibon er prothpm dikey emon ghotona koyek bar ghotey chill. Tarpor ar onader moto celeb bloger der post y at jaini. I felt insulted । amar o onek somoy songsar er shoto kaaj samley and ditey deri hoi othoba notification asey na purono post er cmnt er । Tobey obossoi Ami sobai k সoman morjadar sathey and dei via।
Valo thakoon ar amader dhk safe return er jonno DOA korun
we r still in mayanmar ।

২৯ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০২

সচেতনহ্যাপী বলেছেন: আমিতো বলেছিই আগে পেশা এবং সংসার।। ব্লগ অপশোন্যাল।।( ঠিক আমার কলেজের ডগ মানে ডিরেক্টর অব গাইডেন্সের ভাষায় ২ বছর ফাকি দিয়ে লজিক পড়ার পর ফাইনালের ঠিক পূরবমুহূর্তে ডেকে জানালেন আমার লজিক ছেড়ে দেওয়াই উচিৎ ,দিয়েছিলামও কারন সেটা ছিলো অপশো্নাল)
নোটিফিকেশনের "অনিয়মে" ব্যাপারেও একবার লিখেছিলাম।। তাই বলছি শুধু শুধু নিজেকে দোষী ভাববেন না।।
ভাল এবং সুস্থভাবে ফিরে আসুন আমাদের মাঝে এই কামনায়

২০| ২৯ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:২১

জুন বলেছেন: Ans *

২৯ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০৪

সচেতনহ্যাপী বলেছেন: দিয়েছিতো বোনটি।। ভাল থাকুন সদা-সর্বত্র এই কামনায়।। কবে নাগাদ দেশে ফেরার ইচ্ছে??

২১| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক আমার মন্তব্যের উত্তর বলেছেন, " পালাবো কেন?? এটা মুক্ত এলাকা।। আপনার মন না চাইলে পড়বেন না।। তাই বলে আমি আমার স্থান ছাড়বো কেন??"

তা হলেতো ল্যাঠা চুকেই গেল !!
যে ইচ্ছা পড়বে, যে ইচ্ছা মন্তব্য করবে!
কেউ চাইলে পড়বেওনা মন্তব্যও করবেনা!!
আর আপনিও এমন ধারার পোস্ট দিবেন না!!!
আবার মন্তব্যের জন্য হা পিত্যেশ করে পোস্ট দিলেও
কারো কিচ্ছুটি বলার থাকবেনা।

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: ব্লগটা লেখাই হয় পাঠকদের জন্য,নিজের ভাবনাটাকে ছড়িয়ে দেয়ার জন্য।। সেখানে আলোচনা হওয়াটাই স্বাভাবিক নয় কি?? তা না হলে ডায়রীতে লিখলেই তো চলে!!
পড়া না পড়া যার যার ব্যাপার।। কিন্তু মন্তব্যের উত্তর দেয়াটা শুধুই ভদ্রতা নয়,আবশ্যিক বলেই আমি মনে করি।।

২২| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৯

কাবিল বলেছেন: আমি কিছু পোস্ট দেখেছি অনেক মন্তব্যই স্কিপ করে প্রতিউত্তর দেওয়া হয়।
যে মন্তব্যগুলো স্কিপ করা হয় সেগুলোর প্রতিউত্তর শুধু মাত্র ধন্যবাদ জানালেই যথেষ্ট। কিন্তু না

মন্তব্যকারীর জন্য অপমানও বটে।

আবার দেখা যায় যে, পোষ্টে অনেক গুলো মন্তব্যের প্রতিউত্তর না দিয়েই নতুন আর একটা পোস্ট করা হয়েছে।

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: কেন যে স্কিপ করা হয় সেটা যারা করেন,তারাই ভাল বলতে পারেন।।
তবে কিছু গৎবাধা মন্তব্যে এটা বেশী দেখা যায়।। তবে আমি অন্ততঃ চেষ্টা করি কিছু বলার।।
যে মন্তব্যগুলো স্কিপ করা হয় সেগুলোর প্রতিউত্তর শুধু মাত্র ধন্যবাদ জানালেই যথেষ্ট। কিন্তু না মন্তব্যকারীর জন্য অপমানও বটে। আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত।।
আপনাকে ধন্যবাদ যে বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন বলে।।

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: আমি দেখা মাত্রই দেবার চেষ্টা করি।

অাপনার সাথে সহমত।

বেশ কিছু ব্লগারকে দেখা যায়, তারা লগইন হয়ে আছে কিন্তু তাদের পোস্টের প্রতিউত্তর দেয় না বা দেরী করে দেয়।

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: আপনার কথার সাক্ষীতো আমি নিজেই।।
আর দ্বিতীয়টি আমি দেখেছি।। তবে এটা হতে পারে লগআউট না করে অন্যপেজে যাওয়ার কারনেও আবার কম্পিউটার বন্ধ করে দেওয়ার জন্যও।। ফেবু বা স্কাইপে যেমন দেখা যায়।।
ধন্যবাদ নিতে কিন্তু ভুলবেন না।।

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:ন্তব্যের উত্তর দেয়াটা শুধুই ভদ্রতা নয়,আবশ্যিক বলেই আমি মনে করি।।

তবে মনে রাখা ভালো সবাই ভদ্র নয়, কেউ কেউ ভদ্র!
সুতরাং সবার কাছ থেকে ভদ্রতা আশা করা বাতুলতা।
তবে আমার মত, ব্লগ লেখা যেমন আমার স্বাধীনতা,
তেমনি উত্তর দেয়া বা না দেয়া পাঠকের স্বাধীনতা।
কারো্ স্বাধীনতায় হস্তক্ষেপ কেন? আপনি ভদ্রতা করে
মন্তব্য দেবেন যদি সে ভদ্র হয় উত্তর দিবে, আর যদি সে
ভদ্রতা না বোঝে তা হলে উত্তর দেবেনা এটা একান্তই তার
নিজস্ব ব্যাপার!! দুঃখ করার কিছু নাই!!

০১ লা মে, ২০১৫ রাত ১:৩১

সচেতনহ্যাপী বলেছেন: মন্তব্যের উত্তর দেয়াটা শুধুই ভদ্রতা নয়,আবশ্যিক বলেই আমি মনে করি।। মূলতঃ এটাই ছিল আমার লেখার মর্ম।। মন্তব্য করা না করা পাঠকদের অভিরুচি।। এখানে আমি অনধীকার চর্চায় যান কেন।।
না ভাই দুঃখ না,শুধু একটা কিছুর অভাব বোধ করা থেকেই.....।। ধন্যবাদ।।

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৪

আসিফ.ইভান০০৭ বলেছেন: নূর মোহাম্মদ ভাইয়ের সাথে অনেকাংশে সহমত!
তবে হ্যাপী ভাইয়ের অভিযোগটি ও যুক্তিগত!

ভাল লাগলো পোস্টটি পড়ে, জানার ছিল অনেক কিছু তাই ধন্যবাদ দিতে ভুলবোনা! ;)
ভাল থাকবেন সবাই :)

০১ লা মে, ২০১৫ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ আপনাকে এই আলোচনায় যোগ দেয়ার জন্য।। এই যুক্তি আর পাল্টা যুক্তিতেই তো ব্লগ জীবন্ত হয়ে উঠে।।
আপনির ভাল থাকুন এই কামনায়।।

২৬| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ২:০৩

নবাব চৌধুরী বলেছেন: আমি ব্লগে ঢুকিও কম পড়িও কম,তবে যখন ঢুকি তখন যদি দেখি কেউ আমার পোস্টে মন্তব্য করেছেন আমি অবশ্যই প্রতিউত্তর দেই কারন এটা উচিৎ।
একজন ব্লগার এসে আরেকজনের পোস্ট নিষ্টার সহিত পড়ে তবেই মন্তব্য করেন সুতরাং যিনি এটা এড়িয়ে যান তিনি নৈতিকতা-বিরোধি কাজ করেন,ব্যাপারটা অনেকটা এরকম"আমাকে একজন জিজ্ঞেশ করলো কেমন আছিস?আমি বিনা কারনেই এড়িয়ে গেলাম।নৈতিকতা কিন্তু এটাই বলে যে ভালো বা মন্দ কিছু একটা বলা উচিৎ আর যদি ঐ মানুষটার সাথে আমার ব্যাক্তিগত ক্ষোভ থাকে সেটা ও প্রকাশ করা যেতে পারে,তবে নিরব থাকাটা কোনোভাবেই কাম্য নয়।ভালো থাকবেন।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: এক্ষে্রে বলবো আমার ব্যাপারে।। যাদর লেখা আমার ভাল লাগে বা কিছু বলর ্রয়োজন মনে করি,সেখানেই কিছু বলি।। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.