নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আরেকজন যোগ হলো, তালিকার শেষ কোথায়!!

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৮

রাজীব হায়দার,অভিজিৎ সাথে বন্যাকেও হত্যার প্রচেষ্টা, বাবু , বিজয় দাস, নীলয়, দীপন, টুটুলকে হত্যার প্রচেষ্টার সাথে খুনের কাতারে বিশেষ করে নিহত ব্লগার তালিকায় সর্বশেষ সংযুক্তি নাজিমুদ্দীন সামাদ।।
উনি মূলতঃ ফেসবুকার।। জড়িত ছিলেন গনজাগরন মঞ্চের সাথেও।। কি লিখতেন, তাও জানতাম না।। আজ সকালেই মোবাইলের নিউজ পোর্টালে জানতে পারলাম কিছুটা লিখতেন ধর্ম নিয়ে, যদিও সব “নাস্তিককেই” দেখেছি চিতায় বা কবরে স্থান নিতে (নিজ নিজ ধর্ম অনুসারেই)।। সবাই তো আর আহমেদ শরীফ হতে পারে না!! কিছুটা সরকার সমালোচনার নামে বুদ্ধি-পরামর্শ দেয়ায়।। নিজেকে সরকারপন্থী বলেই পরিচয় দিতেন।।
আসলে এসব তার আসল পরিচয় নয়।। কারো লেখাই তার আসল পরিচয় দেয় না।। দেয় তিনি যে বাংলাদেশের একজন নাগরিক এবং সবার শ্রদ্ধেয় সংবিধান অনুযায়ী স্বাভাবিক মৃত্যুর অধিকারী।। কিন্তু নাহ! রাষ্ট্র তাকে এই অধিকার থেকে বঞ্চিত করেছে।। কর্তৃপক্ষ বলবে কে কাকে খুন বা ধর্ষন করবে তাতো আমাদের জানার উপায় নেই।। আসলেও তাই।। কিন্তু অপরাধ ঘটে যাবার পরতো অপরাধীদের শনাক্ত এবং ন্যায় বিচারের সম্মুখিন করার জন্যই তো তাদের নিয়োগ?? তাহলে?? কোন প্রশ্ন করলাম না।। কারন উত্তরটা সবারই জানা।। তাই আসলে বিচারের বানী নিভৃতে কাঁদে।। সাথে আমরাও ভয়ে থাকি।।
তবে আমার নিজস্ব বিচারে ( দয়া করে ভিন্নার্থ করা পাঠকরা মন্তব্য করবেন না), ভুল মানুষই করে থাকে।। একদম না করলে আমরা ফেরেসতার কাতারে আর সবসময় করলে শয়তানের কাতারে নাম লিখাতাম।। ভুলত্রুটি মিলিয়েই আমরা মানুষ।। আর হাতের পাচ আঙ্গুলের মতই সব মানুষের চিন্তা-ভাবনাও এক হয় না।। স্বাভাবিক।। কেন ব্লগ বা ফেসবুকে এরচেয়েও সরকারের কঠোর সমালোচনা করেও কারো কিছু হয় না?? তাহলে??!! কেউ লিখে যায় আগ্রহে, কেউ পড়ার, কেউ বা নামের নেশায়, সবচেয়ে খারাপ বর্তমান পশ্চিমা-বিশ্বের নাগরিকত্ব পাবার জন্য যারা ধর্ম নিয়ে নাড়া-চাড়া করতে শুরু করেন।। আমি নাম বললাম না, কিন্তু ব্লগার কারোরই অজানা নেই যে, নিজ নিজ ধর্ম বিশেষ করে ইসলামের বিরুদ্ধে কিছু লিখে, ভূয়া পত্রের হুমকি দেখিয়ে সহজ হয়ে যায় ভিসা!! বিশেষ করে সুইডেনে।। তসলিমা নাসরিন দিয়ে শুরু।। তারপর আরো কতজন!!
পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গী পাল্টেছে।। আজ নিজেরাই সরাঢ়রি অংশগ্রহনের চেয়ে “ ডিভাইড এন্ড রুলস্” পলিসি নিয়েছে।। তোমরা মার কিংবা মর, আমার ব্যবসাই মূল।। সফলও হচ্ছে সবস্থানে।। মিশর,লিবিয়া,সিরিয়া, পাকিস্তান,এমনকি আমাদের দেশেও তার লক্ষন!!
তবে শেষ হিসাবে বলি, এভাবে ধর্ম এবং নারিকদের মুখো মুখি করে কে বা কারা লাভবান হচ্ছে?? আসলেই কি সব ধর্মান্ধদের কাজ?? না কারো উর্বর মস্তষ্কপ্রসুত সুচতুর প্লান?? যারা খুন করেছে তারা দাবার গুটি মাত্র।। প্রয়োজন ফুরালেই, ফিরোজ সাঈয়ের ভাষায়- একমিনিটের নাই ভরসা।।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২০

মহা সমন্বয় বলেছেন: আসলেই কি সব ধর্মান্ধদের কাজ?? না কারো উর্বর মস্তষ্কপ্রসুত সুচতুর প্লান??

হতে পারে কোন প্ল্যান। কিন্তু আপনি জনমত কে কি দিয়ে নির্ণয় করবেন? বেশির ভাগ জনগনই মনে করে এই হত্যাকন্ড উচিৎ শিক্ষা হয়েছে ধর্ম নিয়ে লেখবে কেন? দুই একজন অবশ্য আহা উহা করে কিন্তু ঘুরে ফিরে দেখি সেই কতল কারীদের পক্ষেই।
ব্লাগার হত্যা.. এটা যে কোন মানুষ হত্যাকান্ড তা যেন অনেকের মাথাই ঢুকে না। ব্লাগার..শালা ব্লগার.. এই অবস্থা আর কি?
কলমের জবাব যে কলম দিয়ে দেয়া যায়, কলমের জবাব যে কখনো চাপতি হতে পারে না.. এটা যে কেউই বুঝে না । :(
ধরে নিলাম এটা কারো বা কোন গোষ্ঠির প্ল্যান- কিন্তু জনগণের এই মনোভাবটা আমার মাথায়ই ধরে না। |-)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৭

সচেতনহ্যাপী বলেছেন: ধরে নিলাম এটা কারো বা কোন গোষ্ঠির প্ল্যান আর এই প্লান বাস্তবায়ন করার পিছনে ভাড়াকরা কেউ থাকে!! অবাক তাই না??

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪০

মহা সমন্বয় বলেছেন: আমারও ভাই আপনার মত সোজা কথা- যতদিন জনগণের মনোভাব পরিবর্তন না হবে ততদিন এই জাতির রক্ষা নাই।

একটা খুনের বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু আমাকে ভাবায় জনগনের মনোভাব নিয়ে বাংলাদেশ তো সিরিয়া আফগানিস্তান না।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: আসলে আমরা কি তার চেয়ে উন্নত।। যেখানে আগেই উল্লেখ করেছি সবাই আহমেদ শরীফ হতে পারে না।। এর জন্য মানসিকতা থাকতে হয় ভিন্ন।।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৪

মহা সমন্বয় বলেছেন: আসলে আমরা কি তার চেয়ে উন্নত। এর জন্য মানসিকতা থাকতে হয় ভিন্ন।। তাহলে উন্নত হওয়ার জন্য উন্নত মানসিকতা অর্জন করতে হলে কি করতে হবে কন? :D

০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৭

সচেতনহ্যাপী বলেছেন: আপনি কি কাউকে শুধু তার লেখার জন্য কুপিয়ে মারতে পারবেন?? আমার জবাব এসব ভাড়াটে খুনীদের কাজ।। বুঝতে পেরেছেন??

৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৩

মহা সমন্বয় বলেছেন: হুমমমম .... নৈবঃ নৈবঃ চঃ।

০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩২

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই!! ভেবে দেখুন।। আমি আপনার চেয়ে জ্ঞ্যানী তা প্রকাশ করছি না বা ভিন্ন কথায় মন্তব্য ঘুরাচ্ছি না।। সোজা কথার সোজা উত্তর।। ( ডোন্ট মাইন্ড )।।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


দেশকে, সময়কে, মানুষকে বুঝতে হয়

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৯

সচেতনহ্যাপী বলেছেন: তিনটাকে একসুত্রে গাথা শুধুমাত্র শিক্ষিত সমাজেই সম্ভব।। তা না হলে যেকোন একটার ঘাটতি থেকেই যাবে।।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৬

সাইফুল ফরিদপুর বলেছেন: pipilikar pakha gojai moribar tore.....kan tor oto beshi bujhar ki dorkar silo.....Allah tore sunno theke sresti koresen, tore paltasen, r tui tar birodhita kores..................ajib!@

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক আছে।। আর এটা করলে ফলাফল কি তা আমার লেখাতেই আছে।।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে কিছুই কমবেনা!

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই তাই।। আগেরগুলির বিচার হলে নূতন ঘটতো না।।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

পরম সত্য বলে কিছু নেই।
ধর্মকে ঘিরে স্বার্থসাধন ইচ্ছা ছাড়তে হবে।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: যে যার বিশ্বাস নিয়েই থাকুক, তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিৎ।।
যেভাবেই হোক না সেই " স্বার্থসাধন" ছাড়া যাবে না।। জড়িত নাম, অর্থ আর ভিসা!!

৯| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



সরকারের পলিসি-মেকাররা এ ধরণের একটা ভীতিকার পরিবেশে দেশকে রাখতে চাচ্ছেন; এদের ধারণা, এই পরিবেশ সরকারের পক্ষে যাচ্ছে।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: তত্বটা একবারেই ফেলে দেবার মত নয়।। কিন্তু জনগন দুভাগ হলে কিন্তু শান্তি সুদুর পরাহত।।অর্থাৎ ভবিষ্যত প্রজন্মরা জানবে তাদের পূর্ব-পুরুষরাই এর মূলে,তখন কি পাবো আমরা?? ভেবে দেখুন দুই দশক পরের কথা।।

১০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪

গেম চেঞ্জার বলেছেন: পেছনের মঞ্চটি ধোঁয়াশাচ্ছন্ন তবে কারা এর পেছনের গুটিবাজ সেটা আঁচ করা যাচ্ছে।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: সেখানেই জনগন আলো চায়।। তা গেলেও লাভতো কিছুই হচ্ছে না।। দু/একটির বিচার ছাড়া, বাকিগুলি ফাইলক্লোজ।।

১১| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।

হালা ফকিন্নি।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

সচেতনহ্যাপী বলেছেন: আপনিও তো একই ব্লগে লিখছেন।। সুতরাং সহব্লগার।। তাকে সমর্থন করবেন না, আপনার ইচ্ছে।। কিন্তু এভাবে আক্রমন কেন?? আর আমার ব্লগে আমার লেখার সমালোচনা করলেই কি সুন্দর হতো না??

১২| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২০

খায়রুল আহসান বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ি ভালো নয়, ধর্মহীনতা নিয়েও নয়।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: প্রতিবাদের বিষয়বস্তুর অভাব নেই।। প্রায় ব্যাংকেই পুকুর থেকে সমুদ্র চুরি হচ্ছে,আমি-তুমি আমরা হতে পারছি না।। তেমনি সত্যি কিছু এই লেখাতেই তুলে ধরেছি।। যার যার ধর্ম তাকেই পালন করতে দিন।।যা আমাদের আদি গৌরব।।
বাহুল্যে বলছি, আমি যেমন মন্দিরের ঠাকুরের হাতে প্রসাদ খেয়েছি তেমন কোন কোন বন্ধু আমাদের বাসার উৎসবে খেয়েছে।।
'৭২ থেকে '৭৫য়ের কথা স্মরন করতে বলবো ডাকাতি হলেও শেষে শোনা যেত সর্বহারার শ্লোগান।। আজো যে তাই....।।
সবশেষে বলবো ধোয়াটে সবকিছুই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.