নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু কথা।। একদিন অনাচার সত্বেও মানুষ ছিলাম।।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৭

ভাবনাটা কেমন যেন জাকিয়ে বসছে।। আজ দেখছি অনেকই।। সময়ের তাগিদে আর ব্লগের সুবাদে।। প্রমানিত আমার সেই কথাটিই।। তথাকথিত শিক্ষিত,অশিক্ষিত সবার ভাষাতেই সেই “বিষাক্ত ইনজেক্টেরই প্রতিচ্ছবি!! অশিক্ষিতদের বেলায় মেনে নেওয়া গেলেও তথা কথিতদের বেলায়!! কষ্ট হয়।। কারন ইনারাই দুমুখে দুকথা বলে জনপ্রিয় বেশী আর আমরাও অভ্যস্থও।।
আবারও তা নূতন করে দেওয়া হলো।। ফলাফল যা হবার তাই।। সবাই জেগে উঠবে চেতনার আঘাতে!! শুরু হবে সেই আদি যু্দ্ধ নূতন করে।। দুষমন হবো ভাইয়েরা আর কুশিলবরা মিচকি হাসবে!!
এইতো আমাদের নিয়তি!!
আমরা আজ দলীয় প্রয়োজনে নিজ মাকেও যেখানে ভুলে গেছি সেখানে জনগন তো কি ছাড়!!
সর্বোচ্চ পর্যায় থেকে যেখানে যা বলা হয় নিম্নপর্যায়েতো তাই বলা হবে।।
আর তা ছড়িয়ে পড়বে ইথারে।। শুরু হবে নেতার সুরে গান গাওয়া।। আর এটাই প্রকাশ পাবে নব্য জাতিয় গানে!!
অবাক হতে গিয়েও হই না।। কারন আজ নয়,সেই আমার যুগ থেকেই দেখে আসছি,,,,,,দলীয় প্রয়োজনে আমার জান কোরবান।। জন্মদাতা পিতা-মাতাকে গালি খাওয়ানো যেন কোন ব্যাপারই না।। আমাদের জন্মই তো তাদের গালি খাওয়ার জন্য!!
আজ তথাকথিত শিক্ষিতদের মাঝেই প্রাইভেটের আন্দোলন সফল হবার আগে পরে সেই ইন্জেক্টের প্রভাব বিদ্যমান।। এযেন রিক্সাআলার হিংসা গাড়িআলাকে করার মত!! ইনারা আকাড়ে বিকাড়ে বলতে চান, প্রাইভেটে শুধুই বড়লোকের বখাটে সন্তানরা পড়ে।। অথচ আমি জানি আমার সন্তানের পড়া কেন আর কিভাবেই বা প্রাইভেটে চালাচ্ছি।। বন্ধ করে দেবো?? তখন কিন্তু আপনারাই বলবেন চাষা আর বস্তির বলে!! তাই আপনাদের ভাষায় ঘোড়ারোগ হলেও আমর ভাষায় চপেটাঘাত করছি প্রাইভেটে পড়িয়ে।। বাকীটা বুঝে নিন।। ইনারা অথচ ভুল করেও বলেন না এটা তিনাদের সমর্থিত সরকারের ভ্রান্ত বা বিভেদের পলিসি!! অস্বীকার করবেন?? কারনতো আগেই উল্লেখ করেছি।।(এইধরনের মনোভাব আমাকে আমার অল্পবিস্তর শিক্ষিত মনোভাবকে আহত করেছে বলেই) এই ব্লগই তার প্রমান।।
আজ যদি তাদের প্রতি সাধারন মানুষের প্রশ্ন তোমাদের তো আমাদের ট্যাক্সের টাকায় চামচামি না করে আমাদের ভবিষ্যতের জন্য পড়িয়েছি।। কতটুকু সেই দায়িত্ব তোমরা পালন করেছো?? প্রত্যুত্বরে গালি খাবো।। কারন জনতার হয়ে আমিই যে জবাব চাইছি বা প্রশ্ন করেছি।।
নজরুলের ভাষায় বন্ধু বড় বিষ জ্বালা এই বুকে।। যারা একদিনও রাজপথের মিছিলে না যেয়ে,পুলিশের লাঠি আর দৌড়ানী না খেয়ে,হুলিয়া না পেয়ে,প্রিয়জনদের সোনালী দিনগুলিতে অনিশ্চিয়তায় রেখে,, জীবনকে বন্দক না রেখে, যারা দেশপ্রেমের মহড়া দিয়েছিলো সময়ের প্রয়োজনেই তাদের কদর নিরাপদ দুরত্বে স্ত্রী কন্যার ভালবাসায় সিক্ত ব্লগার!! হাসতেই আছি।। কোনদিন না আবার ইনারা বাঘা যতিন,সূর্যসেন,লোকনাথ বা ত্রৈলক্যনাথের পর্যায়ে চলে যান!!
আজ কিন্তু তারা অপাংত্তেয়।। জন্মই যার আজন্ম পাপ(রাজনৈতিক অঙ্গনে,সো কলড দেশপ্রেমীদের কছে)।। কিন্তু এটাই গর্ব তাদেরই নিজস্ব পরিসমাজে ।।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


বৃটিশের সময় কবি নজরুল ও মওলানা ভাসানী পড়ার সুযোগ পায়নি; পাকী আমলে ১২% গিয়েছে স+কুলে।

১৯৭২ সালে, শেখ সাহেবের উচিত ছিল ১০০% কে ফ্রি স্কুলে পাঠানো, উনি বাংগালীদের ফ্রি পড়াননি।

এরশাদ,খালেডা ও শেখ হাসিনার ক্রিমিনাল ব্যবসায়িক মন আজ বাংগালীদের সব টাকা লুটে নিচ্ছে পড়ার নামে।

শতে ৩০% জনের পরালেখা চালাবার ক্ষমতা আছে; বাকীদের বচ্ছাদের ফ্রী পড়ানোর মত টাকা জাতির কাছে আছে।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: সুতরাং.....!!

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৮

সুমন কর বলেছেন: এবার কিন্তু, আপনি বেশ বলেছেন। মনের আক্ষেপ বা হতাশা প্রতিটি লাইনে প্রকাশ পেয়েছে।

সহমত এবং ভালো লাগা।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। আর এখনো হতাশ হই নি কারন দেশ ও জীবনের মাঝে পার্থক্য অনেক।। তবে আক্ষেপটা ঠিকই ধরেছেন।।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৪

অগ্নি সারথি বলেছেন: শত অনাচার সত্ত্বে আজো আমরা মানুষ।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

সচেতনহ্যাপী বলেছেন: তা ঠিক।। মানুষ বলেই যত অভিযোগ।।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৯

শামছুল ইসলাম বলেছেন: অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী পোস্ট, ভাল লেগেছে।
সহমতঃ
//নজরুলের ভাষায় বন্ধু বড় বিষ জ্বালা এই বুকে।। যারা একদিনও রাজপথের মিছিলে না যেয়ে,পুলিশের লাঠি আর দৌড়ানী না খেয়ে,হুলিয়া না পেয়ে,প্রিয়জনদের সোনালী দিনগুলিতে অনিশ্চিয়তায় রেখে,, জীবনকে বন্দক না রেখে, যারা দেশপ্রেমের মহড়া দিয়েছিলো সময়ের প্রয়োজনেই তাদের কদর নিরাপদ দুরত্বে স্ত্রী কন্যার ভালবাসায় সিক্ত ব্লগার!! হাসতেই আছি।। কোনদিন না আবার ইনারা বাঘা যতিন,সূর্যসেন,লোকনাথ বা ত্রৈলক্যনাথের পর্যায়ে চলে যান!!//

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

সচেতনহ্যাপী বলেছেন: ভেবে দেখুন আমরা কিন্তু কালোকে কালো আর সাদাকে সাদা বলতে ভয় পাই।। এই লেখাকে আমার আক্ষেপও বলতে পারেন।। আমরা নিজের বিবেককেও বন্ধক রেখেছি।। আর ধন্যবাদতো রইলোই।।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

কাবিল বলেছেন: সুচারু প্রতিবাদ, সহমত।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ কাবিল।। আসুন না এগিয়ে যাতে,কালোকে কালো আর সাদাকে সাদা বলতে ।।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
সততার শক্তি বড় শক্তি। যদিও হারাইতে হয় অনেক।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: শতভাগ একমত।। তবে বেশ আগে থেকেই কিন্তু সততার মৃত্যু ঘটেছে।।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪

আবু শাকিল বলেছেন: রাষ্ট্র আমার অধিকার নিশ্চিত করবে, সেই আমাকে বঞ্চিত করছে প্রতিটা মুহূর্ত
অস্বাভাবিক সবকিছুই আমদের জন্যে স্বাভাবিক...

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: একদম ঠিক কিন্তু সেই কল্যান রাষ্ট্র কাজীর কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই।। দুঃখের সাথে বলতে হচ্ছে নেই আমাদের মাঝেও।। যে যে মত ও পথেরই হই না কেন দেশ সবার আগে আর দেশেরও প্রয়োজন আমাদের।।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১১

শামছুল ইসলাম বলেছেন: এক সময় সাদার (ভাল) সংখ্যা বেশী ছিল আর কালোর (খারাপ) সংখ্যা কম ছিল। তাই প্রতিবাদী হলে সাধুবাদ পাওয়া যেত, অধিকাংশ ক্ষেত্রে বিজয়ী হত। এখন পরিস্থিতি পাল্টে গেছে, কালোকে কালো বললে দেখবেন আপনার পরিচিত অনেকের মুখই কালো হয়ে গেছে। পরিবার গুলোর দিকে তাকিয়ে দেখুন, সাদা (ভাল) হওয়াটাকে দুর্বলতা ভাবে। তারই প্রতিফলন সমাজ, রাষ্ট্রে।

তবে আশার কথা, সাহসী সন্তানেরা এখনো আছে, তাদের সমর্থনে ভীরু (আমার মত) কিছু মানুষ এখনো আছে।

ভাল থাকুন। সবসময়।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: বিজয়ী বিজিতের কথার চেয়ে বলা ভাল সত্যি না বোঝা।।
না ভাই জোরে বাতাস বইলেও বুকটা দুরু দুরু করে উঠে।।
আর পরিবারই তো সূতিকাগৃহ রাষ্ট্রের।। প্রতিফলন সমাজ, রাষ্ট্রে।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৯

শামছুল ইসলাম বলেছেন: সত্যি বোঝে না কথাটা বোধ হয় ঠিক নয়, মানুষের মন সত্যটা বোঝে, কিন্তু বিভিন্ন স্বার্থগত কারণে সে সত্যকে অস্বীকার করে।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

সচেতনহ্যাপী বলেছেন: কম্প্রোমাইজিং টেনডেন্সীও এই কথা বলতেই লেখা।।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৪

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর আপু, "আমরা আজ দলীয় প্রয়োজনে নিজ মাকেও যেখানে ভুলে গেছি সেখানে জনগন তো কি ছাড়!!" ভাল লাগা।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৭

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতা।। ধন্যবাদ বোনটি।।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৩

প্রামানিক বলেছেন: বক্তব্যের সাথে সহমত। ধন্যবাদ

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ আপনাকেও।।

১২| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতীবাদের আগুন ঝরা পোস্ট -

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১০

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। কিন্তু এতোটা যোগ্য হই নি।।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । বিবেকের চোখ খুলে যাক ।চেতনা জাগ্রত হোক ।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও বিবেকের চোখ খুলে যাক ।চেতনা জাগ্রত হোক ।। সাথে খুলে যাক প্রতিবাদ দেখার চোখ।।

১৪| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিণয় বটে !!! :D

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২১

সচেতনহ্যাপী বলেছেন: :-P :-P।।

১৫| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২

জেন রসি বলেছেন: দুষমন হবো ভাইয়েরা আর কুশিলবরা মিচকি হাসবে!!

এই একটা লাইন অনেক কিছু বুঝিয়ে ফেলেছে। আসলেই কুশিলবরা খেলা শুরু করে তারপর নিজেরাই দর্শক হয়ে মজা দেখে। ভালো থাকুন সবসময়।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: আসলে সমজনে ওয়ালাকে লিয়ে ইশারাই কাফী হ্যায়।।
হিন্দী বা উর্দু যাই বলুন না কেন,বললাম বলে আবার ট্যাগের ভয়!! বড় বিপদ চতুর্দিকে!!

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২১

মহাকাল333 বলেছেন: "আজ তথাকথিত শিক্ষিতদের মাঝেই প্রাইভেটের আন্দোলন সফল হবার আগে পরে সেই ইন্জেক্টের প্রভাব বিদ্যমান।। এযেন রিক্সাআলার হিংসা গাড়িআলাকে করার মত!! ইনারা আকাড়ে বিকাড়ে বলতে চান, প্রাইভেটে শুধুই বড়লোকের বখাটে সন্তানরা পড়ে।। অথচ আমি জানি আমার সন্তানের পড়া কেন আর কিভাবেই বা প্রাইভেটে চালাচ্ছি।। বন্ধ করে দেবো?? তখন কিন্তু আপনারাই বলবেন চাষা আর বস্তির বলে!! " দারুন বলেছেন। সহমত।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: এই কথার প্রমান এই ব্লগেই অনেক পাবেন।। অথচ ইনারা স্পষ্টভাবে বলতে পারেন না কেন আমরা প্রাইভেটে পড়ছি বা পড়াচ্ছি?? যতই টাকা থাকুক না কেন,কেহই চায় না একটি টাকা বেশী খরচ করতে (ব্যতিক্রম বাদে।) ওই যে গুরু বলেছেন তাই আমরাও মুখস্ত করছি।। =p~ ধন্যবাদ ভাইটি।।

১৭| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: আজ যদি তাদের প্রতি সাধারন মানুষের প্রশ্ন তোমাদের তো আমাদের ট্যাক্সের টাকায় চামচামি না করে আমাদের ভবিষ্যতের জন্য পড়িয়েছি।। কতটুকু সেই দায়িত্ব তোমরা পালন করেছো?? প্রত্যুত্বরে গালি খাবো।। কারন জনতার হয়ে আমিই যে জবাব চাইছি বা প্রশ্ন করেছি।।

“ আসল কথা যদি বলি তবেই হবো মৌলবাদী ।”

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: বিপদতো এখানেই ভাই।। মনের সুখে ট্যাগ দিয়ে মতবাদ চাপিয়ে আর তা মানতেও বাধ্য করা হচ্ছে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.