নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহান ফয়সাল খান

সোহান ফয়সাল খান

নিজের সম্পর্কে লিখার মতো এখন কিছু নেই। যখন কিছু থাকবে তখন অবশ্যই লিখবো।

সোহান ফয়সাল খান › বিস্তারিত পোস্টঃ

পার্ক কাহিনী

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৪

-- জান দেখো... কতো সুন্দর পাখী উড়ছে।

-- (অবাক হয়ে বলে) বাবু পাখী কেন উড়ে। উড়ে উড়ে কোথায় যাবে?

-- তখনি বাদামওয়ালার আগমন... ভাইয়া-আফা , বাদাম খান আর পাখী দেখেন...

একটু নির্জনে নিরবিলি শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একটু শান্তিতে প্রেম করার জন্য প্রেমিক প্রেমিকারা বেছে নেয় এলাকার পার্ক (সাহসী প্রেমিক-প্রেমিকা) কিংবা অন্য এলাকার পার্ক(ভীতু প্রেমিক-প্রেমিকা) গুলোকে। কিন্তু সমস্যা হয়ে দাড়ায় হকারগুলো। আরও ক্লিয়ার করে বললে বাদামওয়ালাগুলো। পার্কের চিপায়-চাপায়, কোনায়-কানায়, সমতল কিংবা উঁচু... এমন কনো জায়গা বাকি নেই যেইখানে বাদামওয়ালা হানা দেয়না। তাদের অত্যাচার থেকে প্রেমিক প্রেমিকাকে বাঁচানোর জন্য এবং পার্কের নিরবিলি পরিবেশ নিশ্চিত করার জন্য "হকার মুক্ত এলাকা" নিশ্চিত করা হয় সাইনবোর্ড টানিয়ে।

এতো গেলো অতীতের ঘটনা। বর্তমানে পার্কের চিপায়-চাপায়, কোনায়-কানায়, সমতল কিংবা উঁচু... এমন কনো জায়গা বাকি নেই যেইখানে ফটোগ্রাফার হানা দেয়না। কনো এক পরিসংখ্যানে দেখা গেছে অতীতের বাদামওয়ালাদের তুলনায় বর্তমানে ফটোগ্রাফারের সংখ্যা অনেক বেশি। আর সেই বাদামওয়ালারা হয়ে গেছে ফটোগ্রাফারদের সবচাইতে গুরত্তপূর্ণ মডেল। সেইদিন আর বেশি দূরে নয় যেইদিন ফটোগ্রাফারদের অত্যাচার থেকে প্রেমিক প্রেমিকাকে বাঁচানোর জন্য এবং পার্কের নিরবিলি পরিবেশ নিশ্চিত করার জন্য "ফটোগ্রাফার মুক্ত এলাকা" লিখে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.