নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহান ফয়সাল খান

সোহান ফয়সাল খান

নিজের সম্পর্কে লিখার মতো এখন কিছু নেই। যখন কিছু থাকবে তখন অবশ্যই লিখবো।

সোহান ফয়সাল খান › বিস্তারিত পোস্টঃ

সাধারণ থেকে অসাধারণ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২২

সময়ের সাথে সাথে কিছু সাধারণ মানুষ হয়ে উঠেছে আজ অসাধারণ।

পাশের সিটে বসতো যেই স্কুল বন্ধুটা, আজ সে অসাধারণ জব করছে।

পাশের গলিতে থাকা ছেলেটা, আজ অসাধারণ ফটোগ্রাফার হয়েছে।

পাশের বাসায় থাকা মেয়টি, আজ অসাধারণ সুন্দরী হয়েছে।

পাশের ডেস্কে বসা অফিসের ছেলেটি, আজ অসাধারণ প্রতিভা দেখাচ্ছে।



অসাধারণ স্মার্ট হয়ে উঠেছে সেই ছেলেটি, যার শার্টের বোগল হলুদ হয়ে থাকতো।

আসাধারন মডেল হয়ে উঠেছে সেই মেয়টি, যে কখনো ছেলেদের আড্ডায় গল্প হয়ে উঠেনি।

অসাধারণ গায়ক হয়ে উঠেছে সেই ভাইটি, যাকে স্টেজ থেকে একদিন নামিয়ে দেওয়া হয়েছিল।

অসাধারণ প্রোগ্রামার হয়ে উঠেছে সেই ছেলেটি, যে ভার্সিটিতে নিজে কখনো কোড লিখেনি।



যেই মেয়টি কখনো রান্নাঘরে যায়নি, সে আজ অসাধারণ রাধুনি হয়ে উঠেছে।

যেই ছেলে ছন্নছাড়া জীবনযাপন করতো, সে আজ অসাধারণ সংসারী হয়েছে।

যেই ছেলে বলতো মেয়দের দেখতে পারেনা, সে আজ অসাধারণ প্রেম করে চলছে।

যেই মেয়ে বলতো কখনো বিয়ে করবেনা, সে আজ অসাধারণ মা হয়েছে।

যেই ছেলে গুছিয়ে কিছু লিখতে পারতোনা, সে আজ অসাধারণ লেখক হয়েছে।



আসলে সময়ের পরিবর্তনে সাধারণ শব্দটা 'অ' প্রত্যয় যোগ করে অসাধারণ হয়ে উঠে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:

কথার কথা

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: হুম| সময় কত কি না করে

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

গরু গুরু বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.