নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

ভ্যাট এবং আমার ভাবনা।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১৫

গত দু’দিন ধরেই রাজধানী গরম।। কেন?? সেই পুরাতন প্রাইভেট এবং পাবলিকের ক্যাচালে।। রাবার বুলেটও চলেছে।। যেনো সাধারন অপরাধীদের সায়েস্তা করতে সরকার বদ্ধ-পরিকর।। আসলেও কি তাই!! অবাক হয়ে ভাবছি,কত পার্থক্য ভাবনা এবং সময়ের।।
একই বিষ ইনজেক্ট করার চেষ্টা প্রাইভেট আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের মাঝেও।। শুধু তাই নয়,চলছে ভাঙ্গনেরও।। সফল হওয়া নির্ভর করে পরিবেশ আর পরিস্থিতির উপর।।
আজ দেশ বিভক্ত শুধু সামান্য এক ভ্যাটের ইস্যুতে।। সমর্থকরা দেখছে প্রাগৈতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আর বিরোধীরা বাচা-মরার।। কে ঠিক?<> যেহেতু আমিও একটি দলের সেখানে কিছু না বলে ছেড়ে দিলাম পাঠকদের উপরেই।।
আমি জানি আমি রূপান্তরিত হবো,তবুও এটা বলতে ভুল হবে না যে, আমি মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চেয়ে পাবলিকে সুযোগ না পেয়ে প্রাইভেটে দিয়ে আজ বিচক্ষন “মন্ত্রীদের” যাতার নীচে পড়েছি!!
ভাবছি আর কত অবাক হলে আমি বলতে পারবো,আমি বাংলাদেশী।। এই মাটি,এই দেশ,এই নেতা আমাদেরই জন্য??
না হলে সরকারেরই মূল অংশের মন্ত্রী(যে কিনা এই বিতর্কের??) গতকালই মন্তব্য করে হুমকির মুখে ২৪ঘন্টার ও কম সময়ে ক্ষমাপ্রার্থী!! তারপরও ইজ্জত যায় না!! আসলেই এটা বড় শক্ত।। কয়লার ময়লার মত!!
আসলে এখন আর অবাক হবার কিছুই নেই।।
আমরা চলছি “উল্টো রাজার উল্টো নিয়মে”।। প্রতিনিয়ত!!
এরথেকে কি পরিত্রান নেই?? সবকিছুর সমাধানের মত আছেও।। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা কে বাধবে??
কে কি ভাবে আমি জানি না,জানতেও চাই না।। শুধু জানি এটা আমার,আমার সন্তানের মৌলিক অধিকার।। একে রক্ষা বা সমর্থন করা সবার আগে আমারই দায়ি্ত্ব।।
আমিই যদি না দাড়াই তবে প্রতিবেশীর কি প্রয়োজন ঝড়ের মূখে দাড়ানোর??
প্রতিবাদ উঠুক রাজপথে,গলিতে আর ব্লগের সাথে ভার্চুয়াল জগতেও।। রক্তাক্ত শিক্ষক-ছাত্রজনতার সাথেই।।
বিদ্রঃ আমি লেখক নই বলেই হয়তো আমার লেখা এমন!!

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:

৭০% ছেলেমেয়েকে স্কলারশীপ দেয়া উচিত

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: অবাকের ইমো যোগ হবে।।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:

প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে মালিকদের থেকে নিয়ে একটি ইনভেস্টমেন্ট কোম্পানীর অধীনে এনে, এদের মালিকানা বিক্রয় করা ছাত্রছাত্রীদের ও তাদের মা বাবার কাছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০০

সচেতনহ্যাপী বলেছেন: দয়া করে ভেঙ্গে বলবেন কি??
আমি কিন্তু.......পাথর হয়ে যাচ্ছি :-P

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩০

আহমদ হাসান বলেছেন: বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে!

“বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে তিনটি ইঁদুরের দরকার।
তিনটি ইঁদুরের ঐ সুইসাইড স্কোয়ার্ড দরকার।
একটা ইঁদুরকে মুখে কামড়ে ধরবে বিড়াল।
আর দুটো বিড়ালকে সামনে দুই পায়ে চেপে ধরেবে।
তারপরে চতুর্থ ইঁদুর গলায় ঘন্টা বাঁধবে।

তো এই তিন ইঁদুর পাওয়া যায়না,
কাজেই বিড়ালের গলায় ঘন্টাও বাাঁধা যায় না্।” ---- (পৃষ্ঠা:১৬৫, বই : আলাপচারী আহমদ শরীফ )



লেখা এবং আপনার আবেগ ভাল লেগেছে। সত্যি বলছি ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: বাহুল্য মন্তব্য, জাসদের সুইসাইড স্কোয়াডের মত কি??
আজ ইনু এবং ডঃ আনোয়ার আর বেলালদের দেখে তাই মনে হচ্ছে!!
আসলে কিছুই হবে না।।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

ফাহাদ মুরতাযা বলেছেন: "আমিই যদি না দাড়াই তবে প্রতিবেশীর কি প্রয়োজন ঝড়ের মূখে দাড়ানোর??"
এই চিন্তা টা কবে আসবে আমাদের??

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই যদি আমরা কালোকে কালো না বলি, তাহলে প্রতিবেশীরা যাবে কোথায়?? সারস পাখীর গল্পতো অবশ্যই জানেন।।
ধন্যবাদ।।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০

শতদ্রু একটি নদী... বলেছেন: গাজী আঙ্কেল সমাজতন্ত্রী বুঝা যাইতেছে। বাকশাল, উনি নিশ্চিত বাকশাল ;)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: এতোদিন পর!! যেখানে বিশ্বের তাবৎ সমাজতন্ত্রীরাই ভোল বদলাচ্ছে!! হাওয়া দেখুন!!
তবে আমি কিন্তু আঙ্কেল না হয়ে ভাই হয়েই থকতে চাই =p~

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৮

ফাহাদ মুরতাযা বলেছেন: "একই বিষ ইনজেক্ট করার চেষ্টা প্রাইভেট আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের মাঝেও।"

এইটার কি দরকার ছিল?? ছাত্ররা গুলি খাচ্ছি, এক জুনিয়ররে দেখলাম মাথায় গুলি লাগসে, সিভিয়ার ব্যাপার, আর 'দেশপ্রেমিক ও মেধাবী' রা আইসা শুরু করল ভ্যাট দিলে কি সমস্যা , কেন বাপের টাকার গরম দেখায়া প্রাইভেটে পড়ি, আমরা গরু ছাগল আমাদের কোন মেধা নাই, জামাত শিবির, সরকার বিরোধী আন্দোলন আর কত কিছু.........

সামুতে আইসা অনেক কিছু দেখলাম, ভালই হইল, একদিন কাজে লাগব আশা করি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫১

সচেতনহ্যাপী বলেছেন: সামলে ভাই।। আরো অনেকই বাকী।। পথ চলতে হবে অনেকটাই।।
অতি সাধরন একটা কথা,আমি যা পারি না সেটাই আরেকজন করে ফেললে, গাত্রদাহই কি স্বাভাবিক না??
এখানে সব পাবেন।। যেমন সাথী তেমন বিরোধীও।। নির্বিবাদী হলেও।। শুধু দেখুন আর অনুধাবন করুন।।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৫

প্রামানিক বলেছেন: ছাত্ররা রোজগার করে না এদের উপর ভ্যাট ধরা ঠিক না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: সাধারন অর্থে প্রাইভেট মানেই বড়লোকদের আড্ডা।।কিন্তু আসল কথা কেউ বলে না যে, শিক্ষার মত একটি মৌলিক অধিকারও আমরা কেন পাচ্ছি না।। পেলে আর প্রাইভেটের প্রয়োজন হতো কি??

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। এটা বর্তমানে বিষাক্ত নিঃশ্বাস ছাড়ছে,বিভক্তির।। এতোদিন ছিল রাজনীতিতে আজ ঘরে ঘরে।। ভ্যাটের চেয়েও মারাত্নক।। কিন্তু এটা কিন্তু কেহই বুঝছে না।।
আজ পাবলিক এবং প্রাইভেটে পড়া বিশ্ববিদ্যালয়ের দু'ভাইয়ের মাঝেও .........।!!

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৪

প্রবাসী ভাবুক বলেছেন: "না হলে সরকারেরই মূল অংশের মন্ত্রী(যে কিনা এই বিতর্কের??) গতকালই মন্তব্য করে হুমকির মুখে ২৪ঘন্টার ও কম সময়ে ক্ষমাপ্রার্থী!! তারপরও ইজ্জত যায় না!! আসলেই এটা বড় শক্ত।। কয়লার ময়লার মত!!
আসলে এখন আর অবাক হবার কিছুই নেই।"

এখন কোন কিছুতেই আর অবাক হই না৷

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: আজ পর্যন্ত বুলি(হরেক রকমের) শুনতে শুনতে ভাবছিলাম পরাজয় তো নিকটে কিন্তু বৃটিশদের মত সাধারন ছাত্রদেরও বিভক্ত করে গেল।। এতেও অবাক হই না আর হবোও না।।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:

মহিউদ্দিন আলমগীর ছিল সবচেয়ে ধিকৃত ব্যুরোক্রেট, সে এখন আমেরিকান ডলারে বিলিওনিয়ার; তাকে ইউনিভার্সিটি ও ব্যাংক দেয়া হয়েছে; লুটের সীমা নেই।

তার ইউনিভার্সিটি কেড়ে নিয়ে, ছাত্রদের মা-বাবার কাছে বন্ডে বিক্রয় করার দরকার; ভাবে প্রতিটি প্রাইভেটের মালিক ডাকাত, সবার থেকে ইউনিভার্সিটি কেড়ে নিতে হবে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: তত্বটাকে প্রতিষ্ঠিত করতে তথ্য দিন।। আমি যে আলো-আধারীতে খেলছি।।
এদেরই কিন্তু আমরা অনেক ত্যাগ-তিতিক্ষার পর মসনদে বসিয়েছিলাম!!

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,



কোনো কিছু ভাবতে হবেনা । শুধু এটা ভাবুন ------ আর কিছু নয়, শুধু ২১ লাখ সরকারী কর্মচারীদের বেতন ডবল না করে সেই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে মাত্র কয়েক হাযার নতুন শিক্ষক নিয়োগ দিলে সবাইকে বিনা খরচে শিক্ষা দেয়া সম্ভব ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩

সচেতনহ্যাপী বলেছেন: সেটাই।। তবে এ টাকার কিছু উঠে আসবে রাজস্বখাতে বিভিন্ন ভ্যাট ও ট্যাক্সের নামে।।আর দ্রব্যমূল্যের দিকে একটু নজর রাখুন।।
ভাবাতো কবেই বন্ধ করে দিয়েছি,লিখেছিতো কথার কথা ।। এখন শুধু প্রতিবাদহীন দেখার পালা।।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: তত্বটাকে প্রতিষ্ঠিত করতে তথ্য দিন।। আমি যে আলো-আধারীতে খেলছি।।
এদেরই কিন্তু আমরা অনেক ত্যাগ-তিতিক্ষার পর মসনদে বসিয়েছিলাম!! "

-গুগলে গিয়ে, টাইপ করেন, “List of richest Bangladeshi people”

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: সেটা তো প্রতিষ্ঠিত সত্যি।। আমি জানতে বা বুঝতে চেয়েছি,তার ইউনিভার্সিটি কেড়ে নিয়ে, ছাত্রদের মা-বাবার কাছে বন্ডে বিক্রয় করার দরকার; ভাবে প্রতিটি প্রাইভেটের মালিক ডাকাত, সবার থেকে ইউনিভার্সিটি কেড়ে নিতে হবে। !!
ম্যানেজম্যান্ট থেকে লভ্যাংস।। লভ্যাংশের প্রশ্ন এলেই কি চরিত্র বদলাবে না?? বর্তমানের নেতাদের মত!!

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


এটা এখন ৩০০ বিলিয়ন টাকার ব্যবসা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু প্রশ্ন করছে কে এবং ভুগছেই বা কে?? ভাল থাকুন সর্বদা।।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

মোঃমোজাম হক বলেছেন: আপনি প্রাইভেট পাবলিক নিয়ে কি যেন বলতে গিয়ে আর বললেননা ?

এখনতো এটা মীমাংসিত ব্যাপার হয়ে গিয়েছে।কিন্তু আমার একটা জিজ্ঞাসা,পাবলিকদের ১২ টাকা টিউশন ফি দিতে লজ্জা লাগেনা? বাজেটে সব কিছুই বেড়ে যাচ্ছে এই লজ্জাজনক ফি টাকে একটু বাড়ানো যায়না?

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: কি বলতে চেয়েছি বুঝেছেন ঠিকই।।
পুরো ব্যাপারটা নিয়ে যে "হ্যাংলামী আর নোংরামী"র খেলা চলেছে, সাথে বিভিন্ন নেতাদের রাজ্যের সদুপদেশ!! আজ এটাতো কল সেটা।। পিং পং বলের মত।।তাতেই বেশী অপমানিত বোধ করেছিলাম।। আর আপনর প্রস্তাব কার্যকরী করতে গেলে তো মন্ত্রীদের পদত্যাগ ছাড়া পথই থাকতো না।। সাথে থাকতো "হাজর কোটি" টাকার ক্ষতি!!

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

অন্ধবিন্দু বলেছেন: আচ্ছা শিক্ষাটা ঠিকভাবে দেওয়া হচ্ছে তো !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

সচেতনহ্যাপী বলেছেন: নির্ভর করছে তার ভার্সিটি কর্তৃপক্ষের উপর।। যেমন প্রত্যাশা আমাদের পিতা-মাতাও করেছিলেন আমাদের শিক্ষকদের উপর।। এর বেশী কি আমরা করতে পারি??
অনেকদিন পর দেখা দিলেন!!

১৬| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন পোস্টের অপেক্ষায় রইলাম ---------------- B-)

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। আমিও তো তাই থাকি।। নিজেরা না পারলেও কেউ যখন তা করে দেখায় তখন সত্যিই এক অজানা আনন্দে মনটা ভরে উঠে।। গর্বে ভরে উঠে মনটা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.