নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহান ফয়সাল খান

সোহান ফয়সাল খান

নিজের সম্পর্কে লিখার মতো এখন কিছু নেই। যখন কিছু থাকবে তখন অবশ্যই লিখবো।

সোহান ফয়সাল খান › বিস্তারিত পোস্টঃ

আমি

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

আমিতো আমি… আমি মানে আমি সোহান। বাবা আদর করে এই নাম রেখেছে। শুনেছিলাম আমার জন্মের সময় কোন এক ডাক্তার নাকি এই নাম রাখতে বলেছিল। সেই ডাক্তারকে আমি চিনিনা। চেনার কোন আগ্রহ প্রকাশ করিনি কখনো। কিন্তু ডাক্তারকে আমি মনে মনে ধন্যবাদ দেই সবসময় কারন সোহান নামটা আমার পছন্দ। বাবা সোহান নামটাকে পরিপূর্ণতা দিল মো: ফয়সাল খান সোহান নাম দিয়ে। আর তখনি বারোটা বাজালো আমার। কারন ফয়সাল নামটা আমার মোটেও পছন্দ না। সুন্দরের সাথে নাকি কিছু অসুন্দর থাকতেই হয়, অসুন্দর না থাকলে নাকি সুন্দরের মর্ম বুঝা যায়না। নিজের নামটাকে আমি এইভাবেই চিন্তা করি। তবে এখন আমি নিজের মনের মতো করে নামটাকে গুছিয়ে নিয়েছি। ফয়সান আর সোহান নামের সুন্দর সমন্বয় ঘটিয়ে নাম দিয়েছি সোহান ফয়সাল খান। যাইহোক, নিজের সম্পর্কে বলতে গিয়ে নাম নিয়ে আর কথা না বলি। কারন নামে নয় গুনেই পরিচয়। আসলে সত্যি কথা কি, গুনের কথা বলার মতো কিছু নেই আমার তাই নাম নিয়েই এতো কথা বললাম।
নিজেকে নিজে ব্যাখ্যা করি ঠিক এইভাবে……
“প্রত্যেক বার আমি যখনি কোন কিছুর আশা ছেড়ে দেই
তখনি জীবন আমাকে একটা করে নতুন পথ দেখায়…
বেহায়া আমি,বাচার আশায় সেই পথ ধরেই এগুতে থাকি
আর নিয়তি ফের আমার সাথে সেই পুরনো খেলা শুরু করে;আজব.. “

ছোটখাটো গড়নের শ্যামলা রঙের এই মানুষটির আসলেই বলার মতো কিছু নেই। যখন বলার সময় হবে, যখন বলার মতো কিছু থাকবে তখন অনেক কিছু বলবো। আমি আসলে বলতে চাই। সত্যি বলেত চাই। আর এই জন্য সবার আশীর্বাদ চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.