নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

লগ আউট আর ইন,

২০ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৩৬

ডায়াবেটিক রোগীর মত বারবার বাথরুমে যাওয়ার মত।। রাত জাগার নেশায় পড়তে পড়তে হঠাৎ দেখি আমি সমাজের বাইরে মানে লগআউট।। কেন এবং কিভাবে বলতে পারবো না।। বড়ই জ্বালাতন করছে সমস্যাটা।। কিন্তু সমাধানের উপায় আমার হাতে নেই যা থাকে মডারেটর বা সিস্টেমের উপর।। আজই যে কতবার লগইন করতে হয়েছে,নিজেও জানি না।।
আমার দৃষ্টিতে আরো একটি বড় সমস্যা হলো মন্তব্য। ।এখানে এডিট করার কোন অপশনই নাই।। একেবারে তূণ থেকে তীর বের হবার মত।। কারন অনেক সময় মন্তব্য করার পর মনে হয় ভুল হয়েছে,এডিট প্রয়োজন বা এভবে না করে ওভাবে করলেই ভাল হতো।। কিন্তু তা শোধরানোর কোন পথই নেই।। অথচ কর্তৃপক্ষের ভাষন অনুযায়ী ব্লগ উন্নত বা আপডেট হচ্ছে।। এখানে ব্লগের মূল সমস্যা বা প্রয়োজনই না মিটলো তাহলে কি ব্লগারদের মনে "ভিন্ন" কিছু মনে করাই কি স্বাভাবিক হবে না??তাই ভুল বোঝাবুঝির আগেই বলবো এসব (অবশ্যই আমার দৃষ্টিতে) অনুরোধ করবো যদি সমাধান বা কৈফিয়তের প্রয়োজনীয়তার দিকে কর্তৃপক্ষের আশুদৃষ্টির।। ধন্যবাদ।।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,



ঈদ পরবর্তী শুভেচ্ছা ।

আমার ও একই সমস্যা । মন্তব্য লিখে প্রকাশ করতে গিয়ে দেখি লগ আউট । কিছুক্ষন পরপরই হচ্ছে এরকমটা ।
আর মন্তব্যে এডিট প্রসঙ্গে সহমত ।

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। পোষ্ট পড়ার পরপরই যে ভাব মনে খেলে আমি চাই তাই প্রকাশ করতে।। কিন্তু আউট আর ইনে সেভাবটা কে আরখুজে পাই না।।
আর সহমতের ব্যাপারে আমরা একই।। ধন্যবাদ।।

২| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া আপনার সমস্যার কথা জেনে খারাপ লাগছে। আপনি আপনার সমস্যার বিষয়ে অনুগ্রহ করে ব্লগ টিমকে মেইল করুন। যদি কোন সমস্যা থেকেও থাকে তাহলে তা দ্রুত সমাধান করা সম্ভব হবে। মেইল করার ঠিকানা হলো
[email protected]

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ পথ বাৎলে দেবার জন্য।। এমনিতেও দু/একটি ব্লগে গেলে এটার প্রয়োজন হতো,কিন্তু সেদিন এতোবার হচ্ছিলো যে, "ছোট-খাটো" একটি পসব যন্ত্রনা সইতেই হয়েছে।।
আর ধন্যবাদ প্রথম(সম্ভবতঃ তাই) ভ্রমনের জন্য।।

৩| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: এই সমস্যা আমারো হয়। তবে মন্তব্য এডিট করার অপশন না দিলেই ভালো।

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: তীরটি বাস্তবে না হলেও ডিজিটালেও কি অসম্ভব বলে?? আপনার আসে কি না জানি না,কিন্তু আমার বেলায় এটা ষোলআনাই (ক্ষেত্রবিশেষে) আসে।। ধন্যবাদ।।

৪| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~ =p~

প্রথম লাইনটা পড়ে মজা পাইছি ;)

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: মজা দিতে পেরে আমিও খুশী।। ভাল থাকবেন সদা এই কামনায়।।

৫| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৯

মোঃমোজাম হক বলেছেন: ঈদ মোবারক। কেমন কাটলো ঈদ?

২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:২১

সচেতনহ্যাপী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।। একাকী থাকলে যেভাবে কাটানো যায়।। ঘুম আর সন্মানের জন্য কিছু রাধাবাড়া করা।। যা প্রবাসীদের সাথী!!

৬| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্য এডিট বিষয়ে আমি ভিন্ন মত পোষণ করছি ।
এতে অনেকেই মন্তব্যে ক্যাচাল বাঁধিয়ে পরে এডিট করে , অস্বীকার করতে পারে ।

২২ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৯

সচেতনহ্যাপী বলেছেন: ক্যাচালের দিকটি আমি ভাবি নি।। তবে সাধারন ভাবে আমার মনে হয়(করার পরে) এভাবে না করে,ওভাবে করলে ভাল হতো।। তাই...।।

৭| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮

সুমন কর বলেছেন: আমি কিন্তু আমার বাসার পিসি-তে কখনো লগ অাউট করিনা। মনে হয়, ৬/৭দিন পর অটোমেটিক লগ অাউট হয়ে যায়। :(
জানিনা আমাকে ঐ কয়দিন সারাদিন সামুতে লগ ইন দেখায় কিনা। !:#P তবে এটি ভালো, বারবার লগ ইন করতে হয় না।

তবে আরো একটি বিষয়, আমি কিন্তু অফিসের পিসি-তে গিয়ে দেখি লগ ইন নেই। বিভিন্ন পিসিতে বসে দেখেছি, কোনটাতেই লগ ইন দেখায় না।
যেটা মনে হচ্ছে, এক পিসি-তে ৬/৭দিন লগ ইন থাকে। এটাই ভালো বারবার, লগ ইন করার ঝামেলা থাকে না। ;)

ঈদ কেমন কাঁটলো?

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:৫১

সচেতনহ্যাপী বলেছেন: আপনার ধারনাটাই নেওয়া উচিৎ।। তাহলে অন্ততঃ ইন/আউটের ঝামেলা থেকে বাচবো।। আমি সাধারনতঃ একটি কম্পিউটার থেকে ব্লগে আসা-যাওয়া করি।।
কেটেছে ঘুমে।। মাঝে একটু খাওয়া।। রাতে নেটে বসা।। ব্যস ঈদ শেষ হয়ে গেল।।
ধন্যবাদ।।

৮| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমার বেলায় দেখছি ১০/১২ ঘন্টা থাকে একই লগিন।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১:১৯

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু আমার বেলায় দেখা যায়,পোষ্ট পড়তে পড়তে যেয়ে মন্তব্য দিতে গেলেই ম্যাসেজ আসে আপনাকে লগইন করতে হবে।। বিশেষ রে সেদিনতো ছিল বাড়াবাড়ি রকমের বিরক্তিকর।। এক্ষেত্রে আপনার সৌভাগ্যকে হিংসা করতেই হচ্ছে,তারপরও বলবো ভাল থাকুন।।

৯| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:৫১

মহান অতন্দ্র বলেছেন: খেয়াল করিনি। লগ ইন তো থাকেই মনে হল।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে বোধহয় আমার বেলায়ই এই ভুতের আছর হয় :P

১০| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ২:০০

আজাদ মোল্লা বলেছেন: ঝামেলা টা আমারও হয় মাঝে মাঝে ।
মন্তব্য পাইনি খুঁজে , মনে হয় অনেক কষ্ট তখন ।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: হতে থাক,কিন্তু বাড়াবাড়ির পর্যায় মানে সেদিন ঘন্টা দুয়েকের মাঝে কমপক্ষে ৭/৮বার হলে কেমন লাগে!! পড়ার পর মন্তব্যের ঘরে যেতেই লগআউটের ঝামেলায় কিছু লিখতেই ইচ্ছে করে নি।।

১১| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪২

প্রামানিক বলেছেন: ব্লগে কিছু সমস্যা আছে যা আমার বেলায়ও হয়। ধন্যবাদ

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: সমস্যা থাকবে এবং তাসমাধানও হবে,সেই আশাতেই।।

১২| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২

আমিনুর রহমান বলেছেন:



আমি অবশ্য খুব কমই সামুর সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি। হলেও খুব সামান্য সময়ের জন্য।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০১

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু প্রায় প্রতিদিনই এর মুখোমুখি হচ্ছি।। সেদিনতো বিরক্তির শেষসীমায় পৌছে গিয়েছিলাম।। তা না হলে ব্লগ টিমের কাছেই সমস্যা জানাতাম।। ধন্যবাদ।।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪০

আবু শাকিল বলেছেন: বিলম্বিত ঈদের শুভেচ্ছা ভাইয়া ।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৫

সচেতনহ্যাপী বলেছেন: আরে শাকিল ভাই যে।। কোথায় বা কেনই এতদিন ডুব দিয়ে ছিলেন?? অনেকদিন পরে পেলাম।। কেমন আছেন,ভাল তো??
আপনাকেও সেই বাসী ঈদের টকটক গন্ধযুক্ত শুভেচ্ছাই দিলাম।। আশা করি এখন থেকে নিয়মিত পাবো।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.